ETV Bharat / sitara

'কিডন্যাপ'-এর প্রোমোশনে এ কী কাণ্ড ঘটালেন দেব-রুক্মিনী! - rukmini

খুব শিগগিরিই আসছে রাজা চন্দ পরিচালিত 'কিডন্যাপ'-এর ট্রেলার। আর সোশাল মিডিয়ায় সেই নিয়েই প্রচারে ব্যস্ত দেব-রুক্মিনী।

দেব-রুক্মিনী
author img

By

Published : May 15, 2019, 8:21 AM IST

কলকাতা : লোকসভা নির্বাচনী প্রচারে বেশ কয়েকদিন ধরে ব্যস্ত ছিলেন অভিনেতা প্রযোজক সাংসদ দেব। ভোটের প্রচার শেষ করে দেব এখন আগামী ছবি 'কিডন্যাপ'-এর প্রচারে মন দিয়েছেন। তবে 'কিডন্যাপ'-এর প্রোমোশনে এ কী কাণ্ড ঘটালেন দেব-রুক্মিনী!

সম্প্রতি দেব একটি ছবি শেয়ার করে সোশাল মিডিয়ায় ছবির প্রচার শুরু করেন। ছবিতে দেব বসেছেন স্যান্টা ক্লজ়ের কাঁধে। আর দেবের কাঁধে চেপে আছেন রুক্মিনী। দেব লিখেছেন, "প্রোমোশন টাইম ফর কিডন্যাপ। আমরা আসছি ইদে। ট্রেলার আসছে সামনে।"

এদিকে লোকসভা নির্বাচনী প্রচারের জন্য দেবকে ছবির প্রোমোশনে একেবারে পাওয়া যাচ্ছিল না। কীভাবে তাঁকে পাওয়া গেল, সেই নিয়ে একটি ভিডিয়োও তৈরি করেছেন। রুক্মিনীর কথায় দেবকে ছবির প্রোমোশনের জন্য রীতিমতো কিডন্যাপ করে আনতে হয়েছে।

read more : কিডন্যাপ' হয়েছেন রুক্মিনী, কীভাবে বাঁচাবেন দেব ?

ছবির গল্প মেঘনা ও দীপকে নিয়ে। মেঘনার চরিত্রে রুক্মিনী একজন সাংবাদিকের ভূমিকা। অন্যদিকে মালেশিয়ান ডিজে দীপের চরিত্রে দেখা যাবে দেবকে। পানশালায় প্রথম দেখা দীপ ও মেঘনার। সেখানেই অবৈধ কিছু কাজ চোখে পড়ে যায় তাদের। সেই ছবি তুলে ফেলে মেঘনা। তারপর থেকেই সে অপরাধীদের হিট লিস্টে চলে আসে। কিডন্য়াপ পর্যন্ত হয়ে যায়। কিডন্য়াপারের হাত থেকে কীভাবে মেঘনাকে বাঁচাবে দীপ সেটা নিয়েই এগোবে গল্প।

ছবিতে দেব ও রুক্মিনী ছাড়া অভিনয় করেছেন শহীদূর রহমান, চন্দন সেন, শ্রীপর্ণা রায়, প্রান্তিক ব্যানার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য ও অসীম রায়চৌধুরি। ছবির সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি।

কলকাতা : লোকসভা নির্বাচনী প্রচারে বেশ কয়েকদিন ধরে ব্যস্ত ছিলেন অভিনেতা প্রযোজক সাংসদ দেব। ভোটের প্রচার শেষ করে দেব এখন আগামী ছবি 'কিডন্যাপ'-এর প্রচারে মন দিয়েছেন। তবে 'কিডন্যাপ'-এর প্রোমোশনে এ কী কাণ্ড ঘটালেন দেব-রুক্মিনী!

সম্প্রতি দেব একটি ছবি শেয়ার করে সোশাল মিডিয়ায় ছবির প্রচার শুরু করেন। ছবিতে দেব বসেছেন স্যান্টা ক্লজ়ের কাঁধে। আর দেবের কাঁধে চেপে আছেন রুক্মিনী। দেব লিখেছেন, "প্রোমোশন টাইম ফর কিডন্যাপ। আমরা আসছি ইদে। ট্রেলার আসছে সামনে।"

এদিকে লোকসভা নির্বাচনী প্রচারের জন্য দেবকে ছবির প্রোমোশনে একেবারে পাওয়া যাচ্ছিল না। কীভাবে তাঁকে পাওয়া গেল, সেই নিয়ে একটি ভিডিয়োও তৈরি করেছেন। রুক্মিনীর কথায় দেবকে ছবির প্রোমোশনের জন্য রীতিমতো কিডন্যাপ করে আনতে হয়েছে।

read more : কিডন্যাপ' হয়েছেন রুক্মিনী, কীভাবে বাঁচাবেন দেব ?

