ETV Bharat / state

8 দিন বন্ধ থাকবে মেট্রো ! বাস পরিষেবা সচল রাখতে পরিবহণ সচিবের বৈঠক - KOLKATA METRO

ফেব্রুয়ারি মাসের 13-16 এবং 22-25 তারিখ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। বিকল্প পরিবহণ পরিষেবা দিতে বেসরকারি বাসমালিকদের সঙ্গে বৈঠক করেন পরিবহণ সচিব।

KOLKATA METRO
ফাইল ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2025, 9:09 AM IST

কলকাতা, 23 জানুয়ারি: আগামী মাসে 8 দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ৷ আর সেই দিনগুলিতে যাত্রীদের যাতায়াতে কোনও সমস্যা না-হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। বুধবার এই নির্দেশ নিয়ে বেসরকারি বাস সংগঠন, অ্যাপ-ক্যাব সংগঠন, এবং বাইক-ট্যাক্সি সংগঠনগুলির সঙ্গে বৈঠক করলেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন।

কী কারণে বন্ধ মেট্রো পরিষেবা

কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, শেষ হয়েছে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত কাজ। এবার গ্রিন লাইন 1 ও 2-এর সঙ্গে নয়া নির্মাণ হওয়া অংশের সঙ্গে সমন্বয় আনতে হবে। তাই সিগন্যালিং ব্যবস্থা থেকে অন্যান্য ইঞ্জিনিয়ারিং খুঁটিনাটির কাজ শুরু হবে। আর এই কাজের জন্য টানা কিছু দিন মেট্রো পরিষেবা বন্ধ রেখে চলবে কাজ।

বাস পরিষেবা সচল রাখতে পরিবহণ সচিবের বৈঠক (ইটিভি ভারত)

কবে বন্ধ থাকছে মেট্রো পরিষেবা

তাই মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাস 13, 14, 15, 16 এবং 22, 23, 24 ও 25 তারিখ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রেখে চলবে পরীক্ষা-নিরীক্ষা।

বৈঠকে আলোচনা

পরিবহণ সচিবের সঙ্গে বৈঠক করে বেরিয়ে ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানান, এই দিনগুলি সম্পূর্ণ বন্ধ থাকবে গ্রিন লাইনের মেট্রো পরিষেবা ৷ সেই ক'দিন যেন যাত্রীদের যাতায়াতে কোনওরকম সমস্যা না-হয় সেই বিষয়ে আজ আলোচনা হয়। ওই ক'দিন কোন রুটে, কীভাবে বাস চালানো হবে ৷ কোন রুটে, কত সংখ্যক বাস বাড়ানো হলে যাত্রীদের সমস্যায় পড়তে হবে না কিংবা কোথায়, কখন বাস দেওয়া হলে অফিসগামী যাত্রীরা সময় মতো গন্তব্যে পৌঁছতে করবেন এনিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বেসরকারি বাস সংগঠন

অন্যদিকে, শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে যেহেতু বেসরকারি বাসগুলো উল্টোডাঙ্গা থেকে করুণাময়ী বা সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা দিত। কিন্তু শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মাত্র দু'টি বাস রুটে রয়েছে। তাই এক্ষেত্রে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে বলেই জানিয়েছে পরিবহণ দফতর।

যাত্রীদের যাতায়াতে বিশেষ নজর

  • বেঙ্গল বাস সিন্ডিকেটের সহসভাপতি সুরজিৎ সাহা জানিয়েছেন, পরিবহণ দফতরের পক্ষ থেকে বেসরকারি বাসের পরিষেবা বাড়ানোর আবেদন জানানো হয়েছে। তবে, এক্ষেত্রে বাস মালিক সংগঠন জানিয়েছে, রাতারাতি বাসের সংখ্যা বাড়ানো সম্ভব নয়। বাসের ট্রিপ বাড়িয়ে যাত্রীদের সময়মতো গন্তব্যে পৌঁছে দেওয়া হবে ৷
  • বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সংগঠনের সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, বাসের ট্রিপ বাড়ানোর পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে হাওড়া ও সল্টলেকে বেসরকারি বাসমালিকদের পক্ষ থেকে পুরো ব্যবস্থার উপর নজরদারি চালাতে সহায়কদের দল মোতায়েন রাখা হবে। তাঁরাই পরিবহণ আধিকারিকদের সঙ্গে সমন্বয় বজায় রেখেই কাজ করবে ৷ যাতে কোনও রুটে যদি বাসের সংখ্যা কম থাকে তাহলে রিজার্ভে রাখা বাস নামিয়ে কিংবা বিকল্প উপায় যাতে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায় তার দিকে নজর রাখবে।

এছাড়াও জলপথ পরিবহণ যাতে ওইদিনগুলিতে নিয়মিত পরিষেবা দেয় এবং যাতে ফেরি পরিষেবার সংখ্যা বাড়ানো যায় সেই বিষয়ও আলোচনা করেন পরিবহণ সচিব। প্রসঙ্গত, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রতিদিন যাতায়াত করেন প্রায় 80 হাজার থেকে এক লক্ষ যাত্রী। তাই আগামী মাসের 8 দিন মেট্রো পরিষেবা বন্ধ থাকলে যাতে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছতে যাতে কোনও সমস্যা না-হয় তাই সড়ক পথে সব দিক দিয়ে পরিবহণকে সচল রাখতে চাইছে পরিবহণ বিভাগ।

