কলকাতা : SVF এন্টারটেনমেন্টের ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-এর গ্রাহক সংখ্যা কয়েক কোটি । গ্রাহকরা ছড়িয়ে রয়েছেন গোটা বিশ্বেই । এভাবেই দেখতে দেখতে 3 বছর পাড় করে দিল এই ডিজিটাল প্ল্যাটফর্মটি । এখন শুরু হচ্ছে হইচই-এর সিজ়ন 4 । এই সিজ়নে থাকছে একাধিক নতুন চমক । শুধু কনটেন্টই নয়, টেকনোলজি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও থাকছে বদল ।
বাংলাদেশের পরিচালক ও শিল্পীরাও কাজ করেছেন 'হইচই'-এর জন্য । যেমন 'মানি হানি', 'পিঁপড়াবিদ্যা', 'একাত্তর', 'মেঘমল্লার'। হইচই সিজ়ন 4-এর জন্য মোট 25টি ওয়েব সিরিজ় ঘোষণা করলেন SVF-এর কর্ণধার মহেন্দ্র সোনি । সেগুলি কী কী ?
- 'চরিত্রহীন ৩' : অনেকেই ভেবেছিলেন কিরণময়ীয়ের মৃত্যুর পর বোধহয় শেষ হয়ে যাবে 'চরিত্রহীন' সিরিজ়টি । যদিও সেটা একেবারেই ঠিক নয় । দেবালয় ভট্টাচার্যর 'চরিত্রহীন 3' আসছে । এবং সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় । আর 'কিরণময়ী' হিসেবে থাকছেন নয়না গাঙ্গুলিও ।
- 'দময়ন্তী' : মহিলারা গোয়েন্দাগিরিতে ভালো হলেও, তাঁদের নিয়ে ছবি খুব কমই হয়েছে। তবে এই প্রথম মহিলা ডিটেকটিভ ফ্র্যাঞ্চাইজ়ি আসতে চলেছে এই ডিজিটাল প্ল্যাটফর্মে । যার নাম 'দময়ন্তী'। মুখ্য চরিত্রে অভিনয় করছেন তুহিন দাস ।
- 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি' : বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাসের কাহিনী অবলম্বনে হইচই-এর জন্য প্রথম ওয়েব সিরিজ় পরিচালনা করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায় । নাম 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'। এক ডিটেকটিভকে নিয়ে গল্প, যে এমন একটি রেস্তরাঁয় ঢোকে, যেখানে লেখা 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'। সেই রেস্তরাঁ মালকিন মুসকান জুবেরীকে নিয়েই রহস্য উদঘাটন ।
- 'মগ্ন মৈনাক' : হইচই কোনও ঘোষণায় করতে পারে না ব্যোমকেশ বক্সীকে ছাড়া । তাই এবারও থাকছে অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ব্যোমকেশ বক্সীর ওয়েব সিরিজ় । এবারের গল্প 'মগ্ন মৈনাক'। সৌমিক হালদার থাকছেন পরিচালনায়।
- থাকছে ঠাকুমার ঝুলিও । তবে কীভাবে সেটি আসবে, সেটা নিয়ে এখনও কিছু বলেনি হইচই ।
- 'তানসেনের তানপুরা 2' : বিক্রম ও রূপসা অভিনীত এই ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজন আসতে চলেছে । মুক্তি পাবে দীপাবলির সময় ।
- 'বন্য প্রেমের গল্প 2' : এই সিরিজ়টিও বেশ জনপ্রিয় হয়েছিল । এই ওয়েব সিরিজ়েরও দ্বিতীয় সিজ়ন আসতে চলেছে । যেখানে তনুশ্রী চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকেও । আগেরবারের গল্প ছিল 'ক্রাইম অফ প্যাশন'। এবারেরটা 'ক্রাইম অফ ডিজ়ায়ার'।
- 'মানি হানি' : 'হইচই'-এর জন্য তৈরি বাংলাদেশের সবচেয়ে বেশি দেখা সিরিজ় 'মানি হানি'-রও সিকুয়েল আসতে চলেছে । বলা হচ্ছে আরও বেশি জোরদার হবে এই সিকুয়েল ।
- 'ললিতা' : মৈনাক ভৌমিক আনতে চলেছেন আরও একটি রিলেশনশিপ ড্রামা । যার নাম 'ললিতা'। কেউ যদি ভগবান হতে চায়,তাহলে কী হবে ? তা নিয়েই তৈরি ছবির গল্প ।
- 'লাল মাটি' : 'শব্দ জব্দ' তৈরি করার পর পরিচালক সৌরভ চক্রবর্তী আনতে চলেছেন তাঁর পরবর্তী সিরিজ় 'লাল মাটি'।
- 'রহস্য রোমাঞ্চ সিরিজ় ৩' : 'মন্টু পাইলট'-এ অভিনয় করে খুবই জনপ্রিয় হয়েছিলেন সৌরভ দাস । তাঁকে এবার দেখা যাবে 'রহস্য রোমাঞ্চ সিরিজ় ৩'-তে । তাঁর চরিত্রটি খুবই অদ্ভুত । এমন একটি চরিত্র, যে সব সময় মনে করে যে সে মারা গিয়েছে ।
- 'সেই যে হলুদ পাখি ২' : বৈদেহির মৃত্যুর পর বাবা ও মেয়ের সম্পর্ক কী হয় ? উত্তর দেবে 'সেই যে হলুদ পাখি ২'। মুখ্য ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় এবং ত্রিধা ।
