ETV Bharat / sitara

উজ়বেকিস্তানে মুক্তি পাচ্ছে 'হইচই আনলিমিটেড'

দেবের প্রযোজনায় চতুর্থ ছবি 'হইচই আনলিমিটেড'। আদ্য়োপান্ত কমেডি ঘেরা ছবিটির শুটিং হয়েছিল উজ়বেকিস্তানে।

হইচই আনলিমিটেড
author img

By

Published : Mar 26, 2019, 2:40 PM IST

Updated : Mar 27, 2019, 12:55 PM IST

আগামী ৩১ মার্চ উজ়বেকিস্তানে মুক্তি পাচ্ছে অনিকেত চ্যাটার্জি পরিচালিত 'হইচই আনলিমিটেড'। দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের তরফে টুইট করে জানান হয়েছে।

গতবছর উজ়বেকিস্তানে গিয়ে শুটিং করেছিলেন দেব, শাশ্বত, খরাজ ও অর্ণ। ছবির গল্প ছিল চারজনের চারটে ক্রাইসিস নিয়ে। কেউ দুটো বিয়ে নিয়ে চিন্তিত। তো কেউ একটা বউকে সামলাতেই নাজেহাল। আরেকজনের বউ তো অন্য কাউতে বিয়ে করবে বলছে। এদিকে চতুর্থ ব্যক্তির একটাই বাড়ি। সেটাতে চোখ পড়েছে প্রোমোটারের নজর রয়েছে তাতে। আর এই সব ক্রাইসিস নিয়ে নিয়েই এগিয়েছে ছবিটি।

পুজোয় মুক্তির সময় ছবিটি নিয়ে হয়েছিল বিতর্কও। জানা যায়, ছবিটি মুক্তির জন্য হল পেতেও সমস্যা হয়। অভিযোগ উঠে এক বড় প্রযোজনা সংস্থার কলকাটিতেই নাকি ছবিটি হল পায়নি অনেক জায়গায়। এমনকী সেন্সর বোর্ডের কাছেও সমস্যায় পড়তে হয় ছবিটিকে।

জানা যায়, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রযোজিত ছবিটিতে "উত্তরপ্রদেশ" শব্দে আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। ছবির একটি ডায়লগে মোরাল পুলিশিংয়ের সঙ্গে উত্তরপ্রদেশের নাম জড়ানো হয়েছে বলে শোনা যায়। আর সেই শব্দকে সরিয়ে দিতে বা বিপ দিতে বলছিল সেন্সর বোর্ড।

একসঙ্গে ৬টি ছবি মুক্তির জেরে সেভাবে ব্যবসা করতে পারেনি ছবিটি। যদিও সব বাধা পেরিয়ে মুক্তি পেয়েছিল ছবিটি। এবার ছবিটি মুক্তি পাচ্ছে উজ়বেকিস্তান সহ আরও কয়েকটি সোভিয়েত দেশে।


আগামী ৩১ মার্চ উজ়বেকিস্তানে মুক্তি পাচ্ছে অনিকেত চ্যাটার্জি পরিচালিত 'হইচই আনলিমিটেড'। দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের তরফে টুইট করে জানান হয়েছে।

গতবছর উজ়বেকিস্তানে গিয়ে শুটিং করেছিলেন দেব, শাশ্বত, খরাজ ও অর্ণ। ছবির গল্প ছিল চারজনের চারটে ক্রাইসিস নিয়ে। কেউ দুটো বিয়ে নিয়ে চিন্তিত। তো কেউ একটা বউকে সামলাতেই নাজেহাল। আরেকজনের বউ তো অন্য কাউতে বিয়ে করবে বলছে। এদিকে চতুর্থ ব্যক্তির একটাই বাড়ি। সেটাতে চোখ পড়েছে প্রোমোটারের নজর রয়েছে তাতে। আর এই সব ক্রাইসিস নিয়ে নিয়েই এগিয়েছে ছবিটি।

