ETV Bharat / sitara

শুক্রবার থেকে শুরু চলচ্চিত্র উৎসব, নতুন সাজে নন্দন

নন্দনের দ্বিতীয় তলায় এবছর প্রথমবার সম্মানীয় ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে একটি VIP লাউঞ্জ । সেখানে বসার সোফা থেকে শুরু করে পেন্টিং, দেওয়ালে ঝোলানো আয়না ও ল্যাম্পশেড রাখা হয়েছে । পুরোনো আসবাব ও জিনিসের সঙ্গে হালকা আলো দিয়ে সাজানো হয়েছে জায়গাটি ।

ছবি
author img

By

Published : Nov 5, 2019, 7:31 PM IST

কলকাতা : হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন । 8 নভেম্বর থেকে শুরু হচ্ছে 25 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । আর তার জন্য এখন সাজো সাজো রব নন্দন চত্বরে । গোটা চত্বরটাই সেজে উঠছে নতুন ভাবে । নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে ফিল্ম ফেস্টিভাল । নন্দন প্রেক্ষাগৃহের সামনের প্রাঙ্গণে বসানো হচ্ছে নতুন ভাস্কর্য । শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জোর কদমে ।

এবছর 25 তম বর্ষে পা দিতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । আর তার জন্যই উৎসবের আয়োজন করা হচ্ছে বড় করে । শহরের বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে KIFF-এর বড় বড় গেট ।

nandan
VIP লাউঞ্জ

এছাড়া নন্দনের দ্বিতীয় তলায় এবছর প্রথমবার সম্মানীয় ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে একটি VIP লাউঞ্জ । সেখানে বসার সোফা থেকে শুরু করে পেন্টিং, দেওয়ালে ঝোলানো আয়না ও ল্যাম্পশেড রাখা হয়েছে । পুরোনো আসবাব ও জিনিসের সঙ্গে হালকা আলো দিয়ে সাজানো হয়েছে জায়গাটি ।

nandan
VIP লাউঞ্জ

কনফারেন্স রুমটিকেও নতুনভাবে ঝাঁ-চকচকে করে তৈরি করা হয়েছে । পাশাপাশি সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের দেওয়ালে যেখানে আগে বিভিন্ন সিনেমার পুরোনো পোস্টার লাগানো ছিল সেখানে সত্যজিৎ রায়ের 'গুপী গাইন বাঘা বাইন' সিরিজের ছবি লাগানো হয়েছে । আরেকটি দেওয়ালে রয়েছে সত্যজিৎ রায়ের বিভিন্ন সিনেমার পোস্টার ।

nandan
বিভিন্ন ছবির পোস্টার

এর পাশপাশি নন্দন চত্বরে বসানো হচ্ছে বেশ কিছু LED স্ক্রিন । টিকিট কাউন্টারেও প্রথমবার বসানো হবে এই স্ক্রিন । যেখানে বিভিন্ন ছবির নাম, সময় ও প্রেক্ষাগৃহের নাম ভেসে উঠবে । আর কলকাতার উৎসব বলে কথা সেখানে খাবার স্টল থাকবে না সেটা কখনও হয় ? তাই প্রতিবছরের মতো এবছরও নন্দন প্রাঙ্গণে থাকবে বেশ কয়েকটি খাবারের স্টল ।

দেখুন ভিডিয়ো

কলকাতা : হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন । 8 নভেম্বর থেকে শুরু হচ্ছে 25 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । আর তার জন্য এখন সাজো সাজো রব নন্দন চত্বরে । গোটা চত্বরটাই সেজে উঠছে নতুন ভাবে । নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হবে ফিল্ম ফেস্টিভাল । নন্দন প্রেক্ষাগৃহের সামনের প্রাঙ্গণে বসানো হচ্ছে নতুন ভাস্কর্য । শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে জোর কদমে ।

এবছর 25 তম বর্ষে পা দিতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । আর তার জন্যই উৎসবের আয়োজন করা হচ্ছে বড় করে । শহরের বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে KIFF-এর বড় বড় গেট ।

nandan
VIP লাউঞ্জ

এছাড়া নন্দনের দ্বিতীয় তলায় এবছর প্রথমবার সম্মানীয় ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে একটি VIP লাউঞ্জ । সেখানে বসার সোফা থেকে শুরু করে পেন্টিং, দেওয়ালে ঝোলানো আয়না ও ল্যাম্পশেড রাখা হয়েছে । পুরোনো আসবাব ও জিনিসের সঙ্গে হালকা আলো দিয়ে সাজানো হয়েছে জায়গাটি ।

