ETV Bharat / sitara

Sanjay And Maanayata Marriage Anniversary : বিবাহ বার্ষিকীতে সঞ্জয় দত্তের ফুট ম্যাসেজের ছবি শেয়ার করে শুভেচ্ছা মান্য়তার - Maanayata Greets Sanjay on their 14th marriage anniversary

14 বছরের বিবাহ বার্ষিকীতে অভিনেতা সঞ্জয় দত্তকে একটু অন্য়ভাবে শুভেচ্ছা জানালেন মান্য়তা (Maanayata Greets Sanjay on their 14th marriage anniversary) ৷ মান্য়তার শেয়ার করা ভিডিয়োতে স্ত্রীর ফুট ম্যাসেজ করে দিতে দেখা গেল অভিনেতাকে ৷

Sanjay And Maanayata Marriage Anniversary
বিবাহ বার্ষিকীতে সঞ্জয় দত্তকে অন্য়রকম শুভেচ্ছা মান্য়তার
author img

By

Published : Feb 12, 2022, 1:23 PM IST

মুম্বই, 12 ফেব্রুয়ারি : বিয়ের 14 বছর পার করে ফেললেন বলিউডের মুন্না ভাই ৷ 2008 সালের 11 ফেব্রুয়ারি মান্যতা দত্তের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি ৷ 14 বছরের এই বিবাহ বার্ষিকীতে স্বামীর জন্য স্যোশাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিয়ো শেয়ার করলেন মান্য়তা (Maanayata Greets Sanjay on their 14th marriage anniversary) ৷ যা জয় করে নিয়েছে অনুরাগীদের মন ৷

ভিডিয়োতে দেখা যায়, স্ত্রীকে ফুট ম্যাসেজ করে দিচ্ছেন বলিউডের সঞ্জু বাবা ৷ সম্পূর্ণ সাদা কুর্তা পাজামায় স্ত্রীর সঙ্গে কিছুটা ঘরোয়া সময় কাটাচ্ছেন তারকা ৷ ভিডিয়োর ক্যাপশনে স্ত্রী মান্য়তা লিখেছেন, "আমার জীবনে সমস্ত ভাল দিন সেগুলোই, যা তোমার সঙ্গে কাটিয়েছি ৷ তোমায় ভালবাসি কারণ তুমি তোমার মত ৷ শুভ বিবাহ বার্ষিকী ৷ " স্ত্রীর প্রতি অভিনেতার এই ভালবাসা দেখে মুগ্ধ সমর্থকরাও ৷ এক নেটিজেন লেখেন, ‘'বাবা একজন দয়ালু মানুষ'‘ ৷ আরেকজন অনুরাগী লেখেন, ‘'লাগে রহ মুন্নাভাই ৷'’

আরও পড়ুন:স্ত্রীর অভিনয় দেখে গর্বিত রণবীর, শশী থারুরকে দিয়ে লেখালেন প্রশংসার ক্য়াপশন ?

লকডাউনের পর আগামীতে পরপর দু‘টি ছবিতে পর্দায় আসছেন সঞ্জয় দত্ত ৷ একদিকে যেমন, ঐতিহাসিক কাহিনি আশ্রিত 'পৃ্থ্বীরাজ' ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা, তেমনি অন্য়দিকে এবার একইসঙ্গে অভিনয় করবেন পর্দার সঞ্জু রণবীর কাপুর এবং বাস্তবের সঞ্জু ৷ রণবীরের সঙ্গে নতুন ছবি 'সামসেরা'-তে অভিনয় করবেন সঞ্জয় ৷

মুম্বই, 12 ফেব্রুয়ারি : বিয়ের 14 বছর পার করে ফেললেন বলিউডের মুন্না ভাই ৷ 2008 সালের 11 ফেব্রুয়ারি মান্যতা দত্তের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি ৷ 14 বছরের এই বিবাহ বার্ষিকীতে স্বামীর জন্য স্যোশাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিয়ো শেয়ার করলেন মান্য়তা (Maanayata Greets Sanjay on their 14th marriage anniversary) ৷ যা জয় করে নিয়েছে অনুরাগীদের মন ৷

ভিডিয়োতে দেখা যায়, স্ত্রীকে ফুট ম্যাসেজ করে দিচ্ছেন বলিউডের সঞ্জু বাবা ৷ সম্পূর্ণ সাদা কুর্তা পাজামায় স্ত্রীর সঙ্গে কিছুটা ঘরোয়া সময় কাটাচ্ছেন তারকা ৷ ভিডিয়োর ক্যাপশনে স্ত্রী মান্য়তা লিখেছেন, "আমার জীবনে সমস্ত ভাল দিন সেগুলোই, যা তোমার সঙ্গে কাটিয়েছি ৷ তোমায় ভালবাসি কারণ তুমি তোমার মত ৷ শুভ বিবাহ বার্ষিকী ৷ " স্ত্রীর প্রতি অভিনেতার এই ভালবাসা দেখে মুগ্ধ সমর্থকরাও ৷ এক নেটিজেন লেখেন, ‘'বাবা একজন দয়ালু মানুষ'‘ ৷ আরেকজন অনুরাগী লেখেন, ‘'লাগে রহ মুন্নাভাই ৷'’

আরও পড়ুন:স্ত্রীর অভিনয় দেখে গর্বিত রণবীর, শশী থারুরকে দিয়ে লেখালেন প্রশংসার ক্য়াপশন ?

লকডাউনের পর আগামীতে পরপর দু‘টি ছবিতে পর্দায় আসছেন সঞ্জয় দত্ত ৷ একদিকে যেমন, ঐতিহাসিক কাহিনি আশ্রিত 'পৃ্থ্বীরাজ' ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা, তেমনি অন্য়দিকে এবার একইসঙ্গে অভিনয় করবেন পর্দার সঞ্জু রণবীর কাপুর এবং বাস্তবের সঞ্জু ৷ রণবীরের সঙ্গে নতুন ছবি 'সামসেরা'-তে অভিনয় করবেন সঞ্জয় ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.