পুজোয় মুক্তির সময় ছবিটি নিয়ে হয়েছিল বিতর্কও। জানা যায়, ছবিটি মুক্তির জন্য হল পেতেও সমস্যা হয়। অভিযোগ উঠে এক বড় প্রযোজনা সংস্থার কলকাটিতেই নাকি ছবিটি হল পায়নি অনেক জায়গায়। এমনকী সেন্সর বোর্ডের কাছেও সমস্যায় পড়তে হয় ছবিটিকে।

জানা যায়, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রযোজিত ছবিটিতে "উত্তরপ্রদেশ" শব্দে আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। ছবির একটি ডায়লগে মোরাল পুলিশিংয়ের সঙ্গে উত্তরপ্রদেশের নাম জড়ানো হয়েছে বলে শোনা যায়। আর সেই শব্দকে সরিয়ে দিতে বা বিপ দিতে বলছিল সেন্সর বোর্ড।

একসঙ্গে ৬টি ছবি মুক্তির জেরে সেভাবে ব্যবসা করতে পারেনি ছবিটি। যদিও সব বাধা পেরিয়ে মুক্তি পেয়েছিল ছবিটি। এবার ছবিটি মুক্তি পাচ্ছে উজ়বেকিস্তান সহ আরও কয়েকটি সোভিয়েত দেশে।


Intro:Body:

উজ়বেকিস্তানে মুক্তি পাচ্ছে 'হইচই আনলিমিটেড'



আগামী ৩১ মার্চ উজ়বেকিস্তানে মুক্তি পাচ্ছে অনিকেত চ্যাটার্জি পরিচালিত 'হইচই আনলিমিটেড'। দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের তরফে টুইট করে জানান হয়েছে। 



গতবছর উজ়বেকিস্তানে গিয়ে শুটিং করেছিলেন দেব, শাশ্বত, খরাজ ও অর্ণ। ছবির গল্প ছিল চারজনের চারটে ক্রাইসিস নিয়ে। কেউ দুটো বিয়ে নিয়ে চিন্তিত। তো কেউ একটা বউকে সামলাতেই নাজেহাল। আরেকজনের বউ তো অন্য কাউতে বিয়ে করবে বলছে। এদিকে চতুর্থ ব্যক্তির একটাই বাড়ি। সেটাতে চোখ পড়েছে প্রোমোটারের নজর রয়েছে তাতে। আর এই সব ক্রাইসিস নিয়ে নিয়েই এগিয়েছে ছবিটি। 



পুজোয় মুক্তির সময় ছবিটি নিয়ে হয়েছিল বিতর্কও। জানা যায়, ছবিটি মুক্তির জন্য হল পেতেও সমস্যা হয়। অভিযোগ উঠে এক বড় প্রযোজনা সংস্থার কলকাটিতেই নাকি ছবিটি হল পায়নি অনেক জায়গায়। এমনকী সেন্সর বোর্ডের কাছেও সমস্যায় পড়তে হয় ছবিটিকে। 



জানা যায়, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার প্রযোজিত ছবিটিতে "উত্তরপ্রদেশ" শব্দে আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। ছবির একটি ডায়লগে মোরাল পুলিশিংয়ের সঙ্গে উত্তরপ্রদেশের নাম জড়ানো হয়েছে বলে শোনা যায়। আর সেই শব্দকে সরিয়ে দিতে বা বিপ দিতে বলছিল সেন্সর বোর্ড। 



একসঙ্গে ৬টি ছবি মুক্তির জেরে সেভাবে ব্যবসা করতে পারেনি ছবিটি। যদিও সব বাধা পেরিয়ে মুক্তি পেয়েছিল ছবিটি। এবার ছবিটি মুক্তি পাচ্ছে উজ়বেকিস্তান সহ আরও কয়েকটি সোভিয়েত দেশে। 


Conclusion:
Last Updated : Mar 27, 2019, 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.