ETV Bharat / state

'দলে টিকে থাকবেন যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক হন', পূর্ণেন্দুর মন্তব্যে কীসের ইঙ্গিত ? - PURNENDU BASU

"তৃণমূলে কেউ কারও লোক না। আপনি এই দলে টিকে থাকবেন যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক হন", মমতা ও অভিষেকপন্থী জল্পনার মাঝে মন্তব্য পূর্ণেন্দুর ৷

PURNENDU BASU
বাঁ-দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পূর্ণেন্দু বসু ও মমতা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2025, 7:08 AM IST

বনগাঁ, 23 জানুয়ারি: তৃণমূলের অন্দরে মমতাপন্থী ও অভিষেকপন্থী নিয়ে জল্পনার মাঝে তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দিয়েছিলেন দলে তিনিই শেষ কথা। এবার আরও এক ধাপ এগিয়ে কর্মীদের উদ্দেশে মমতা ঘনিষ্ঠ পূর্ণেন্দু বসুর বার্তা, "দলে কেউ কারও লোক না। আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক হন, তাহলে তৃণমূলে টিকে থাকবেন। দলের সংবিধান অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ই সর্ব ক্ষমতার অধিকারী। তিনিই দলের শেষ কথা।"

বুধবার উত্তর 24 পরগনার ঠাকুরনগরে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেতমজুরের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাশাপাশি প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূল কিষাণ ক্ষেতমজুরের রাজ্য সভাপতি তথা রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দফতরের চেয়ারম্যান পূর্ণেন্দু বসু।

পূর্ণেন্দুর মন্তব্যে কীসের ইঙ্গিত ? (ইটিভি ভারত)

সম্মেলনে বক্তব্য রাখতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলায় জেলায় প্রশাসনিক সভার প্রসঙ্গে টেনে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সে এসেও এত পরিশ্রম করছেন ৷ কারণ তিনি যে কথা বলছেন তা মানুষের কাছে অন্য কোনও নেতা ঠিক করে পৌঁছে দিতে পারছেন না। তাই তিনি চান, দলকে নিজের হাতে 2026 বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত করবেন।"

PURNENDU BASU
কিষাণ ক্ষেতমজুরের জেলা সম্মেলন (নিজস্ব ছবি)

একইসঙ্গে তৃণমূলের নেতা-কর্মীদের তিনি বার্তা দেন, "আমি এর লোক, তার লোক এই কথাগুলি ভুলে যান। এই দলে কেউ কারও লোক না। আপনি এই দলে টিকে থাকতে পারবেন, যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক হন। এই কথাটা ভালো করে মাথায় নিয়ে নিন।" পাশাপাশি তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন, আমাদের নেতারাও সেই ভাবে কাজ করতে শুরু করে দিয়েছেন। তার জন্য তাঁদের ধন্যবাদ জানাই। অল্প কিছু সুযোগ সন্ধানী লোক আছে, যা প্রত্যেক দলেই থাকে ! আমাদের দলে থাকবে না একথা আমি বলছি না। কিন্তু বেশিরভাগটা সুযোগ সন্ধানীদের হাতে যাতে না চলে যায়, এটা আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে।"

PURNENDU BASU
রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দফতরের চেয়ারম্যান পূর্ণেন্দু বসু (নিজস্ব ছবি)

এবিষয়ে পরবর্তীতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি কোনও নতুন কথা বলছি না। চিরকালই এই কথা ছিল। দলের সংবিধান অনুযায়ী আমরা সর্ব ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিই। এখন এটা বলার কারণ, আপনারা (সাংবাদিকরা) একটা নতুন পরিস্থিতি তৈরি করেছেন, কিন্তু আমরা বলছি, কোনও নতুন পরিস্থিতি তৈরি হয়নি। দলে জুনিয়ররাও আমাদের সন্তানসম। তাঁদের নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আমরা কাজ করাচ্ছি।"