nandan
VIP লাউঞ্জ

কনফারেন্স রুমটিকেও নতুনভাবে ঝাঁ-চকচকে করে তৈরি করা হয়েছে । পাশাপাশি সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের দেওয়ালে যেখানে আগে বিভিন্ন সিনেমার পুরোনো পোস্টার লাগানো ছিল সেখানে সত্যজিৎ রায়ের 'গুপী গাইন বাঘা বাইন' সিরিজের ছবি লাগানো হয়েছে । আরেকটি দেওয়ালে রয়েছে সত্যজিৎ রায়ের বিভিন্ন সিনেমার পোস্টার ।

nandan
বিভিন্ন ছবির পোস্টার

এর পাশপাশি নন্দন চত্বরে বসানো হচ্ছে বেশ কিছু LED স্ক্রিন । টিকিট কাউন্টারেও প্রথমবার বসানো হবে এই স্ক্রিন । যেখানে বিভিন্ন ছবির নাম, সময় ও প্রেক্ষাগৃহের নাম ভেসে উঠবে । আর কলকাতার উৎসব বলে কথা সেখানে খাবার স্টল থাকবে না সেটা কখনও হয় ? তাই প্রতিবছরের মতো এবছরও নন্দন প্রাঙ্গণে থাকবে বেশ কয়েকটি খাবারের স্টল ।

দেখুন ভিডিয়ো
Intro:আর হাতেগোনা মোটে কটা দিন। তারপরে শুরু হচ্ছে 25 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 8 নভেম্বর নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হচ্ছে ফিল্ম ফেস্টিভাল। নন্দন চত্বরে এখন সাজো সাজো রব। নতুন বেশে সেজে উঠছে গোটা নন্দন চত্বর।


Body:নন্দন প্রেক্ষাগৃহের সামনের প্রাঙ্গনটিতে নতুন ভাস্কর্য বসানোর থেকে শুরু করে ডেলিগেট ও অন্যান্য সম্মানীয় ব্যক্তিদের আহ্বান করার জন্য নতুন ভিআইপি লাউঞ্জ- সমস্তকিছুর শেষ পর্যায়ের প্রস্তুতি জোর কদমে চলছে।

এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 25 তম বর্ষে পা দিতে চলেছে সেই জন্য আয়োজন হচ্ছে বিরাট করে। শহরের বিভিন্ন জায়গায় KIFF এর বড় বড় গেট বসানো হবে ও সারা শহর জুড়ে লাগানো হচ্ছে।

নন্দনের দ্বিতীয় তলে বেশ কয়েকটি চমক রয়েছে। এই প্রথমবার ডেলিগেট ও সম্মানীয় ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে একটি ভিআইপি লাউঞ্জ। কম পাওয়ারের আলো দিয়ে সাজানো হয়েছে এই লাঞ্জটি। রয়েছে অনেকগুলি বসার সোফা, পেন্টিং, দেওয়ালে ঝোলানো অ্যান্টিক আয়না ও ল্যাম্পশেড। পুরনো আসবাব ও জিনিসপত্র দিয়ে লাঞ্জটিকে মনোরম করে সাজিয়ে তোলা হয়েছে।

কনফারেন্স রুমটিকেও নতুনভাবে ঝাঁ-চকচকে করে তৈরি করা হয়েছে। এছাড়া বসানো হয়েছে দুটি মুরাল যেখানে আগে এই প্রেক্ষাগৃহের কিছু পুরনো ছবি লাগানো ছিল। পাশাপাশি সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের দেওয়ালে যেখানে আগে বিভিন্ন সিনেমার পুরনো পোস্টার লাগানো ছিল সেখানে সত্যজিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন কিছু সিরিজের ছবি লাগানো হয়েছে। আরেকটি দেওয়ালে সত্যজিৎ রায়ের সিনেমার পোস্টার লাগানো হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় তলে বসানো হবে বেশ কয়েকটি এলইডি স্ক্রিন। নন্দন প্রেক্ষাগৃহে টিকিট কাউন্টারটিকেও নতুন করে সাজানো হচ্ছে। টিকিট কাউন্টারে এই প্রথমবার বসানো হবে এলইডি স্ক্রিন। যেখানে বিভিন্ন ছবির নাম, সময় ও প্রেক্ষাগৃহের নাম ভেসে উঠবে।


Conclusion:প্রতিবছরের মতো এবছরের নন্দন প্রাঙ্গনে থাকবে বহু খাবারের স্টল।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.