ETV Bharat / sitara

কলকাতা পুলিশকে ধন্যবাদ মিমির - taxi driver arrest

মিমির অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ট্যাক্সি চালককে । অত্যন্ত তৎপরতার সঙ্গে এই ঘটনার পদক্ষেপ করায় কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী ।

asd
asd
author img

By

Published : Sep 15, 2020, 9:28 PM IST

কলকাতা : প্রতিদিনের মতো গতকালও জিম থেকে ফিরছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী । ফেরার পথে তাঁকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল এক ট্যাক্সি চালক । তার প্রেক্ষিতে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন মিমি । আর সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে গ্রেপ্তার করা হয় ওই যুবককে । অত্যন্ত তৎপরতার সঙ্গে এই ঘটনার পদক্ষেপ করায় কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী ।

গতকাল বিকেলে বালিগঞ্জের ঘটনা । বাড়ির কাছেই একটি জিমে গিয়েছিলেন মিমি । এরপর জিম সেরে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন । সেই সময় গাড়িতে তিনি ও তাঁর চালক ছিলেন । এরপর তাঁর গাড়ি ট্র্যাফিক সিগনালে দাঁড়াতেই হঠাৎ পাশের এক ট্যাক্সি থেকে অভিনেত্রীর দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয় বলে অভিযোগ । এ প্রসঙ্গে মিমি বলেন, "গাড়িতে বসেই লক্ষ্য করি যে ওই যুবক আমাকে চোখ মারছে । প্রথমে ভেবেছিলাম মুদ্রাদোষ হয়তো । তাই এড়িয়ে গিয়েছিলাম ।"

অভিনেত্রীর অভিযোগ, এরপর সেই ট্যাক্সি তাঁর গাড়ি ওভারটেক করে ফের অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করে । তখনই গাড়ি থেকে নেমে ওই ট্যাক্সি চালককে ধরে ফেলেন তিনি । কিন্তু, রাস্তায় স্থানীয় বাসিন্দাদের ভিড় জমতে শুরু করায় বেশিক্ষণ মিমির সেখানে থাকা সম্ভব হয়নি । আর সেই সুযোগ নিয়েই ঘটনাস্থান থেকে পালিয়ে যায় অভিযুক্ত ট্যাক্সি চালক ।

এ প্রসঙ্গে মিমি বলেন, "তখন আমার একটা কথাই মনে হয়েছে, আজ যদি আমি ওকে ছেড়ে দিই, তাহলে ওর ট্যাক্সিতে যখন রাতেরবেলায় মেয়েরা উঠবে, তাঁরা নিরাপদ থাকবেন না । তাই গাড়ি থেকে নেমে ট্যাক্সি চালককে যা শিক্ষা দেওয়ার দিয়েছি । তবে আমার বিশ্বাস ছিল প্রশাসন এর ব্যবস্থা করবে ।"

সেই মতো ট্যাক্সির নম্বর নোট করে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন মিমি । আর সেই অভিযোগের ভিত্তিতে ওই চালককে গতকাল রাতেই গ্রেপ্তার করে পুলিশ । এখন পুলিশের হেপাজতে রয়েছে সে । মদ্যপ অবস্থায় সে গাড়ি চালাচ্ছিল বলে জানা গিয়েছে ।

একজন নাগরিক হিসেবে এই ধরনের বিষয়গুলিকে বন্ধ করা নিজের কর্তব্য বলেই মনে করেন মিমি । বলেন, "সেই সময় আমি একা আছি না আমার সঙ্গে অন্য কেউ রয়েছে, সেটা দেখার থেকে আমার এইগুলি বন্ধ করা দরকার ছিল । আজ যদি আমি ওকে এড়িয়ে চলে যেতাম, কাল হয়তো কোনও মহিলার গায়ে ও হাত দেওয়ার সাহস পেত । আমার মনে হয়েছে, একটি ট্যাক্সিতে মেয়েরা এই বিশ্বাসে উঠবে, যে সে তাঁদের গন্তব্যে পৌঁছে দেবে । এর বিরুদ্ধে পদক্ষেপ করা আমার নাগরিক কর্তব্য ।"