- 'তকদীর' : বাংলাদেশের আরও একটি সিরিজ় আসতে চলেছে । যার নাম 'তকদীর'। এই সিরিজ়ে চঞ্চল চৌধুরি এমন একটি ব্যক্তির চরিত্রে অভিনয় করছে, যে জড়িয়ে পড়ে একটি মৃত্যু রহস্যের সঙ্গে ।
- 'চৌরঙ্গী' : শহুরে গল্প বলবে 'চৌরঙ্গী'। থাকবে অসাধারণ সব গান । থাকবে সম্পর্কের টানাপোড়েনও ।
- 'মোহ মায়া' : SVF-এর ক্রিয়েটর সাহানা দত্ত এবার প্রযোজকের আসনে । হইচই-এর জন্য তিনি তৈরি করেছেন 'মোহ মায়া'। এটি পরিচালনা করছেন কমলেশ্বর মুখোপাধ্যায় । এই প্রথম কমলেশ্বর কোনও ওয়েব প্ল্যাটফর্মের জন্য পরিচালনা করবেন ।
- 'গঙ্গা' : গঙ্গাবক্ষে ড্রাগ পাচার নিয়ে সেভাবে গল্প আগে কখনও দেখানো হয়নি । 'গঙ্গা' সেই গল্পই বলবে । এই গল্পের নির্মাতা রুদ্রনীল ঘোষ । এবং পাচারের গ্যাং লর্ড হিসেবে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ।
- 'একেনবাবু' : চতুর্থ সিজ়নের জন্য ফের আসছে 'একেনবাবু'। নিজের অতিপরিচিত কায়দায় মুর্শিদাবাদের রাজবাড়ির একটি রহস্য উদঘাটন করবেন একেন।
- 'মেকআপ স্টোরিজ়' : 'ব্রেকআপ স্টোরিজ়'-এর পর মৈনাক আনছেন 'মেকআপ স্টোরিজ়'। এই ভ্যালেন্টাইন্স ডেতে মৈনাক ভৌমিক আনছেন এই প্রেমের গল্প । সেই প্রেমে বয়স কোনও বাধা নয় ।
- 'ভালো থাকিস বাবা' : আসছে 'ভালো থাকিস বাবা'। মুখ্য চরিত্রে দেখা যাবে সুপারস্টার অপূর্বকে । বর্তমানে বাংলাদেশের সামাজিক পরিকাঠামোর উপর ভিত্তি করেই গল্প ।
- 'হ্যালো' : প্রিয়াঙ্কা সরকার এবং রাইমা সেন অভিনীত 'হ্যালো' ওয়েব সিরিজ়ের তৃতীয় সিজ়ন আসতে চলেছে । এই সিজ়নে নাকি দেখা যাবে আরও একজন গুরুত্বপূর্ণ অভিনেতাকে । যদিও তাঁর নাম এখনও জানা যায়নি ।
- 'মহাভারত মার্ডারস' : কী হবে মহাভারতের দুর্যোধন যদি ফিরে এসে প্রতিশোধ নেয় । অর্ণব রায়ের বই 'দা মহাভারত মার্ডারস'-এর কাহিনি অবলম্বনেই তৈরি হবে সিরিজ়টি ।
- 'দেবদাস ও একটি খুনের গল্প' : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক দেবদাসকে নিয়ে আসা হচ্ছে অন্যভাবে । নাম দেওয়া হয়েছে 'দেবদাস ও একটি খুনের গল্প'। পরিচালনার দায়িত্বে থাকছেন দেবালয় ভট্টাচার্য । অভিনয় করছেন রাইমা সেন, অর্জুন চক্রবর্তী এবং মধুমিতা সরকার । 'লাভ আজ কাল পরশু'-র পর এই সিরিজ়ে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন মধুমিতা ও অর্জুন ।
- 'গোরা - দা প্রাইভেট ডিফেকটিভ' : চিত্রনাট্যকার সাহানা দত্ত তৈরি করেছেন এক গোয়েন্দাকে । নাম রাখা হয়েছে 'গোরা - দা প্রাইভেট ডিফেকটিভ'। ডিফেকটিভ কারণ, এই গোয়েন্দার মধ্যে অনেক খুঁত আছে । গোরার চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী ।
- 'ইনটিউশন' : ক্রিয়েটর মিতালি ভট্টাচার্য আনতে চলেছেন 'ইনটিউশন'। আর এর মাধ্যমেই প্রথমবার কোনও ওয়েব প্ল্যাটফর্মের জন্য কাজ করতে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সোহম চক্রবর্তী ।
আসছে 'হইচই' ওয়ার্ল্ড ক্লাসিক্স । সাহিত্য থেকে উঠে আসা কিছু ছবি থাকবে সেখানে । গোটা বিশ্বের এই ধরনের কিছু ক্লাসিককে তুলে আনা হবে । প্রথমেই থাকছে 'মন্দার', শেক্সপিয়ারের 'ম্যাকবেথ'-এর উপর এই কাজের দায়িত্ব অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য নিয়েছেন ।
তবে শুধু ওয়েব সিরিজ়ই নয় । এই প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে বেশ কিছু ছবিও । 'ডিটেকটিভ' ছবিটি সরাসরি 'হইচই'-তে মুক্তি পেয়েছিল । ভালোই সাড়া পেয়েছে এই ছবি । যার ফলে হইচইতে আসতে চলেছে 'ফার্স্ট ডে ফার্স্ট শো ফিল্মস'। পরমব্রত চট্টোপাধ্যায়ের 'কলকাতা আন্ডারগ্রাউন্ড', ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের 'টিকটিকি', অনির্বাণ ও মিমি চক্রবর্তী অভিনীত 'ড্রাকুলা স্যার', 'কাকাবাবুর প্রত্যাবর্তন', 'প্রেম-টেম', দেবের 'গোলন্দাজ'-এর মত ছবি মুক্তি পাবে এই প্ল্যাটফর্মে ।