ETV Bharat / sitara

'থাই কারি'-র রেসিপি নিয়ে আড্ডায় হিরণ ও অঙ্কিত আদিত্য - bengali movie

নবাগত পরিচালক অঙ্কিত আদিত্যর কমেডি বরাবরই খুব প্রিয় বিষয়। তাই বিদেশে থাকতে থাকতেই তাঁর প্রথম ছবির গল্প মাথায় আসে। যেমন ভাবনা তেমন কাজ। প্রথম সুযোগেই লিখে ফেললেন ছবির স্ক্রিপ্ট। ছবির গল্প বেশ অদ্ভুত। ছবির প্রধান চরিত্রে তিন বন্ধু রুদ্র, সোহম ও হিরণের মধ্যে হিরনের বিয়ে ঠিক হয়। কিন্তু হিরণের শ্বশুরবাড়ির লোক আসার আগেই এদের তিনজনের জীবনে নেমে আসে হাজার একটা সমস্যা। হিরনের শ্বশুর বাড়ির লোকজন পৌঁছানোর পর কয়েক গুণ বেড়ে যায় সেই সমস্য়া। এবং শুরু হয় মজার কান্ডকারখানা।

thai curry
author img

By

Published : Feb 25, 2019, 10:21 PM IST

এই প্রসঙ্গে অভিনেতা হিরণ বলেন, "এই ছবিতে আমার চরিত্রের নাম শ্যাম যে থাইল্যান্ডের পাটায়াতে থাকে। তার নিজের একটা কোম্পানি রয়েছে এবং কিছুদিনের মধ্যেই তার বিয়ে হতে চলেছে। আমার গার্লফ্রেন্ড এবং আমার শ্বশুর বাড়ির সবাই আসতে চলেছে এনগেজমেন্ট পার্টির জন্য। সোহম ও রুদ্রর পাটায়াতে ঘুরতে গিয়ে কোন থাকার জায়গা ছিল না। তাই ওরা আমার অ্যাপার্টমেন্টে থাকতে আসে। কিন্তু, তারই মধ্যে নানা রকমের ঝামেলা বাঁধে আর অন্যদিকে আমার শ্বশুর বাড়ির লোকজন আসার পরে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। এবং সেই পরিস্থিতি থেকে কি করে বেরোবে সেটা নিয়ে ছবির গল্প।"

'থাই কারি' ছবির পরিচালক অঙ্কিত আদিত্য বলেন, "এখানে গল্পটা হল তিন বন্ধুর যারা বিদেশে সেটেল এবং তিনজনেরই জীবনে কিছু একটা করে দেখানোর ইচ্ছা রয়েছে। কিন্তু গল্পটা একটু অন্য জায়গায় যায় যখন অয়ন, নীতিন ও শ্যাম এই তিন বন্ধুর মধ্যে শ্যামের বিয়ে হবে বলে ঠিক হয়। কিন্তু যেখান থেকে প্রত্যেকের জীবনে নানা রকম সমস্যা এসে উপস্থিত হয় এবং সেই চড়াই-উৎরাইকে কেন্দ্র করে এই ছবির গল্প।"

undefined
thai curry

এই প্রসঙ্গে অভিনেতা হিরণ বলেন, "এই ছবিতে আমার চরিত্রের নাম শ্যাম যে থাইল্যান্ডের পাটায়াতে থাকে। তার নিজের একটা কোম্পানি রয়েছে এবং কিছুদিনের মধ্যেই তার বিয়ে হতে চলেছে। আমার গার্লফ্রেন্ড এবং আমার শ্বশুর বাড়ির সবাই আসতে চলেছে এনগেজমেন্ট পার্টির জন্য। সোহম ও রুদ্রর পাটায়াতে ঘুরতে গিয়ে কোন থাকার জায়গা ছিল না। তাই ওরা আমার অ্যাপার্টমেন্টে থাকতে আসে। কিন্তু, তারই মধ্যে নানা রকমের ঝামেলা বাঁধে আর অন্যদিকে আমার শ্বশুর বাড়ির লোকজন আসার পরে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। এবং সেই পরিস্থিতি থেকে কি করে বেরোবে সেটা নিয়ে ছবির গল্প।"

