কলকাতা : ভোটে অংশগ্রহণ করলেন টলি তারকা জিৎ। কালিঘাট মন্দিরের বিপরীতে ভারত সেবা সংঘে ছিল তাঁর ভোট কেন্দ্র।
ভোট দিয়ে জিৎ তাঁর কালি দেওয়া আঙুল দেখালেন ক্যামেরার সামনে। ভোট দিয়ে ফেরার পথে প্রিয় তারকাকে কাছে পেয়ে যথরীতি তাঁর আশেপাশে ভিড় জমালেন অনুরাগীরা।
দেখে নিন সেই ভিডিয়ো।