ETV Bharat / sitara

ঈদে দোয়া উপহার দিল কে এস এস - শান্তনু ভট্টাচার্য পরিচালিত ছবি দোয়া

চারিদিকে শুধুই দুঃসংবাদ । এক ভয়ঙ্কর মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা । ঈদ হোক কিংবা পুজো সবই এখন ঘরে বসে উদযাপন করতে হচ্ছে আমাদের । এইরকম একটি সঙ্কটের পরিস্থিতি থেকে দর্শকদের রিফ্রেশমেন্ট দিতে এসেছে স্বল্প দৈর্ঘ্যের ছবি দোয়া ৷

ঈদে দোয়া উপহার দিল কে এস এস এন্টারটেইনমেন্ট
ঈদে দোয়া উপহার দিল কে এস এস এন্টারটেইনমেন্ট
author img

By

Published : May 15, 2021, 8:48 AM IST

Updated : May 15, 2021, 12:35 PM IST

কলকাতা , 15 মে : ঈদে দোয়া উপহার দিল কে এস এস ৷ শান্তনু ভট্টাচার্য পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্যর ছবিতে ভয়েস ওভার দিয়েছেন মীর আফশর আলি (মীর) । ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অনুরাধা মুখোপাধ্যায় ৷

চারিদিকে শুধুই দুঃসংবাদ । এক ভয়ঙ্কর মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা । ঈদ হোক কিংবা পুজো সবই এখন ঘরে বসে উদযাপন করতে হচ্ছে আমাদের । এইরকম একটি সঙ্কটের পরিস্থিতি থেকে দর্শকদের রিফ্রেশমেন্ট দিতে এসেছে দোয়া ৷

আরও পড়ুন : করোনায় মৃত্যু সাধক বামাক্ষ্যাপার পরিচালকের, শোকস্তব্ধ সুদীপ্তা

দোয়া ছবিটি দেখা যাচ্ছে কে এস এস দ্য অরিজিনালসের ইউটিউব চ্যানেলে । ছবিটি মূলত বর্তমান করোনা পরিস্থিতির প্রেক্ষিতে তৈরি ৷ যেখানে পরিস্ফুট হয়েছে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি ৷এক নির্ভেজাল মাতৃত্বের গল্প বলবে দোয়া ৷ পবিত্র ঈদে এই ছবির মধ্যে দিয়ে সম্প্রীতির গল্প বুনেছেন পরিচালক শান্তনু ৷ সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন প্রদ্যুৎ ।

কলকাতা , 15 মে : ঈদে দোয়া উপহার দিল কে এস এস ৷ শান্তনু ভট্টাচার্য পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্যর ছবিতে ভয়েস ওভার দিয়েছেন মীর আফশর আলি (মীর) । ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অনুরাধা মুখোপাধ্যায় ৷

চারিদিকে শুধুই দুঃসংবাদ । এক ভয়ঙ্কর মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা । ঈদ হোক কিংবা পুজো সবই এখন ঘরে বসে উদযাপন করতে হচ্ছে আমাদের । এইরকম একটি সঙ্কটের পরিস্থিতি থেকে দর্শকদের রিফ্রেশমেন্ট দিতে এসেছে দোয়া ৷

আরও পড়ুন : করোনায় মৃত্যু সাধক বামাক্ষ্যাপার পরিচালকের, শোকস্তব্ধ সুদীপ্তা

দোয়া ছবিটি দেখা যাচ্ছে কে এস এস দ্য অরিজিনালসের ইউটিউব চ্যানেলে । ছবিটি মূলত বর্তমান করোনা পরিস্থিতির প্রেক্ষিতে তৈরি ৷ যেখানে পরিস্ফুট হয়েছে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি ৷এক নির্ভেজাল মাতৃত্বের গল্প বলবে দোয়া ৷ পবিত্র ঈদে এই ছবির মধ্যে দিয়ে সম্প্রীতির গল্প বুনেছেন পরিচালক শান্তনু ৷ সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন প্রদ্যুৎ ।

Last Updated : May 15, 2021, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.