ETV Bharat / sitara

শপথ গ্রহণের ভিডিয়ো শেয়ার করলেন মিমি-নুসরত - মেম্বার অফ পার্লামেন্ট

২০১৯ সালের লোকসভা নির্বাচনের বিজয়ী প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। প্রথমজন যাদবপুর কেন্দ্র থেকে ও অন্যজন বসিরহাট কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। আজ তাঁরা নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শপথ গ্রহণের ভিডিয়ো শেয়ার করলেন।

মিমি চক্রবর্তী
author img

By

Published : Jun 25, 2019, 5:24 PM IST

দিল্লি : রিপ্রেজ়েন্টেটিভ অফ পিপল, মানুষের প্রতিনিধি হওয়া একটা কঠিন দায়িত্ব। ক্যারিয়ারের মধ্য গগনে থাকাকালীন এই গুরুদায়িত্ব নিয়েছেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। একদিকে অভিনেত্রী, অন্যদিকে MP - এই দুই ভূমিকা একসঙ্গে পালন করা মুখের কথা নয়। তাই বলা যায়, মিমি-নুসরত দু'জনেই শুরু করতে চলেছেন জীবনের এক কঠিন অধ্যায়।

নুসরত শপথ গ্রহণের ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, "নতুন যাত্রা শুরু করতে চলেছি। ঈশ্বর ও আপনাদের আশীর্বাদ চাই। এই দেশের প্রতি আমার দায়িত্ব পালন করতে কোনও খামতি রাখব না আমি।"

অন্যদিকে মিমি ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, "লাইফ টাইম অভিজ্ঞতা। দিদি ও আমার যাদবপুরকে অনেক ধন্যবাদ।"

দিল্লি : রিপ্রেজ়েন্টেটিভ অফ পিপল, মানুষের প্রতিনিধি হওয়া একটা কঠিন দায়িত্ব। ক্যারিয়ারের মধ্য গগনে থাকাকালীন এই গুরুদায়িত্ব নিয়েছেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। একদিকে অভিনেত্রী, অন্যদিকে MP - এই দুই ভূমিকা একসঙ্গে পালন করা মুখের কথা নয়। তাই বলা যায়, মিমি-নুসরত দু'জনেই শুরু করতে চলেছেন জীবনের এক কঠিন অধ্যায়।

নুসরত শপথ গ্রহণের ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, "নতুন যাত্রা শুরু করতে চলেছি। ঈশ্বর ও আপনাদের আশীর্বাদ চাই। এই দেশের প্রতি আমার দায়িত্ব পালন করতে কোনও খামতি রাখব না আমি।"

অন্যদিকে মিমি ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, "লাইফ টাইম অভিজ্ঞতা। দিদি ও আমার যাদবপুরকে অনেক ধন্যবাদ।"

Intro:Body:

শপথ গ্রহণের ভিডিয়ো শেয়ার করলেন মিমি-নুসরত



২০১৯ সালের লোকসভা নির্বাচনের বিজয়ী প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। প্রথমজন যাদবপুর কেন্দ্র থেকে ও অন্যজন বসিরহাট কেন্দ্র থেকে। আজ দু'জনেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই শপথ গ্রহণের ভিডিয়ো শেয়ার করলেন।



দিল্লি : রিপ্রেজ়েন্টেটিভ অফ পিপল, মানুষের প্রতিনিধি হওয়া একটা কঠিন দায়িত্ব। ক্যারিয়ারের মধ্য গগনে থাকাকালীন এই গুরুদায়িত্ব নিয়েছেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। একদিকে অভিনেত্রী, অন্যদিকে MP - এই দুই ভূমিকা একসঙ্গে পালন করা মুখের কথা নয়। তাই বলা যায়, মিমি-নুসরত দু'জনেই শুরু করতে চলেছেন জীবনের এক কঠিন অধ্যায়।



নুসরত শপথ গ্রহণের ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, "নতুন যাত্রা শুরু করতে চলেছি। ঈশ্বর ও মানুষের আশীর্বাদ চাই। এই দেশের প্রতি আমার দায়িত্ব পালন করতে কোনও খামতি রাখব না আমি"



অন্যদিকে মিমি ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, "লাইফ টাইম অভিজ্ঞতা। দিদি ও আমার যাদবপুরকে অনেক ধন্যবাদ।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.