ETV Bharat / sitara

Kajol And Alka on Bappi Lahiri: বাপ্পি লাহিড়ীকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে অলকা, কাজল ও তনুজা - বাপ্পি লাহিড়ীকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে অলকা কাজল এবং তনুজা

বাপ্পি লাহিড়ীর প্রয়াণের তাঁকে শ্রদ্ধা জানাতে এবং তাঁর পরিবারকে সমবেদনা জানাতে বুধবার তাঁর বাসভবনে উপস্থিত হন গায়িকা অলকা ইয়াগনিক, অভিনেত্রী কাজল মুখোপাধ্য়ায় এবং তাঁর মা তনুজা মুখোপাধ্য়ায় (Kajol Tanuja And Alka arrive at Bappi Lahiris home to offer condolences) ৷

Kajol Tanuja And Alka on Bappi Lahiri
বাপ্পি লাহিড়ীকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে অলকা, কাজল এবং তনুজা
author img

By

Published : Feb 16, 2022, 4:16 PM IST

Updated : Feb 16, 2022, 7:58 PM IST

মুম্বই, 16 ফেব্রুয়ারি: সুরকার তথা গায়ক বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকাহত সঙ্গীত জগৎ থেকে অভিনয় জগতের প্রত্য়েকেই ৷ তাঁর মৃত্য়ুর খবর জানার পর এদিন তাঁর বাড়িতে উপস্থিত হন গায়িকা অলকা ইয়াগনিক, অভিনেত্রী কাজল মুখোপাধ্য়ায় এবং তাঁর মা তনুজা মুখোপাধ্য়ায় (Kajol Tanuja And Alka arrive at Bappi Lahiris home to offer condolences) ৷ এছাড়া আরও অনেকেই বুধবার তাঁকে শেষ শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করতে তাঁর বাসভবনে উপস্থিত হন ৷

তাঁর বাসভবনে আসার আগে কিংবদন্তি বাপ্পি লাহিড়ীকে সোশ্য়াল মিডিয়াতেও শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন কাজল ৷ তিনি লেখেন, "আজ আমরা ডিস্কো কিংকে হারিয়েছি, বাপ্পিদা আপনি কেবল একজন আশ্চর্য সঙ্গীতকার এবং গায়কই ছিলেন না বরং একজন সুন্দর এবং হাশি খুশি মনের মানুষ ছিলেন । একটি যুগের সমাপ্তি । আপনার আত্মা চিরশান্তি লাভ করুক ৷" কাজলের সঙ্গে এদিন ছিলেন তাঁর বোন সর্বানী মুখোপাধ্যায়ও ৷

বাপ্পি লাহিড়ীকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে অলকা, কাজল ও তনুজা

আরও পড়ুন : চির ঘুমের দেশে ভারতীয় সঙ্গীতের ডিস্কো কিং, এক বর্ণময় অধ্য়ায়ের পরিসমাপ্তি

বাপ্পি লাহিড়ীর সুরে একাধিক মেগা হিট গানে গলা দিয়েছেন অলকা ৷ 'ফুল তো আমারই ছিল...', 'তোমার নাম লিখে দেব...' 'আজকের প্রেম...'-এর মত একাধিক হিট গান বাংলাকে উপহার দিয়েছিলেন অলকা-বাপ্পি জুটি ৷ এছাড়া হিন্দিতে 'আয়া আয়া ইয়ার মেরা...', 'বোম্বই মে বাত হুয়ি হ্য়ায়...'-এর মত গানগুলিও ছিল মেগা হিট ৷ বুধবার প্রিয় বাপ্পিদার পরিবারের সঙ্গে দেখা তাঁদের সমবেদনা জ্ঞাপন করেন অলকা ৷ মঙ্গলবার রাত 11:45 নাগাদ শেষ নিশ্বাস ত্য়াগ করেন বাপ্পি লাহিড়ী ৷ এই কিংবদন্তির বুকে গভীর সংক্রমণের জেরে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্য়র্থ হয়ে যায় ৷

মুম্বই, 16 ফেব্রুয়ারি: সুরকার তথা গায়ক বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকাহত সঙ্গীত জগৎ থেকে অভিনয় জগতের প্রত্য়েকেই ৷ তাঁর মৃত্য়ুর খবর জানার পর এদিন তাঁর বাড়িতে উপস্থিত হন গায়িকা অলকা ইয়াগনিক, অভিনেত্রী কাজল মুখোপাধ্য়ায় এবং তাঁর মা তনুজা মুখোপাধ্য়ায় (Kajol Tanuja And Alka arrive at Bappi Lahiris home to offer condolences) ৷ এছাড়া আরও অনেকেই বুধবার তাঁকে শেষ শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করতে তাঁর বাসভবনে উপস্থিত হন ৷

তাঁর বাসভবনে আসার আগে কিংবদন্তি বাপ্পি লাহিড়ীকে সোশ্য়াল মিডিয়াতেও শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন কাজল ৷ তিনি লেখেন, "আজ আমরা ডিস্কো কিংকে হারিয়েছি, বাপ্পিদা আপনি কেবল একজন আশ্চর্য সঙ্গীতকার এবং গায়কই ছিলেন না বরং একজন সুন্দর এবং হাশি খুশি মনের মানুষ ছিলেন । একটি যুগের সমাপ্তি । আপনার আত্মা চিরশান্তি লাভ করুক ৷" কাজলের সঙ্গে এদিন ছিলেন তাঁর বোন সর্বানী মুখোপাধ্যায়ও ৷

বাপ্পি লাহিড়ীকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে অলকা, কাজল ও তনুজা

আরও পড়ুন : চির ঘুমের দেশে ভারতীয় সঙ্গীতের ডিস্কো কিং, এক বর্ণময় অধ্য়ায়ের পরিসমাপ্তি

বাপ্পি লাহিড়ীর সুরে একাধিক মেগা হিট গানে গলা দিয়েছেন অলকা ৷ 'ফুল তো আমারই ছিল...', 'তোমার নাম লিখে দেব...' 'আজকের প্রেম...'-এর মত একাধিক হিট গান বাংলাকে উপহার দিয়েছিলেন অলকা-বাপ্পি জুটি ৷ এছাড়া হিন্দিতে 'আয়া আয়া ইয়ার মেরা...', 'বোম্বই মে বাত হুয়ি হ্য়ায়...'-এর মত গানগুলিও ছিল মেগা হিট ৷ বুধবার প্রিয় বাপ্পিদার পরিবারের সঙ্গে দেখা তাঁদের সমবেদনা জ্ঞাপন করেন অলকা ৷ মঙ্গলবার রাত 11:45 নাগাদ শেষ নিশ্বাস ত্য়াগ করেন বাপ্পি লাহিড়ী ৷ এই কিংবদন্তির বুকে গভীর সংক্রমণের জেরে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্য়র্থ হয়ে যায় ৷

Last Updated : Feb 16, 2022, 7:58 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.