ETV Bharat / sitara

নারী পাচারচক্রের গল্প ধরা পড়ল 'কিডন্যাপ'-এর টিজ়ারে

মাস দুয়েক আগে ভ্য়ালেন্টাইনস ডে-তে এসেছিল ছবির প্রথম টিজ়ার।তাতে দেব ও রুক্মিনীর রোম্যান্সের কিছু দৃশ্য দেখিয়েছিলেন পরিচালক। তবে এবারের টিজ়ারটি একেবারে আলাদা।

'কিডন্যাপ'-এর পোস্টার
author img

By

Published : Apr 13, 2019, 2:08 PM IST

Updated : Apr 15, 2019, 6:08 PM IST

কলকাতা : কলকাতার রাস্তা থেকে হঠাৎই গায়েব হতে শুরু করেছে মেয়েরা। এমন এক পরিস্থিতিতে তদন্তে নামে সাংবাদিক মেঘনা। কিন্তু, তদন্ত করতে গিয়ে সে-ও আটকে পড়ে পাচারকারীদের হাতে। আর তাকে বাঁচাতে ও বাকি মেয়েদের খুঁজে বের করতে বেরিয়ে পড়ে দীপ। ছবির নাম 'কিডন্য়াপ'। গতকাল সামনে এসেছে দেব-রুক্মিনী অভিনীত রাজা চন্দ পরিচালিত ছবিটির দ্বিতীয় টিজ়ার।

'কিডন্যাপ'-এর টিজ়ার লঞ্চে
'কিডন্যাপ'-এর টিজ়ার লঞ্চে

ছবিতে দেব ও রুক্মিনী ছাড়া অভিনয় করেছেন শহীদূর রহমান, চন্দন সেন, শ্রীপর্ণা রায়, প্রান্তিক ব্যানার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য ও অসীম রায়চৌধুরি। ছবির সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি।

মাস দুয়েক আগে ভ্য়ালেন্টাইনস ডে-তে এসেছিল ছবির প্রথম টিজ়ার। তাতে দেব ও রুক্মিনীর রোম্যান্সের কিছু দৃশ্য দেখিয়েছিলেন পরিচালক। তবে এবারের টিজ়ারটি একেবারে আলাদা। ১ মিনিট ৯ সেকেন্ডের ভিডিয়োয় দেখা যায় একটি মেয়ে হঠাৎই গায়েব হয়ে গেছে। আর তাকে খুঁজতে তার বাবা পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর কাছে। সেই ঘটনার তদন্ত করে মেঘনা, অর্থাৎ রুক্মিনী। এদিকে রুক্মিনীকে ভালোবাসে দীপ, অর্থাৎ দেব। টিজ়ারে ধরা পড়েছে অ্যাকশনও।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রায় অনেকদিন পরই সুরিন্দর ফিল্মসের সঙ্গে কাজ করছেন দেব। ফের একবার সুরিন্দর ও রাজা চন্দের সঙ্গে কাজ করতে পেরে খুশি তিনি। সেই সঙ্গে প্রথমবার রুক্মিনী সুরিন্দর ফিল্মসের সঙ্গে কাজ করছেন। তিনিও বেশ উচ্ছ্বসিত এই কাজ নিয়ে।

টিজ়ার লঞ্চে কী বললেন তারকারা, দেখুন ভিডিয়োয়...

'কিডন্যাপ'-এর টিজ়ার লঞ্চে

কলকাতা : কলকাতার রাস্তা থেকে হঠাৎই গায়েব হতে শুরু করেছে মেয়েরা। এমন এক পরিস্থিতিতে তদন্তে নামে সাংবাদিক মেঘনা। কিন্তু, তদন্ত করতে গিয়ে সে-ও আটকে পড়ে পাচারকারীদের হাতে। আর তাকে বাঁচাতে ও বাকি মেয়েদের খুঁজে বের করতে বেরিয়ে পড়ে দীপ। ছবির নাম 'কিডন্য়াপ'। গতকাল সামনে এসেছে দেব-রুক্মিনী অভিনীত রাজা চন্দ পরিচালিত ছবিটির দ্বিতীয় টিজ়ার।

'কিডন্যাপ'-এর টিজ়ার লঞ্চে
'কিডন্যাপ'-এর টিজ়ার লঞ্চে

ছবিতে দেব ও রুক্মিনী ছাড়া অভিনয় করেছেন শহীদূর রহমান, চন্দন সেন, শ্রীপর্ণা রায়, প্রান্তিক ব্যানার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য ও অসীম রায়চৌধুরি। ছবির সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি।

মাস দুয়েক আগে ভ্য়ালেন্টাইনস ডে-তে এসেছিল ছবির প্রথম টিজ়ার। তাতে দেব ও রুক্মিনীর রোম্যান্সের কিছু দৃশ্য দেখিয়েছিলেন পরিচালক। তবে এবারের টিজ়ারটি একেবারে আলাদা। ১ মিনিট ৯ সেকেন্ডের ভিডিয়োয় দেখা যায় একটি মেয়ে হঠাৎই গায়েব হয়ে গেছে। আর তাকে খুঁজতে তার বাবা পৌঁছে যায় মুখ্যমন্ত্রীর কাছে। সেই ঘটনার তদন্ত করে মেঘনা, অর্থাৎ রুক্মিনী। এদিকে রুক্মিনীকে ভালোবাসে দীপ, অর্থাৎ দেব। টিজ়ারে ধরা পড়েছে অ্যাকশনও।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রায় অনেকদিন পরই সুরিন্দর ফিল্মসের সঙ্গে কাজ করছেন দেব। ফের একবার সুরিন্দর ও রাজা চন্দের সঙ্গে কাজ করতে পেরে খুশি তিনি। সেই সঙ্গে প্রথমবার রুক্মিনী সুরিন্দর ফিল্মসের সঙ্গে কাজ করছেন। তিনিও বেশ উচ্ছ্বসিত এই কাজ নিয়ে।

টিজ়ার লঞ্চে কী বললেন তারকারা, দেখুন ভিডিয়োয়...

