কলকাতা : 66 তম জাতীয় পুরস্কারে বিজয়ীদের তালিকায় তিনটি স্থান দখল করেছে বাংলা । সোশাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের বিজয়ী শিল্পীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
তিনি টুইট করেন, "এবছর বাংলা তিনটি জাতীয় পুরস্কার পেয়েছে । আমি এই খবরটা আপনাদের সকলের সঙ্গে ভাগ করতে পেরে আনন্দিত । সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।"
-
Heartiest congratulations and best wishes to all pic.twitter.com/C9xrSZHV3P
— Mamata Banerjee (@MamataOfficial) August 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Heartiest congratulations and best wishes to all pic.twitter.com/C9xrSZHV3P
— Mamata Banerjee (@MamataOfficial) August 9, 2019Heartiest congratulations and best wishes to all pic.twitter.com/C9xrSZHV3P
— Mamata Banerjee (@MamataOfficial) August 9, 2019
পরিচালক চূর্ণি গাঙ্গুলির 'তারিখ' সেরা সংলাপের জন্য জাতীয় পুরস্কার জিতেছে । পরিচালক শ্রীজিত মুখার্জির 'এক যে ছিল রাজা' পেয়েছে সেরা বাংলা ছবির খেতাব । আর ইন্দ্রদীপ দাশগুপ্তর 'কেদারা' বিশেষ জুরি অ্যাওয়ার্ডের বিজয়ী হিসেবে ঘোষিত হয়েছে ।