ETV Bharat / sitara

'আহারে' নিয়ে আড্ডায় ঋতুপর্ণা ও অমৃতা

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই মুক্তি পাবে ঋতুপর্ণা সেনগুপ্তর প্রযোজনা সংস্থা ভাবনা আজ ও কালের ছবি 'আহারে'। ছবিটি পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ। একসময় রঞ্জন ছিলেন অপর্ণা সেনের সহ-পরিচালক। অপর্ণা সেনের ছবি 'ইতি মৃণালিনী'-র সঙ্গে যুক্ত ছিলেন রঞ্জন ঘোষ। এর আগে 'হৃদ মাঝারে' এবং 'রংবেরঙের কড়ি' ছবিদুটি পরিচালনা করেছেন রঞ্জন। 'আহারে' রঞ্জন পরিচালিত তৃতীয় ছবি।

aahare
author img

By

Published : Feb 21, 2019, 11:06 PM IST

২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'আহারে'। এপার বাংলা-ওপার বাংলার কলাকুশলীরা অভিনয় করেছেন এই ছবিতে। নায়কের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের হার্টথ্রব আরিফিন শুভ। তাঁর বিপরীতে রয়েছেন দু'জন। একজন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অন্যজন অমৃতা চট্টোপাধ্যায়।

নাম শুনেই বোঝা যায়, ছবিতে রান্নার উপস্থিতি প্রবলভাবে। আসলে এখানে আরিফিনের চরিত্র একজন বিখ্যাত শেফের, যিনি বাঙালি রান্না শিখতে আসেন ঋতুপর্ণার কাছে। এবং সেখান থেকেই হয়তো তাঁদের মন দেওয়া নেওয়া। অন্যদিকে, অমৃতার চরিত্র একজন ফ্যাশন ডিজ়াইনারের। ছবি মুক্তির আগে ইটিভি ভারতকে কী বললেন ঋতুপর্ণা এবং অমৃতা। জানতে দেখুন ভিডিয়ো...

aahare

২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'আহারে'। এপার বাংলা-ওপার বাংলার কলাকুশলীরা অভিনয় করেছেন এই ছবিতে। নায়কের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের হার্টথ্রব আরিফিন শুভ। তাঁর বিপরীতে রয়েছেন দু'জন। একজন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অন্যজন অমৃতা চট্টোপাধ্যায়।

নাম শুনেই বোঝা যায়, ছবিতে রান্নার উপস্থিতি প্রবলভাবে। আসলে এখানে আরিফিনের চরিত্র একজন বিখ্যাত শেফের, যিনি বাঙালি রান্না শিখতে আসেন ঋতুপর্ণার কাছে। এবং সেখান থেকেই হয়তো তাঁদের মন দেওয়া নেওয়া। অন্যদিকে, অমৃতার চরিত্র একজন ফ্যাশন ডিজ়াইনারের। ছবি মুক্তির আগে ইটিভি ভারতকে কী বললেন ঋতুপর্ণা এবং অমৃতা। জানতে দেখুন ভিডিয়ো...

aahare
Intro:Body:

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই মুক্তি পাবে ঋতুপর্ণা সেনগুপ্তর প্রযোজনা সংস্থা ভাবনা আজ ও কালের ছবি 'আহারে'। ছবিটি পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ। একসময় রঞ্জন ছিলেন অপর্ণা সেনের সহ-পরিচালক। অপর্ণা সেনের ছবি 'ইতি মৃণালিনী'-র সঙ্গে যুক্ত ছিলেন রঞ্জন ঘোষ। এর আগে 'হৃদ মাঝারে' এবং 'রংবেরঙের কড়ি' ছবিদুটি পরিচালনা করেছেন রঞ্জন। 'আহারে' রঞ্জন পরিচালিত তৃতীয় ছবি।



২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে 'আহারে'। এপার বাংলা-ওপার বাংলার কলাকুশলীরা অভিনয় করেছেন এই ছবিতে। নায়কের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের হার্টথ্রব আরিফিন শুভ। তাঁর বিপরীতে রয়েছেন দু'জন। একজন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অন্যজন অমৃতা চট্টোপাধ্যায়।



নাম শুনেই বোঝা যায়, ছবিতে রান্নার উপস্থিতি প্রবলভাবে। আসলে এখানে আরিফিনের চরিত্র একজন বিখ্যাত শেফের, যিনি বাঙালি রান্না শিখতে আসেন ঋতুপর্ণার কাছে। এবং সেখান থেকেই হয়তো তাঁদের মন দেওয়া নেওয়া। অন্যদিকে, অমৃতার চরিত্র একজন ফ্যাশন ডিজ়াইনারের। ছবি মুক্তির আগে ইটিভি ভারতকে কী বললেন ঋতুপর্ণা এবং অমৃতা। জানতে দেখুন ভিডিয়ো...




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.