ETV Bharat / state

উড়ালপুল থেকে ঝুলছে বিরাট ট্রেলার ! সাতসকালে দুর্ঘটনায় যানজট

উড়ালপুল থেকে ঝুলছে ট্রেলার ৷ সাতসকালে ভয়ঙ্কর এই ঘটনার সাক্ষী হয়ে আঁতকে উঠলেন দুর্গাপুরের মানুষজন ৷ তাঁরা পুলিশকে খবর দেন ৷

ETV BHARAT
উড়ালপুল থেকে ঝুলছে বিরাট ট্রেলার ! (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2024, 11:36 AM IST

দুর্গাপুর, 24 নভেম্বর: উড়ালপুল থেকে ঝুলছে এক বিশাল ট্রেলার ৷ তার ইঞ্জিন-সহ সামনের অংশ উড়ালপুলের নীচের দিকে ঝুলছে ৷ আর বাকি অংশ রাস্তায় ৷ তারের বান্ডিল বোঝাই ট্রেলারটি ভারী থাকায়, উড়ালপুল থেকে তার মাথা নীচের দিকে ঝুলে পড়লেও বাকি অংশ আর পড়তে পারেনি ৷ তবে সাতসকালে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আঁতকে উঠেছেন দুর্গাপুরবাসী ৷

রবিবার সাতসকালে এই ঘটনা ঘটে 19নং জাতীয় সড়কের উপর ডিভিসি মোড়ের উড়ালপুলে । নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে ডিভাইডারের উপর উঠে যায় ওই বিরাট ট্রেলার ৷ তার জেরেই সেটি উড়ালপুল থেকে নীচে পড়ার উপক্রম হয়েছিল ৷ তবে ভারী জিনিসপত্রে ভর্তি থাকায় সেই পরিস্থিতি থেকে রেহাই মেলে ৷ কোনওক্রমে বড় দুর্ঘটনা হওয়ার থেকে রক্ষা পায় ট্রেলারটি ৷ অল্পবিস্তর আহত হয়েছেন ট্রেলারের চালক ও খালাসি । স্থানীয়রা সকালে ট্রেলারটিকে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রেলারটির ঝুলে পড়া অংশ উপরে তোলার কাজে হাত লাগায় ৷

জানা গিয়েছে, তারের বান্ডিল বোঝাই ট্রেলারটি ডিভিসি মোড়ের উড়ালপুলে উঠেছিল । তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের ইঞ্জিনটি উড়ালপুলের ডিভাইডারের উপর উঠে যায় । আর তারপর উড়ালপুল থেকে নীচের দিকে ঝুলে পড়ে ট্রেলারের ইঞ্জিন ৷ এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । ব্যাপক যানজটের সৃষ্টি হয় । ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ ।

স্থানীয়রা জানান, "বাঁকুড়ার দিক থেকে আসছিল ট্রেলারটি । ডিভিসি মোড়ের উড়ালপুলে ওঠার সময় এই দুর্ঘটনাটি ঘটে । উড়ালপুলের নীচ দিয়ে চলে গিয়েছে 19 নম্বর জাতীয় সড়ক । ট্রেলারটি ভর্তি না থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো ।" স্থানীয়দের অভিযোগ, এই উড়ালপুলটির পরিকাঠামোর ঠিক নেই । সেই জন্যই এই ধরনের দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে ।"

দুর্গাপুর, 24 নভেম্বর: উড়ালপুল থেকে ঝুলছে এক বিশাল ট্রেলার ৷ তার ইঞ্জিন-সহ সামনের অংশ উড়ালপুলের নীচের দিকে ঝুলছে ৷ আর বাকি অংশ রাস্তায় ৷ তারের বান্ডিল বোঝাই ট্রেলারটি ভারী থাকায়, উড়ালপুল থেকে তার মাথা নীচের দিকে ঝুলে পড়লেও বাকি অংশ আর পড়তে পারেনি ৷ তবে সাতসকালে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আঁতকে উঠেছেন দুর্গাপুরবাসী ৷

রবিবার সাতসকালে এই ঘটনা ঘটে 19নং জাতীয় সড়কের উপর ডিভিসি মোড়ের উড়ালপুলে । নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে ডিভাইডারের উপর উঠে যায় ওই বিরাট ট্রেলার ৷ তার জেরেই সেটি উড়ালপুল থেকে নীচে পড়ার উপক্রম হয়েছিল ৷ তবে ভারী জিনিসপত্রে ভর্তি থাকায় সেই পরিস্থিতি থেকে রেহাই মেলে ৷ কোনওক্রমে বড় দুর্ঘটনা হওয়ার থেকে রক্ষা পায় ট্রেলারটি ৷ অল্পবিস্তর আহত হয়েছেন ট্রেলারের চালক ও খালাসি । স্থানীয়রা সকালে ট্রেলারটিকে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রেলারটির ঝুলে পড়া অংশ উপরে তোলার কাজে হাত লাগায় ৷

জানা গিয়েছে, তারের বান্ডিল বোঝাই ট্রেলারটি ডিভিসি মোড়ের উড়ালপুলে উঠেছিল । তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের ইঞ্জিনটি উড়ালপুলের ডিভাইডারের উপর উঠে যায় । আর তারপর উড়ালপুল থেকে নীচের দিকে ঝুলে পড়ে ট্রেলারের ইঞ্জিন ৷ এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । ব্যাপক যানজটের সৃষ্টি হয় । ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ ।

স্থানীয়রা জানান, "বাঁকুড়ার দিক থেকে আসছিল ট্রেলারটি । ডিভিসি মোড়ের উড়ালপুলে ওঠার সময় এই দুর্ঘটনাটি ঘটে । উড়ালপুলের নীচ দিয়ে চলে গিয়েছে 19 নম্বর জাতীয় সড়ক । ট্রেলারটি ভর্তি না থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো ।" স্থানীয়দের অভিযোগ, এই উড়ালপুলটির পরিকাঠামোর ঠিক নেই । সেই জন্যই এই ধরনের দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.