কলকাতা, 23 জানুয়ারি: আগামী মাসে 8 দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ৷ আর সেই দিনগুলিতে যাত্রীদের যাতায়াতে কোনও সমস্যা না-হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। বুধবার এই নির্দেশ নিয়ে বেসরকারি বাস সংগঠন, অ্যাপ-ক্যাব সংগঠন, এবং বাইক-ট্যাক্সি সংগঠনগুলির সঙ্গে বৈঠক করলেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন।

কী কারণে বন্ধ মেট্রো পরিষেবা

কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, শেষ হয়েছে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত কাজ। এবার গ্রিন লাইন 1 ও 2-এর সঙ্গে নয়া নির্মাণ হওয়া অংশের সঙ্গে সমন্বয় আনতে হবে। তাই সিগন্যালিং ব্যবস্থা থেকে অন্যান্য ইঞ্জিনিয়ারিং খুঁটিনাটির কাজ শুরু হবে। আর এই কাজের জন্য টানা কিছু দিন মেট্রো পরিষেবা বন্ধ রেখে চলবে কাজ।

বাস পরিষেবা সচল রাখতে পরিবহণ সচিবের বৈঠক (ইটিভি ভারত)

কবে বন্ধ থাকছে মেট্রো পরিষেবা

তাই মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাস 13, 14, 15, 16 এবং 22, 23, 24 ও 25 তারিখ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রেখে চলবে পরীক্ষা-নিরীক্ষা।

বৈঠকে আলোচনা

পরিবহণ সচিবের সঙ্গে বৈঠক করে বেরিয়ে ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানান, এই দিনগুলি সম্পূর্ণ বন্ধ থাকবে গ্রিন লাইনের মেট্রো পরিষেবা ৷ সেই ক'দিন যেন যাত্রীদের যাতায়াতে কোনওরকম সমস্যা না-হয় সেই বিষয়ে আজ আলোচনা হয়। ওই ক'দিন কোন রুটে, কীভাবে বাস চালানো হবে ৷ কোন রুটে, কত সংখ্যক বাস বাড়ানো হলে যাত্রীদের সমস্যায় পড়তে হবে না কিংবা কোথায়, কখন বাস দেওয়া হলে অফিসগামী যাত্রীরা সময় মতো গন্তব্যে পৌঁছতে করবেন এনিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বেসরকারি বাস সংগঠন

অন্যদিকে, শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে যেহেতু বেসরকারি বাসগুলো উল্টোডাঙ্গা থেকে করুণাময়ী বা সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা দিত। কিন্তু শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মাত্র দু'টি বাস রুটে রয়েছে। তাই এক্ষেত্রে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে বলেই জানিয়েছে পরিবহণ দফতর।

যাত্রীদের যাতায়াতে বিশেষ নজর

  • বেঙ্গল বাস সিন্ডিকেটের সহসভাপতি সুরজিৎ সাহা জানিয়েছেন, পরিবহণ দফতরের পক্ষ থেকে বেসরকারি বাসের পরিষেবা বাড়ানোর আবেদন জানানো হয়েছে। তবে, এক্ষেত্রে বাস মালিক সংগঠন জানিয়েছে, রাতারাতি বাসের সংখ্যা বাড়ানো সম্ভব নয়। বাসের ট্রিপ বাড়িয়ে যাত্রীদের সময়মতো গন্তব্যে পৌঁছে দেওয়া হবে ৷
  • বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সংগঠনের সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, বাসের ট্রিপ বাড়ানোর পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে হাওড়া ও সল্টলেকে বেসরকারি বাসমালিকদের পক্ষ থেকে পুরো ব্যবস্থার উপর নজরদারি চালাতে সহায়কদের দল মোতায়েন রাখা হবে। তাঁরাই পরিবহণ আধিকারিকদের সঙ্গে সমন্বয় বজায় রেখেই কাজ করবে ৷ যাতে কোনও রুটে যদি বাসের সংখ্যা কম থাকে তাহলে রিজার্ভে রাখা বাস নামিয়ে কিংবা বিকল্প উপায় যাতে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায় তার দিকে নজর রাখবে।

এছাড়াও জলপথ পরিবহণ যাতে ওইদিনগুলিতে নিয়মিত পরিষেবা দেয় এবং যাতে ফেরি পরিষেবার সংখ্যা বাড়ানো যায় সেই বিষয়ও আলোচনা করেন পরিবহণ সচিব। প্রসঙ্গত, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রতিদিন যাতায়াত করেন প্রায় 80 হাজার থেকে এক লক্ষ যাত্রী। তাই আগামী মাসের 8 দিন মেট্রো পরিষেবা বন্ধ থাকলে যাতে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছতে যাতে কোনও সমস্যা না-হয় তাই সড়ক পথে সব দিক দিয়ে পরিবহণকে সচল রাখতে চাইছে পরিবহণ বিভাগ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.