একইসঙ্গে তাঁর আরও সংযোজন, "দলের দায়িত্ব যাঁর মাথায় তিনি বলে দিয়েছেন, এটা মনে করার কোনও কারণ নেই যে আমার হাতে কোনও ক্ষমতা নেই । সব ক্ষমতাই সংবিধান বলে আমার হাতে। আমি যা বলব, সেটাই শেষ কথা।"

বনগাঁ, 23 জানুয়ারি: তৃণমূলের অন্দরে মমতাপন্থী ও অভিষেকপন্থী নিয়ে জল্পনার মাঝে তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দিয়েছিলেন দলে তিনিই শেষ কথা। এবার আরও এক ধাপ এগিয়ে কর্মীদের উদ্দেশে মমতা ঘনিষ্ঠ পূর্ণেন্দু বসুর বার্তা, "দলে কেউ কারও লোক না। আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক হন, তাহলে তৃণমূলে টিকে থাকবেন। দলের সংবিধান অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ই সর্ব ক্ষমতার অধিকারী। তিনিই দলের শেষ কথা।"

বুধবার উত্তর 24 পরগনার ঠাকুরনগরে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেতমজুরের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাশাপাশি প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তৃণমূল কিষাণ ক্ষেতমজুরের রাজ্য সভাপতি তথা রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দফতরের চেয়ারম্যান পূর্ণেন্দু বসু।

পূর্ণেন্দুর মন্তব্যে কীসের ইঙ্গিত ? (ইটিভি ভারত)

সম্মেলনে বক্তব্য রাখতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলায় জেলায় প্রশাসনিক সভার প্রসঙ্গে টেনে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সে এসেও এত পরিশ্রম করছেন ৷ কারণ তিনি যে কথা বলছেন তা মানুষের কাছে অন্য কোনও নেতা ঠিক করে পৌঁছে দিতে পারছেন না। তাই তিনি চান, দলকে নিজের হাতে 2026 বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত করবেন।"

PURNENDU BASU
কিষাণ ক্ষেতমজুরের জেলা সম্মেলন (নিজস্ব ছবি)

একইসঙ্গে তৃণমূলের নেতা-কর্মীদের তিনি বার্তা দেন, "আমি এর লোক, তার লোক এই কথাগুলি ভুলে যান। এই দলে কেউ কারও লোক না। আপনি এই দলে টিকে থাকতে পারবেন, যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক হন। এই কথাটা ভালো করে মাথায় নিয়ে নিন।" পাশাপাশি তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন, আমাদের নেতারাও সেই ভাবে কাজ করতে শুরু করে দিয়েছেন। তার জন্য তাঁদের ধন্যবাদ জানাই। অল্প কিছু সুযোগ সন্ধানী লোক আছে, যা প্রত্যেক দলেই থাকে ! আমাদের দলে থাকবে না একথা আমি বলছি না। কিন্তু বেশিরভাগটা সুযোগ সন্ধানীদের হাতে যাতে না চলে যায়, এটা আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে।"

PURNENDU BASU
রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দফতরের চেয়ারম্যান পূর্ণেন্দু বসু (নিজস্ব ছবি)

এবিষয়ে পরবর্তীতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি কোনও নতুন কথা বলছি না। চিরকালই এই কথা ছিল। দলের সংবিধান অনুযায়ী আমরা সর্ব ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিই। এখন এটা বলার কারণ, আপনারা (সাংবাদিকরা) একটা নতুন পরিস্থিতি তৈরি করেছেন, কিন্তু আমরা বলছি, কোনও নতুন পরিস্থিতি তৈরি হয়নি। দলে জুনিয়ররাও আমাদের সন্তানসম। তাঁদের নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আমরা কাজ করাচ্ছি।"

একইসঙ্গে তাঁর আরও সংযোজন, "দলের দায়িত্ব যাঁর মাথায় তিনি বলে দিয়েছেন, এটা মনে করার কোনও কারণ নেই যে আমার হাতে কোনও ক্ষমতা নেই । সব ক্ষমতাই সংবিধান বলে আমার হাতে। আমি যা বলব, সেটাই শেষ কথা।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.