দিল্লি : সংসদে শুরু শীতকালিন অধিবেশন । অধিবেশনের প্রথমদিন সংসদে মাকে নিয়ে যান তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী । মায়ের সঙ্গে একটি ছবিও তোলেন । পরে সেটি পোস্ট করেন সোশাল মিডিয়ায় । ছবির ক্যাপশনে লেখেন "সংসদ অধিবেশনের প্রথমদিনে মায়ের সঙ্গে"।
-
1st day of parliament session with mommy pic.twitter.com/qOCS6YOVft
— Mimssi (@mimichakraborty) November 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">1st day of parliament session with mommy pic.twitter.com/qOCS6YOVft
— Mimssi (@mimichakraborty) November 18, 20191st day of parliament session with mommy pic.twitter.com/qOCS6YOVft
— Mimssi (@mimichakraborty) November 18, 2019
মঙ্গলবার লোকসভায় পশু সুরক্ষা নিয়ে সরব হয়েছিলেন মিমি । পশু নির্যাতন বন্ধ করতে নতুন আইন তৈরির দাবি জানিয়েছেন তিনি । এমনকী, রাস্তার কুকুরদের উপর হওয়া নির্যাতন বন্ধ করতে সঠিক আইন পাশ করানোর পক্ষেও বক্তব্য রেখেছিলেন । বলেন, "রাস্তার কুকুরদের জন্য সঠিক কোনও আইন নেই । যে আইন রয়েছে তার আওতায় রাস্তার কুকুরদের সঠিক সাহায্যের কথা বলা হয়নি । এছাড়া হোটেলের নিরাপত্তার জন্য যে সব কুকুর রাখা হয় তাদেরও সঠিকভাবে দেখভাল করা হয় না ।" এইধরনের একাধিক বিষয় নিয়ে সরব হয়েছিলেন তিনি ।
চলতি বছরে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর মে মাসে প্রথম সংসদে পা রেখেছিলেন মিমি ও অভিনেত্রী সাংসদ নুসরত জাহান । সংসদের বাইরে একসঙ্গে ছবিও তুলেছিলেন তাঁরা । ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করতেই পোশাক নিয়ে ট্রোলড হন তাঁরা দু'জনেই । লোকসভায় নতুন মুখ দেখে অনেক নেটিজ়েনই বিষয়টির প্রশংসা করেছিলেন । আবার অনেক নেটিজ়েনেরই বিষয়টা একেবারেই ভালো লাগেনি ।
কাজের দিক থেকে নিজের গানের অ্যালবাম নিয়ে খুবই ব্যস্ত মিমি । প্রথম অ্যালবামের জন্য যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন তিনি । এছাড়া অরিন্দম শীলের পরবর্তী ছবি 'খেলা যখন'-এ দেখা যাবে তাঁকে ।