'থাই কারি' ছবির পরিচালক অঙ্কিত আদিত্য বলেন, "এখানে গল্পটা হল তিন বন্ধুর যারা বিদেশে সেটেল এবং তিনজনেরই জীবনে কিছু একটা করে দেখানোর ইচ্ছা রয়েছে। কিন্তু গল্পটা একটু অন্য জায়গায় যায় যখন অয়ন, নীতিন ও শ্যাম এই তিন বন্ধুর মধ্যে শ্যামের বিয়ে হবে বলে ঠিক হয়। কিন্তু যেখান থেকে প্রত্যেকের জীবনে নানা রকম সমস্যা এসে উপস্থিত হয় এবং সেই চড়াই-উৎরাইকে কেন্দ্র করে এই ছবির গল্প।"

undefined
thai curry
Intro:Body:

নবাগত পরিচালক অঙ্কিত আদিত্যর কমেডি বরাবরই খুব প্রিয় বিষয়। তাই বিদেশে থাকতে থাকতেই তাঁর প্রথম ছবির গল্প মাথায় আসে। যেমন ভাবনা তেমন কাজ। প্রথম সুযোগেই লিখে ফেললেন ছবির স্ক্রিপ্ট। ছবির গল্প বেশ অদ্ভুত। ছবির প্রধান চরিত্রে তিন বন্ধু রুদ্র, সোহম ও হিরণের মধ্যে হিরনের বিয়ে ঠিক হয়। কিন্তু হিরণের শ্বশুরবাড়ির লোক আসার আগেই এদের তিনজনের জীবনে নেমে আসে হাজার একটা সমস্যা। হিরনের শ্বশুর বাড়ির লোকজন পৌঁছানোর পর কয়েক গুণ বেড়ে যায় সেই সমস্য়া। এবং শুরু হয় মজার কান্ডকারখানা।



এই প্রসঙ্গে অভিনেতা হিরণ বলেন, "এই ছবিতে আমার চরিত্রের নাম শ্যাম যে থাইল্যান্ডের পাটায়াতে থাকে। তার নিজের একটা কোম্পানি রয়েছে এবং কিছুদিনের মধ্যেই তার বিয়ে হতে চলেছে। আমার গার্লফ্রেন্ড এবং আমার শ্বশুর বাড়ির সবাই আসতে চলেছে এনগেজমেন্ট পার্টির জন্য। সোহম ও রুদ্রর পাটায়াতে ঘুরতে গিয়ে কোন থাকার জায়গা ছিল না। তাই ওরা আমার অ্যাপার্টমেন্টে থাকতে আসে। কিন্তু, তারই মধ্যে নানা রকমের ঝামেলা বাঁধে আর অন্যদিকে আমার শ্বশুর বাড়ির লোকজন আসার পরে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। এবং সেই পরিস্থিতি থেকে কি করে বেরোবে সেটা নিয়ে ছবির গল্প।"



'থাই কারি' ছবির পরিচালক অঙ্কিত আদিত্য বলেন, "এখানে গল্পটা হল তিন বন্ধুর যারা  বিদেশে সেটেল এবং তিনজনেরই জীবনে কিছু একটা করে দেখানোর ইচ্ছা রয়েছে। কিন্তু গল্পটা একটু অন্য জায়গায় যায় যখন অয়ন, নীতিন ও শ্যাম এই তিন বন্ধুর মধ্যে শ্যামের বিয়ে হবে বলে ঠিক হয়। কিন্তু যেখান থেকে প্রত্যেকের জীবনে নানা রকম সমস্যা এসে উপস্থিত হয় এবং সেই চড়াই-উৎরাইকে কেন্দ্র করে এই ছবির গল্প।"




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.