মুম্বই, 20 জানুয়ারি: বলিউডের ফিটনেস ফ্রিক তারকাদের নাম নিতে হলে উপরের সারিতেই থাকবে হৃত্বিক রোশনের নাম ৷ শরীর-স্বাস্থ্য নিয়ে বরাবর ভক্তদের উদ্বুদ্ধ করে গিয়েছেন কৃশ-স্টার ৷ তবে তিনি যে তাঁর মায়েরও অনুপ্রেরণা, তা এ বার জানা গেল হৃত্বিকেরই পোস্ট করা কয়েকটি ভিডিয়োতে ৷ সেখানে দেখা যাচ্ছে, কালঘাম ছুটিয়ে কঠিন ওয়ার্ক-আউটে ব্যস্ত হৃত্বিকের 68 বছরের মা পিঙ্কি রোশন ৷ মায়ের এই চেষ্টা দেখে আপ্লুত ছেলে ৷ তাঁর কথায়, অনেকটা দেরি হয়ে গিয়েছে, এমন কখনও হয় না ৷
পিঙ্কি রোশনও এখন ফিটনেস এনথুসিয়াস্ট (Hrithik Roshan mother fitness enthusiast) হিসেবে পরিচিত বলি পাড়ায় ৷ 58 বছর বয়স থেকে শরীরচর্চা শুরু করেন তিনি ৷ তাঁর এই সফরকে কুর্নিশ জানিয়েছেন ছেলে ৷ যাঁরা তাঁর মাকে সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়ে হৃত্বিক (work out of Hrithik Roshan mother) সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, "68 বছর বয়সে ফিট থাকার জন্য তিনি যা করছেন, তাতে আমার আশা যে আমরা সবাই ভালো থাকার চেষ্টা চালাতে পারি, বয়স যা-ই হোক ৷ নিরলস ভাবে সহযোগিতা করার জন্য সবাইকে উষ্ণ আলিঙ্গন ৷ তাঁর খারাপ সময়টা আমি দেখেছি ৷ আমরাও সেই সময় দিয়ে গিয়েছি ৷ আমি জানি মায়ের জন্য জিম শুরু করাটা কতটা কঠিন ছিল ৷ আপনারা সবাই ইনস্টাতে তাঁকে সহযোগিতা করেছেন, সেটা তাঁকে খুব অনুপ্রেরণা জোগায় ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
হৃত্বিকই জানান তাঁর মা 58 বছর বয়সে ওয়ার্ক আউট করা শুরু করেছেন ৷ অন্য যে বাবা-মায়েরা ভাবেন অনেক দেরি হয়ে গিয়েছে, তাঁদের জন্য এটা বললাম ৷ অনেক দেরি হয়ে গিয়েছে, এটা কখনও হয় না ৷ নিজের সন্তানের জন্য এটা করুন ৷ এ জন্য ওরাও আপনাকে ভালোবাসবে ৷
1971 সালে রাকেশ রোশনের সঙ্গে বিয়ে হয় পিঙ্কি রোশনের ৷ 1972 সালে হন তাঁদের কন্যা সুনয়না রোশন ৷ আর 1374 সালে জন্ম হৃত্বিকের ৷