সবশেষে কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মিমি । বলেন, "বাড়ি যাওয়ার পথে ঘটনার কথা আমি গড়িয়াহাট থানায় জানাই । আমার FIR দায়ের করা হয় । তার ভিত্তিতে যথাযত ব্যবস্থা নিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ ।"

কলকাতা : প্রতিদিনের মতো গতকালও জিম থেকে ফিরছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী । ফেরার পথে তাঁকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল এক ট্যাক্সি চালক । তার প্রেক্ষিতে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন মিমি । আর সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে গ্রেপ্তার করা হয় ওই যুবককে । অত্যন্ত তৎপরতার সঙ্গে এই ঘটনার পদক্ষেপ করায় কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী ।

গতকাল বিকেলে বালিগঞ্জের ঘটনা । বাড়ির কাছেই একটি জিমে গিয়েছিলেন মিমি । এরপর জিম সেরে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন । সেই সময় গাড়িতে তিনি ও তাঁর চালক ছিলেন । এরপর তাঁর গাড়ি ট্র্যাফিক সিগনালে দাঁড়াতেই হঠাৎ পাশের এক ট্যাক্সি থেকে অভিনেত্রীর দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করা হয় বলে অভিযোগ । এ প্রসঙ্গে মিমি বলেন, "গাড়িতে বসেই লক্ষ্য করি যে ওই যুবক আমাকে চোখ মারছে । প্রথমে ভেবেছিলাম মুদ্রাদোষ হয়তো । তাই এড়িয়ে গিয়েছিলাম ।"

অভিনেত্রীর অভিযোগ, এরপর সেই ট্যাক্সি তাঁর গাড়ি ওভারটেক করে ফের অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করে । তখনই গাড়ি থেকে নেমে ওই ট্যাক্সি চালককে ধরে ফেলেন তিনি । কিন্তু, রাস্তায় স্থানীয় বাসিন্দাদের ভিড় জমতে শুরু করায় বেশিক্ষণ মিমির সেখানে থাকা সম্ভব হয়নি । আর সেই সুযোগ নিয়েই ঘটনাস্থান থেকে পালিয়ে যায় অভিযুক্ত ট্যাক্সি চালক ।

এ প্রসঙ্গে মিমি বলেন, "তখন আমার একটা কথাই মনে হয়েছে, আজ যদি আমি ওকে ছেড়ে দিই, তাহলে ওর ট্যাক্সিতে যখন রাতেরবেলায় মেয়েরা উঠবে, তাঁরা নিরাপদ থাকবেন না । তাই গাড়ি থেকে নেমে ট্যাক্সি চালককে যা শিক্ষা দেওয়ার দিয়েছি । তবে আমার বিশ্বাস ছিল প্রশাসন এর ব্যবস্থা করবে ।"

সেই মতো ট্যাক্সির নম্বর নোট করে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন মিমি । আর সেই অভিযোগের ভিত্তিতে ওই চালককে গতকাল রাতেই গ্রেপ্তার করে পুলিশ । এখন পুলিশের হেপাজতে রয়েছে সে । মদ্যপ অবস্থায় সে গাড়ি চালাচ্ছিল বলে জানা গিয়েছে ।

একজন নাগরিক হিসেবে এই ধরনের বিষয়গুলিকে বন্ধ করা নিজের কর্তব্য বলেই মনে করেন মিমি । বলেন, "সেই সময় আমি একা আছি না আমার সঙ্গে অন্য কেউ রয়েছে, সেটা দেখার থেকে আমার এইগুলি বন্ধ করা দরকার ছিল । আজ যদি আমি ওকে এড়িয়ে চলে যেতাম, কাল হয়তো কোনও মহিলার গায়ে ও হাত দেওয়ার সাহস পেত । আমার মনে হয়েছে, একটি ট্যাক্সিতে মেয়েরা এই বিশ্বাসে উঠবে, যে সে তাঁদের গন্তব্যে পৌঁছে দেবে । এর বিরুদ্ধে পদক্ষেপ করা আমার নাগরিক কর্তব্য ।"

সবশেষে কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মিমি । বলেন, "বাড়ি যাওয়ার পথে ঘটনার কথা আমি গড়িয়াহাট থানায় জানাই । আমার FIR দায়ের করা হয় । তার ভিত্তিতে যথাযত ব্যবস্থা নিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.