ETV Bharat / state

বাগডোগরা বিমানবন্দরের কাছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ গ্রেফতার তিন দুষ্কৃতী

ধৃতদের কাছ থেকে দুটি অটোমেটেড পিস্তল, 30 রাউন্ড কার্তুজ ও পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়েছে ৷

FIREARMS CARTRIDGES RECOVERY
কার্তুজ-সহ গ্রেফতার তিন দুষ্কৃতী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2024, 9:58 AM IST

শিলিগুড়ি, 7 নভেম্বর: বাগডোগরা বিমানবন্দরের অ্যাপ্রোচ রোডের কাছে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল পুলিশ। আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ-সহ তিন ভিন জেলার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দর এলাকায়।

জানা গিয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশ অভিযান চালিয়ে ওই তিন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে দুটি অটোমেটেড পিস্তল, 30 রাউন্ড কার্তুজ ও পাঁচটি মোবাইল উদ্ধার হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের নাম পুলক রায়, সৌমিত্র পাল ও প্রীতম সরকার। প্রত্যেকেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হিলি এলাকার বাসিন্দা।

আরও জানা গিয়েছে, বুধবার বালুরঘাট থেকে বাসে করে পিস্তল ও কার্তুজ নিয়ে বাগডোগরা পৌঁছয় ধৃত তিন জন। প্রথমে তারা বাগডোগরার ভুট্টাবাড়িতে শিলিগুড়ি কলকাতাগামী জাতীয় সড়কে পৌঁছয়। সেখান থেকে বিমানবন্দরের কাছে এসে পৌঁছয়। এরপর ওই তিন জনকে অ্যাপ্রোচ রোডের কাছে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের ৷ এরপর বাগডোগরা থানার পুলিশ ছদ্মবেশে প্রথমে ওই তিন জনকে পাকড়াও করে ৷ এরপর তাদের তল্লাশি চালালে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয় ৷

এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, "গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়েই অভিযান চালানো হয়েছিল। ধৃতদের কাছ থেকে 7 এমএম দুটি অটোমেটেড পিস্তল ও 30 রাউন্ড তাজা কার্তুজ গিয়েছে। পিস্তল ছাড়াও 5টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। কী কারণে এবং কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল পাশাপাশি আর কারা এই ঘটনায় জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।" বৃহস্পতিবার ধৃতদের রিমান্ডের আবেদন জানিয়ে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

শিলিগুড়ি, 7 নভেম্বর: বাগডোগরা বিমানবন্দরের অ্যাপ্রোচ রোডের কাছে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল পুলিশ। আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ-সহ তিন ভিন জেলার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দর এলাকায়।

জানা গিয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশ অভিযান চালিয়ে ওই তিন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে দুটি অটোমেটেড পিস্তল, 30 রাউন্ড কার্তুজ ও পাঁচটি মোবাইল উদ্ধার হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের নাম পুলক রায়, সৌমিত্র পাল ও প্রীতম সরকার। প্রত্যেকেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হিলি এলাকার বাসিন্দা।

আরও জানা গিয়েছে, বুধবার বালুরঘাট থেকে বাসে করে পিস্তল ও কার্তুজ নিয়ে বাগডোগরা পৌঁছয় ধৃত তিন জন। প্রথমে তারা বাগডোগরার ভুট্টাবাড়িতে শিলিগুড়ি কলকাতাগামী জাতীয় সড়কে পৌঁছয়। সেখান থেকে বিমানবন্দরের কাছে এসে পৌঁছয়। এরপর ওই তিন জনকে অ্যাপ্রোচ রোডের কাছে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের ৷ এরপর বাগডোগরা থানার পুলিশ ছদ্মবেশে প্রথমে ওই তিন জনকে পাকড়াও করে ৷ এরপর তাদের তল্লাশি চালালে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয় ৷

এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, "গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়েই অভিযান চালানো হয়েছিল। ধৃতদের কাছ থেকে 7 এমএম দুটি অটোমেটেড পিস্তল ও 30 রাউন্ড তাজা কার্তুজ গিয়েছে। পিস্তল ছাড়াও 5টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। কী কারণে এবং কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল পাশাপাশি আর কারা এই ঘটনায় জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।" বৃহস্পতিবার ধৃতদের রিমান্ডের আবেদন জানিয়ে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.