কলকাতা : অসুস্থতার জন্য় বেশ কয়েকদিন ধরে সিনেমাজগত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন মিঠুন চক্রবর্তী। সুস্থ হয়ে দিন কয়েক আগে দেশে ফিরেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে মিঠুন অভিনীত 'দা তসকন্ত ফাইলস'। এবার দীনেশ গুপ্তর বায়োপিকে বাংলা ছবিতে কাজ করছেন তিনি।
'সহজ পাঠের গপ্পো'-র পরিচালক মানস মুকুল পাল পরবর্তী ছবি বানাচ্ছেন দীনেশ গুপ্তর ওপর। সম্প্রতি মানস মিঠুনকে চিত্রনাট্য শোনাতে মুম্বইও গিয়েছিলেন। তিনি জানিয়েছেন যে মিঠুন ছবিটি করতে রাজি হয়েছেন।
ছবিতে স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় দেখা যাবে মিঠুনকে। ছবির প্রসঙ্গে মানস বলেন, "এটা শহিদ দীনেশ গুপ্তর বায়োপিক। একটা বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। রিভিল করছি না। তবে ইনি ভারতের স্বাধীনতা সংগ্রামে বিশেষ ভূমিকা ছিল। কিন্তু, নাম জানি না অনেকেই।"
ছবির শুটিং হবে কলকাতা ও বাংলাদেশের বিভিন্ন এলাকায়। মানস আরও বলেন, "অনেকদিন ধরেই বিনয় বাদল দীনেশকে নিয়ে ছবি বানানোর ইচ্ছে ছিল। সেটাই করছি।"