ETV Bharat / state

উপনির্বাচনে শুভেন্দুর মহামিছিলের অনুমতি দিল না নির্বাচন কমিশন - ASSEMBLY BYE ELECTIONS 2024

শুভেন্দু অধিকারীর মহামিছিল বাতিল করার ফলে বিজেপির তোপের মুখে পড়তে হল মেদিনীপুরের নির্বাচনী আধিকারিকদের ৷

ASSEMBLY BYE ELECTIONS 2024
শুভেন্দুর মহামিছিলের অনুমতি বাতিল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2024, 9:50 AM IST

মেদিনীপুর, 7 নভেম্বর: বিজেপি প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে শুভেন্দু অধিকারীর মহামিছিলের অনুমতি দিল না নির্বাচন কমিশন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে রুটে মহামিছিলের আবেদন জানানো হয়েছিল সেই রুটে আগে থেকেই অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি করার অনুমতি নিয়েছে ৷ যদিও বিজেপির অভিযোগ পুলিশ প্রশাসন এবং রিটার্নিং অফিসারদের চরম নির্লজ্জতা প্রমাণ দিয়েছে এই ভোটে বিরোধী দলনেতার মিছিল বাতিল করে।

উপনির্বাচনে শুভেন্দু অধিকারীর মহামিছিল বাতিল করার ফলে বিজেপির তোপের মুখে পড়তে হল মেদিনীপুরের নির্বাচনী আধিকারিকদের ৷ উপনির্বাচনে যুদ্ধকালীন তৎপরতায় প্রচার চালাচ্ছে শাসক ও বিরোধী উভয় প্রার্থীরাই। শাসক ও বিরোধীদের হয়ে প্রচার করছেন নেতা, মন্ত্রী থেকে সেলিব্রিটিরা ৷ মেদিনীপুরে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের হয়ে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর মহামিছিল হওয়ার কথা ছিল মেদিনীপুর শহরে। এই মিছিল হওয়ার কথা ছিল মহুয়া সিনেমার হল থেকে। কিন্তু, 24 ঘণ্টা আগেই পুলিশ থেকে অনুমতি বাতিল করা হয় ৷

ফলে ক্ষোভ উগরে দেন উপনির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। তিনি বলেন, "চরম নিন্দনীয় ঘটনা। আমরা কমিশনের নিয়ম-নীতি অনুযায়ী 48 ঘণ্টা আগেই আবেদন করেছিলাম ৷ তখন ওখানে কোনও শাসকদলের মিটিং মিছিল ছিল না। কিন্তু তারপর কোনও কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে এই মিছিল বাতিল করেছে নির্বাচন কমিশন। এটা চরম নির্লজ্জতা প্রমাণ করে। তবে আমরা এতে দমে যাব না। আমরা মহামিছিলের পরিবর্তে ডোর টু ডোর ক্যাম্পেনিং করব বিরোধী দলনেতাকে নিয়ে।"

6 তারিখ সুবিধা অ্যাপে মেদিনীপুর শহরে শুভেন্দু অধিকারীর মহামিছিলের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিল বিজেপি নেতৃত্ব। পুলিশের রিপোর্টের ভিত্তিতে সেই আবেদনই এদিন বাতিল করেছে নির্বাচন কমিশন। কারণ হিসেবে পুলিশের তরফে জানানো হয়েছে, যে রুটে শুভেন্দু অধিকারীর মহামিছিলের জন্য অনুমতি চাওয়া হয়েছে, সেই রুটে আগে থেকেই অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসুচি রয়েছে। তাই গণ্ডগোলের আশঙ্কার জেরেই শুভেন্দু অধিকারীর মহামিছিলের অনুমতি বাতিল করা হয়েছে।

মেদিনীপুর, 7 নভেম্বর: বিজেপি প্রার্থীর সমর্থনে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে শুভেন্দু অধিকারীর মহামিছিলের অনুমতি দিল না নির্বাচন কমিশন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে রুটে মহামিছিলের আবেদন জানানো হয়েছিল সেই রুটে আগে থেকেই অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি করার অনুমতি নিয়েছে ৷ যদিও বিজেপির অভিযোগ পুলিশ প্রশাসন এবং রিটার্নিং অফিসারদের চরম নির্লজ্জতা প্রমাণ দিয়েছে এই ভোটে বিরোধী দলনেতার মিছিল বাতিল করে।

উপনির্বাচনে শুভেন্দু অধিকারীর মহামিছিল বাতিল করার ফলে বিজেপির তোপের মুখে পড়তে হল মেদিনীপুরের নির্বাচনী আধিকারিকদের ৷ উপনির্বাচনে যুদ্ধকালীন তৎপরতায় প্রচার চালাচ্ছে শাসক ও বিরোধী উভয় প্রার্থীরাই। শাসক ও বিরোধীদের হয়ে প্রচার করছেন নেতা, মন্ত্রী থেকে সেলিব্রিটিরা ৷ মেদিনীপুরে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের হয়ে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর মহামিছিল হওয়ার কথা ছিল মেদিনীপুর শহরে। এই মিছিল হওয়ার কথা ছিল মহুয়া সিনেমার হল থেকে। কিন্তু, 24 ঘণ্টা আগেই পুলিশ থেকে অনুমতি বাতিল করা হয় ৷

ফলে ক্ষোভ উগরে দেন উপনির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। তিনি বলেন, "চরম নিন্দনীয় ঘটনা। আমরা কমিশনের নিয়ম-নীতি অনুযায়ী 48 ঘণ্টা আগেই আবেদন করেছিলাম ৷ তখন ওখানে কোনও শাসকদলের মিটিং মিছিল ছিল না। কিন্তু তারপর কোনও কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে এই মিছিল বাতিল করেছে নির্বাচন কমিশন। এটা চরম নির্লজ্জতা প্রমাণ করে। তবে আমরা এতে দমে যাব না। আমরা মহামিছিলের পরিবর্তে ডোর টু ডোর ক্যাম্পেনিং করব বিরোধী দলনেতাকে নিয়ে।"

6 তারিখ সুবিধা অ্যাপে মেদিনীপুর শহরে শুভেন্দু অধিকারীর মহামিছিলের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিল বিজেপি নেতৃত্ব। পুলিশের রিপোর্টের ভিত্তিতে সেই আবেদনই এদিন বাতিল করেছে নির্বাচন কমিশন। কারণ হিসেবে পুলিশের তরফে জানানো হয়েছে, যে রুটে শুভেন্দু অধিকারীর মহামিছিলের জন্য অনুমতি চাওয়া হয়েছে, সেই রুটে আগে থেকেই অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসুচি রয়েছে। তাই গণ্ডগোলের আশঙ্কার জেরেই শুভেন্দু অধিকারীর মহামিছিলের অনুমতি বাতিল করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.