'কিডন্যাপ'-এর টিজ়ার লঞ্চে
Intro:মুক্তি পেল দেব রুক্মিণী জুটির নতুন ছবি কিডনাপের ট্রিজার ও পোস্টার

অমিত চক্রবর্তী, কলকাতা: তাদের জুটির শুরুটা হয়েছিল পরিচালক রাজ চক্রবর্তী হাত ধরে চ্যাম্প ছবি দিয়ে। যার পর থেকেই তাদের জুটির অভিনয় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। সেই জায়গা থেকে পরিচালক রাজা চন্দ নিয়ে আসলেন তার নতুন ছবি কিডন্যাপ। ছবির গল্প নারী পাচার চক্র কে কেন্দ্র করে। গতকাল ছবির প্রথম পোস্টার ও টিজার লঞ্চ উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত থেকে দেব, রুক্মিণী, চন্দন সেন, রাজা চন্দ তাদের এই ছবি নিয়ে অভিজ্ঞতার কথা জানালেন।


Body:তার নতুন ছবি প্রসঙ্গে অভিনেতা দেব জানালেন, সুরিন্দর ফিল্মস-এর সঙ্গে আমি শেষ বারো বছর হয়ে গেল কাজ করছি। ওদের সঙ্গে আমার প্রথম ছবি ছিল প্রেমের কাহিনী মন মানে না বলে। তারপর আমরা প্রচুর ছবি করেছি পাগলু, মন মানে না, রংবাজ, কেলোর কীর্তি, পাগলু টু এর মতন অসংখ্য হিট ছবি রয়েছে। নিজের প্রডাকসনের খুলেছি বলে আমি অন্য প্রোডাকশন হাউজ এর ছবিতে কাজ করবো না তেমন নয়। ভালো ছবি, ভালো পরিচালক, ভালো গল্প যদি আমার কাছে আসে আমি নিশ্চয়ই কাজ করব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কোন ধরনের ছবিতে কাজ করছি। সত্যি বলতে আমার কাছে যদি এখন পাগলু বা পাগলু টু এর মত অফার আসে আমি না করে দেবো। কিন্তু এই ধরনের ছবি যেখানে একটা বার্তা রয়েছে তার জন্য আমি সব সময় কাজ করতে প্রস্তুত। আর এই ছবিটা করতে গিয়ে আমাকে সত্যিই বেগ পেতে হয়েছে কারণ, রিসার্চ ওয়ার্ক করাকালীন এই ছবি নিয়ে আমাদেরকে অনেক দূর দূর যেতে হয়েছে। কারন তোমরা প্রথমেই শুনেছো যে এটি একদম বাস্তব জীবনের একটি গল্প থেকে নেওয়া যার পর গল্প বিভিন্ন দিকে মোড় নেয়।

অভিনেত্রী রুক্মিণী মৈত্র জানালেন, তোমরা সবাই জানো যে আমি দশ বছর আগেও বলেছিলাম কোনো ছবি করবো না।কিন্তু গত দুই বছর হলো আমার তিনটি ছবি মুক্তি পেয়েছে এটি 4 নম্বর ছবি আর এরপর 5 নম্বর ছবির শুটিং হচ্ছে। সবাই আমাকে জিজ্ঞাসা করছে সিনেমা কেমন লাগছে কিন্তু আমার কাছে সিনেমার থেকেও এরকম বিভিন্ন চরিত্রে অভিনয় করা আর নিজেকে নতুন নতুন ভাবে দেখার আনন্দই আলাদা। আমি এখনো পর্যন্ত অত্যন্ত গর্বিত যে আমার কাছে পরিচালকরা বিভিন্ন ধরনের চরিত্রের অফার নিয়ে আসছেন, সেটা জয়া, কীর্তি সচদেব, জেসমিন, বা এখন এর মেঘনা চ্যাটার্জী হোক। এই চারটি চরিত্র একদমই আলাদা তাদের কারো সাথে কারো কোন মিল নেই। আর ব্যক্তিগতভাবে আমার তো কোন মিল নেই।

ছবির পরিচালক রাজা চন্দ জানালেন, আমাদের ছবির বিষয় যে ঘটনাকে কেন্দ্র করে সেটা কিন্তু শুধুমাত্র ভারতের কোন ঘটনা নয় এটা সারা পৃথিবীর একটি বড় সমস্যা। খবরের কাগজ বা টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই আমরা রোজ এমন ধরনের খবর পাই। আমরা শুধুমাত্র সেই সমস্যাগুলো কে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যই এই ছবিটা কে বানিয়েছি। দেব কে নিয়ে এর আগে আমি তিনটি ছবিতে কাজ করে ফেলেছি। রুক্মিণীর সঙ্গে এই প্রথম কাজ আর, দেব -রুক্মিনী জুটি নিয়ে আমার খুব একটা চিন্তা ছিল না। কিন্তু রুক্মিণী কে নিয়ে আমি খুব সজাগ ছিলাম যে ও কেমন অভিনয় করতে চলেছে। কারণ ও সেভাবে কমার্শিয়াল ছবিতে খুব একটা বেশি কিছু করেনি, শুধুমাত্র নানান ধরনের চরিত্রে অভিনয় করেছে। কিন্তু এই ছবির জন্য আমি দেব ও রুক্মিনী কে একদম নতুন ভাবে ভাবছিলাম।


Conclusion:
Last Updated : Apr 15, 2019, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.