কলকাতা : আজ মুক্তি পেয়েছে আবীর চ্যাটার্জি ও রুক্মিণী মৈত্র অভিনীত ছবি 'সুইৎজ়ারল্যান্ড'। আর ছবি মুক্তির ঠিক আগে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেন জিৎ । এই ছবির প্রযোজনা করেছেন তিনি ।
ছবির টিমের সঙ্গে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে যান জিৎ । আর সেই ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় । তার ক্যাপশনে লেখেন, "2002-এর 14 জুন প্রথম পুজো দিতে গিয়েছিলাম । তারপর থেকে এখনও পর্যন্ত কখনও এটা ভুলিনি । এবার অবশ্য ক্যামেরার পিছনে রয়েছি । 'সুইৎজ়ারল্যান্ড' আজ মুক্তি পেয়েছে । ছবির সব কলাকুশলীকে ধন্যবাদ জানাই । আর তাঁদের সুন্দরভাবে পরিচালনা করার জন্য পরিচালক সৌভিক কুণ্ডুকেও ধন্যবাদ জানাচ্ছি । আশাকরি কলাকুশলীদের এই অক্লান্ত পরিশ্রম দর্শকদের মন জয় করে নেবে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবিতে দেব ও রুক্মিণীকে অনস্ক্রিন স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে । এক মধ্যবিত্ত পরিবার ও তাদের স্বপ্নের গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে । স্ত্রীর স্বপ্নপূরণ করতে স্বামী যে কত দূর পর্যন্ত যেতে পারে সেটাই দেখানো হয়েছে 'সুইৎজ়ারল্যান্ড'-এ । এই ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন সৌভিক কুণ্ডু ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">