কলকাতা : হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন । 8 নভেম্বর থেকে শুরু হচ্ছে 25 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । আর তার জন্য এখন সাজো সাজো রব নন্দন চত্বরে । গোটা চত্বরটাই সেজে উঠছে নতুন ভাবে । নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে ফিল্ম ফেস্টিভাল । নন্দন প্রেক্ষাগৃহের সামনের প্রাঙ্গণে বসানো হচ্ছে নতুন ভাস্কর্য । শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জোর কদমে ।
এবছর 25 তম বর্ষে পা দিতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । আর তার জন্যই উৎসবের আয়োজন করা হচ্ছে বড় করে । শহরের বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে KIFF-এর বড় বড় গেট ।
এছাড়া নন্দনের দ্বিতীয় তলায় এবছর প্রথমবার সম্মানীয় ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে একটি VIP লাউঞ্জ । সেখানে বসার সোফা থেকে শুরু করে পেন্টিং, দেওয়ালে ঝোলানো আয়না ও ল্যাম্পশেড রাখা হয়েছে । পুরোনো আসবাব ও জিনিসের সঙ্গে হালকা আলো দিয়ে সাজানো হয়েছে জায়গাটি ।
কনফারেন্স রুমটিকেও নতুনভাবে ঝাঁ-চকচকে করে তৈরি করা হয়েছে । পাশাপাশি সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের দেওয়ালে যেখানে আগে বিভিন্ন সিনেমার পুরোনো পোস্টার লাগানো ছিল সেখানে সত্যজিৎ রায়ের 'গুপী গাইন বাঘা বাইন' সিরিজের ছবি লাগানো হয়েছে । আরেকটি দেওয়ালে রয়েছে সত্যজিৎ রায়ের বিভিন্ন সিনেমার পোস্টার ।
এর পাশপাশি নন্দন চত্বরে বসানো হচ্ছে বেশ কিছু LED স্ক্রিন । টিকিট কাউন্টারেও প্রথমবার বসানো হবে এই স্ক্রিন । যেখানে বিভিন্ন ছবির নাম, সময় ও প্রেক্ষাগৃহের নাম ভেসে উঠবে । আর কলকাতার উৎসব বলে কথা সেখানে খাবার স্টল থাকবে না সেটা কখনও হয় ? তাই প্রতিবছরের মতো এবছরও নন্দন প্রাঙ্গণে থাকবে বেশ কয়েকটি খাবারের স্টল ।