হায়দরাবাদ, 24 জানুয়ারি: সলমন খান, শাহরুখ খানের পর এবার প্রাণনাশের হুমকি কমেডিয়ান কপিল শর্মা, রাজপাল যাদবকে ৷ মেল মারফত প্রাণনাশের হুমকি কোরিয়োগ্রাফার রেমো ডি সুজাকেও ৷ এককথায় বলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকাকের প্রাণনাশের হুমকি এক ব্যক্তির ৷
অভিনেতা রাজপাল যাদব আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ জানা গিয়েছে, বিষ্ণু নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে প্রাণনাশের হুমকি মেল পাঠানো হয়েছে ৷ সেখানে স্পষ্ট বলা হয়েছে কপিল শর্মার পরিবার, তাঁর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ও রাজপাল যাদবকে খুন করা হবে ৷ ডন99284@ জিমেল ডট কম থেকে এই মেল করা হয়েছে ৷
ভারতীয় সংবিধানের ন্যায় সংহিতার 351(3) নম্বর ধারা অনুযায়ী পুলিশ মামলা দায়ের করেছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অন্যদিকে, সুগন্ধী মিশ্রা ও রেমো ডি'সুজাকেও দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি ৷ ঘটনায় রেমো ও সুগন্ধী পুলিশে অভিযোগ জানিয়েছেন ৷ সূত্রের খবর, সেই হুমকি মেল এসেছে পাকিস্তান থেকে ৷
সেই মেলে বলা হয়েছে, "বিগত কয়েকদিন ধরে আপনাদের কাজকর্ম দেখা হচ্ছে ৷ আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় অবগত করতে চাই ৷ এটা কোনও পাবলিসিটি স্ট্যান্ট নয় ৷ কাউকে হ্যারাস করাও উদ্দেশ্য নয় ৷ আপনাদের কাছে অনুরোধ এই বার্তা গুরুত্ব সহকারে নেওয়া হোক এবং বিষয়টা গোপন রাখা হোক ৷" মেলের শেষে লেখা ছিল বিষ্ণু নাম ৷ |
এরপরেই শহরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়িয়ে দিয়েছে মুম্বই পুলিশ ৷ কয়েকমাস আগেই বাবা সিদ্দিকীর ওপর হামলা হয় ৷ অক্টোবরে তাঁকে গুলি করে খুন করা হয় ৷ সেই ঘটনার দায়ভার নিয়েছিল বিষ্ণোই গ্যাং ৷ সলমন খানকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ৷ পাশাপাশি সইফ আলি খানের ওপর ছুরি দিয়ে হামলা হয়েছে ৷ সব মিলিয়ে এখন বিনোদনের একাধিক তারকার ওপর ঝুলছে মৃত্যুর খাঁড়া ৷