লস অ্যাঞ্জলস : অভিনয় ছাড়াও পরিবেশবিদ হিসেবে পরিচিতি রয়েছে লিওনার্দোর। বিভিন্ন সময় তাঁর অ্যাক্টিভিটি প্রমাণ করেছে সেই কথা। চেন্নাইয়ের জলের সমস্যা নিয়ে বেশ চিন্তিত অভিনেতা। ইনস্টাগ্রামে নিজের লেটেস্ট পোস্টের মাধ্যমে জলের ব্যবহার নিয়ে সচেতনতা তৈরি করার চেষ্টা করলেন তিনি।
চেন্নাইয়ের শুকিয়ে যাওয়া একটা কুয়োর ছবি শেয়ার করে লিওনার্দো লিখেছেন, "শুধুমাত্র বৃষ্টিই পারে চেন্নাইকে এই অবস্থার হাত থেকে বাঁচাতে। একটা কুয়ো পুরো শুকনো, একটা শহর পুরো জলহীন। শহরের চারটে লেক শুকিয়ে যাওয়ায়, দক্ষিণ ভারতের এই শহর ভীষণ সমস্যার মধ্যে রয়েছে।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
চেন্নাই শহরে জলের মূল উৎস - ছোলাভারাম, রেধিলস ও চেম্বারমবক্কম লেকগুলো শুকিয়ে যাওয়ার পর পুরো শহর জলের মারাত্মক অভাবে ভুগছে।
চেন্নাই মেট্রোপলিটনের তথ্য অনুযায়ী পুন্ডি রিজ়ার্ভারে আর মাত্র ১৯ মিলিয়ন কিউবিক ফিট জল পড়ে রয়েছে, যেখানে এই রিজ়ার্ভারের ফুল ক্যাপাসিটি ৩২৩১ মিলিয়ন কিউবিক ফিট।