ছবির গল্প মেঘনা ও দীপকে নিয়ে। মেঘনার চরিত্রে রুক্মিনী একজন সাংবাদিকের ভূমিকা। অন্যদিকে মালেশিয়ান ডিজে দীপের চরিত্রে দেখা যাবে দেবকে। পানশালায় প্রথম দেখা দীপ ও মেঘনার। সেখানেই অবৈধ কিছু কাজ চোখে পড়ে যায় তাদের। সেই ছবি তুলে ফেলে মেঘনা। তারপর থেকেই সে অপরাধীদের হিট লিস্টে চলে আসে। কিডন্য়াপ পর্যন্ত হয়ে যায়। কিডন্য়াপারের হাত থেকে কীভাবে মেঘনাকে বাঁচাবে দীপ সেটা নিয়েই এগোবে গল্প।

ছবিতে দেব ও রুক্মিনী ছাড়া অভিনয় করেছেন শহীদূর রহমান, চন্দন সেন, শ্রীপর্ণা রায়, প্রান্তিক ব্যানার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য ও অসীম রায়চৌধুরি। ছবির সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি।

Intro:Body:

 'কিডন্যাপ'-এর প্রোমোশনে এ কী কাণ্ড ঘটালেন দেব-রুক্মিনী!



খুব শিগগিরিই আসছে রাজা চন্দ পরিচালিত 'কিডন্যাপ'-এর ট্রেলার। আর সোশাল মিডিয়ায় সেই নিয়েই প্রচারে ব্যস্ত দেব-রুক্মিনী।



কলকাতা : লোকসভা নির্বাচনী প্রচারে বেশ কয়েকদিন ধরে ব্যস্ত ছিলেন অভিনেতা প্রযোজক সাংসদ দেব। ভোটের প্রচার শেষ করে দেব এখন আগামী ছবি 'কিডন্যাপ'-এর প্রচারে মন দিয়েছেন। তবে 'কিডন্যাপ'-এর প্রোমোশনে এ কী কাণ্ড ঘটালেন দেব-রুক্মিনী!



সম্প্রতি দেব একটি ছবি শেয়ার করে সোশাল মিডিয়ায় ছবির প্রচার শুরু করেন। ছবিতে দেব বসেছেন স্যান্টা ক্লজ়ের কাঁধে। আর দেবের কাঁধে চেপে আছেন রুক্মিনী। দেব লিখেছেন, "প্রোমোশন টাইম ফর কিডন্যাপ। আমরা আসছি ইদে। ট্রেলার আসছে সামনে।"



এদিকে লোকসভা নির্বাচনী প্রচারের জন্য দেবকে ছবির প্রোমোশনে একেবারে পাওয়া যাচ্ছিল না। কীভাবে তাঁকে পাওয়া গেল, সেই নিয়ে একটি ভিডিয়োও তৈরি করেছেন। রুক্মিনীর কথায় দেবকে ছবির প্রোমোশনের জন্য রীতিমতো কিডন্যাপ করে আনতে হয়েছে।



ছবির গল্প মেঘনা ও দীপকে নিয়ে। মেঘনার চরিত্রে রুক্মিনী একজন সাংবাদিকের ভূমিকা। অন্যদিকে মালেশিয়ান ডিজে দীপের চরিত্রে দেখা যাবে দেবকে। পানশালায় প্রথম দেখা দীপ ও মেঘনার। সেখানেই অবৈধ কিছু কাজ চোখে পড়ে যায় তাদের। সেই ছবি তুলে ফেলে মেঘনা। তারপর থেকেই সে অপরাধীদের হিট লিস্টে চলে আসে। কিডন্য়াপ পর্যন্ত হয়ে যায়। কিডন্য়াপারের হাত থেকে কীভাবে মেঘনাকে বাঁচাবে দীপ সেটা নিয়েই এগোবে গল্প।



ছবিতে দেব ও রুক্মিনী ছাড়া অভিনয় করেছেন শহীদূর রহমান, চন্দন সেন, শ্রীপর্ণা রায়, প্রান্তিক ব্যানার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য ও অসীম রায়চৌধুরি। ছবির সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি।


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.