ETV Bharat / sitara

"কাগজ আমরা দেখাব না", CAA ও NRC বিরুদ্ধে সরব টলিউড - nrc

সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ভিডিয়ো । যেখানে CAA ও NRC বিরুদ্ধে সরব হয়েছেন টলিউডের একাধিক তারকা ।

ে্ি
ে্ি
author img

By

Published : Jan 13, 2020, 11:52 PM IST

কলকাতা : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে উত্তাল গোটা দেশ । দেশের বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে । কোথাও ট্রেনে, বাসে ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে আবার তো কোথাও পথ অবরোধ করে । এমনকী, এই বিক্ষোভের আঁচ পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও । ইতিমধ্যেই এর বিরুদ্ধে মন্তব্য করেছেন বলিউডের একাধিক তারকা । আর এবার এ নিয়ে মন্তব্য করলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা ।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ভিডিয়ো । সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেটি । যেখানে কঙ্কনা সেন, সব্যসাচী চক্রবর্তী, স্বস্তিকা মুখার্জি, তিলোত্তমা সোম, নন্দনা সেন, ধৃতিমান চ্যাটার্জি সহ আরও অনেকে ।

1 মিনিট 21 সেকেন্ডের ভিডিয়ো শুরু হচ্ছে সব্যসাচী চক্রবর্তীর কণ্ঠস্বর দিয়ে । বলছেন,''শাসক আসবে, শাসক যাবে কাগজ আমরা দেখাব না। শোষক আসবে শোষক যাবে তবু কাগজ আমরা দেখাব না।'' স্বস্তিকার কথায়, "ভালবাসা ও বিপ্লব বুকে ভয়েতে পিছু হটব না, কাগজ আমরা দেখাব না ।"

আসলে এটি হিন্দি কবিতার বাংলা অনুবাদ । হিন্দি কবিতাটি লেখেন বরুণ গ্রোভার । কবিতার নাম ‘হাম কাগজ় নেহি দিখায়েঙ্গে' । NRC ও CAA-এর বিরোধিতা করে এই কবিতা লেখেন তিনি । তারই বাংলা অনুবাদ 'কাগজ আমরা দেখাব না'।

রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘুরে যাওয়ার পরই প্রকাশ্যে আসে এই ভিডিয়ো । স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বেলুর মঠেও যান মোদি । দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ।

কলকাতা : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে উত্তাল গোটা দেশ । দেশের বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে । কোথাও ট্রেনে, বাসে ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে আবার তো কোথাও পথ অবরোধ করে । এমনকী, এই বিক্ষোভের আঁচ পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও । ইতিমধ্যেই এর বিরুদ্ধে মন্তব্য করেছেন বলিউডের একাধিক তারকা । আর এবার এ নিয়ে মন্তব্য করলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা ।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ভিডিয়ো । সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেটি । যেখানে কঙ্কনা সেন, সব্যসাচী চক্রবর্তী, স্বস্তিকা মুখার্জি, তিলোত্তমা সোম, নন্দনা সেন, ধৃতিমান চ্যাটার্জি সহ আরও অনেকে ।

1 মিনিট 21 সেকেন্ডের ভিডিয়ো শুরু হচ্ছে সব্যসাচী চক্রবর্তীর কণ্ঠস্বর দিয়ে । বলছেন,''শাসক আসবে, শাসক যাবে কাগজ আমরা দেখাব না। শোষক আসবে শোষক যাবে তবু কাগজ আমরা দেখাব না।'' স্বস্তিকার কথায়, "ভালবাসা ও বিপ্লব বুকে ভয়েতে পিছু হটব না, কাগজ আমরা দেখাব না ।"

আসলে এটি হিন্দি কবিতার বাংলা অনুবাদ । হিন্দি কবিতাটি লেখেন বরুণ গ্রোভার । কবিতার নাম ‘হাম কাগজ় নেহি দিখায়েঙ্গে' । NRC ও CAA-এর বিরোধিতা করে এই কবিতা লেখেন তিনি । তারই বাংলা অনুবাদ 'কাগজ আমরা দেখাব না'।

রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘুরে যাওয়ার পরই প্রকাশ্যে আসে এই ভিডিয়ো । স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বেলুর মঠেও যান মোদি । দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.