কলকাতা, 7 নভেম্বর: ছিটেফোঁটা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও, হেমন্তের শুষ্ক আবহাওয়ায় তা কোনও প্রভাব ফেলছে না। আজও উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া। নতুন করে দিন-রাতের তাপমাত্রার পারদ পতনের সম্ভাবনা কার্যত নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এখন আরও কমছে ৷ ভোরে কুয়াশা পরিস্থিতি থাকবে ৷ রাজ্যের পশ্চিমের জেলা-সহ কয়েকটি জেলায় হালকা শীতের আমেজ রাতে ও খুব সকালে পাওয়া যাবে ৷
আজ বৃহস্পতিবার আকাশ আজ মূলত পরিষ্কার থাকবে। বেলার দিকে কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। তবে নভেম্বরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ বৃহস্পতিবার দিনের আকাশ পরিস্কার, ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রির আশেপাশে থাকবে।
সাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হলেও তা থেকে এই রাজ্যে প্রভাব পড়ার সম্ভাবনা নেই ৷ ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব আরব সাগরের মধ্যভাগে যেটি কেরলা উপকূল সংলগ্ন অঞ্চলে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। শ্রীলঙ্কা উপকূলের কাছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। ক্রমশ এটি দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম দিকে এগোবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোসাগরে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার অভিমুখ শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে।
ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে দক্ষিণ বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। প্রতি ঘণ্টায় 35 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে ৷
দক্ষিণবঙ্গে এখন ঠান্ডা গরমের মিশেলে এক অদ্ভুত আবহাওয়া। দিনে গরম, রাতে হালকা ঠান্ডার আবেশ। হাওয়া অফিস বলছে, আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কার্যত নেই ৷ জলীয় বাষ্পের পরিমাণ সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বাড়ার কারণে সকালের দিকে কিছু কিছু এলাকায় সকালের দিকে কুয়াশা পরিস্থিতি তৈরি হবে।
দক্ষিণবঙ্গ শুষ্ক হলেও উত্তরবঙ্গের ছবিটা একটু ভিন্ন। দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে বৃষ্টির সম্ভাবনা কম। তবে জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। তবে সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা থাকবে।
কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 55 শতাংশ।