ETV Bharat / sitara

"আমাদের জীবন থেকে 2020 সালটা বাদ হয়ে গেল" - lockdown

লকডাউনের মধ্যে কেমন আছেন বর্ষীয়ান সংগীত শিল্পী হৈমন্তী শুক্লা ?

sdf
df
author img

By

Published : Apr 24, 2020, 2:24 PM IST

কলকাতা : গল্ফ গ্রিনের বাড়িতে রয়েছেন হৈমন্তী শুক্লা । বাড়িতে তাঁর সঙ্গে রয়েছেন এক পরিচারিকা । লকডাউনের মধ্যে কেমন আছেন এই বর্ষীয়ান সংগীত শিল্পী । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

gf
.

হৈমন্তী বলেন, "তোমরা যেমন আছো, আমিও তেমনই আছি । পুরো লকডাউন হয়ে বাড়ির মধ্যে সময় কাটাচ্ছি । যা বুঝতে পারছি, আমাদের জীবন থেকে 2020 সালটা বাদ হয়ে গিয়েছে । খুব খারাপ অবস্থার মধ্যে দিতে যাচ্ছি আমরা ।"

sdf
.

শরীরের কথা জিজ্ঞাসা করায় বলেন, "ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় ভালো আছি । আমার বাড়িতে এখন সেভাবে কেউ নেই । আমি আর একটি মেয়ে আছে, সে সব কাজ করে । ওর বাড়ি ভাটপাড়ায়, এই সময় বাড়িতে যেতে পারেনি । ও যেতে চাইছে । কিন্তু, আমি তো কিছু করতে পারব না । ট্রেনও বন্ধ । আর আমি যে ছেড়ে দেব, আমারও তো একটা দায়িত্ব বর্তায় । আমার যে গাড়ি চালায় ও পাশেই থাকে, সে এখন বাড়িতেই রয়েছে । তারও তো বউ বাচ্চা আছে ।"

sdf
.

তবে বাজার-হাট, ওষুধপত্র নিয়ে এখনও তেমন সমস্যায় পড়েননি হৈমন্তী শুক্ল । বলেন, "আমাদের বাড়ির সামনের পার্কে সবজি বিক্রি হয় । আমার এক ছাত্রী আছে, সেও কিনে দিয়ে যায় । কাছাকাছি থাকে তো । এইরকম ভাবেই চলছে ।"

কলকাতা : গল্ফ গ্রিনের বাড়িতে রয়েছেন হৈমন্তী শুক্লা । বাড়িতে তাঁর সঙ্গে রয়েছেন এক পরিচারিকা । লকডাউনের মধ্যে কেমন আছেন এই বর্ষীয়ান সংগীত শিল্পী । খোঁজ নিল ETV ভারত সিতারা ।

gf
.

হৈমন্তী বলেন, "তোমরা যেমন আছো, আমিও তেমনই আছি । পুরো লকডাউন হয়ে বাড়ির মধ্যে সময় কাটাচ্ছি । যা বুঝতে পারছি, আমাদের জীবন থেকে 2020 সালটা বাদ হয়ে গিয়েছে । খুব খারাপ অবস্থার মধ্যে দিতে যাচ্ছি আমরা ।"

sdf
.

শরীরের কথা জিজ্ঞাসা করায় বলেন, "ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় ভালো আছি । আমার বাড়িতে এখন সেভাবে কেউ নেই । আমি আর একটি মেয়ে আছে, সে সব কাজ করে । ওর বাড়ি ভাটপাড়ায়, এই সময় বাড়িতে যেতে পারেনি । ও যেতে চাইছে । কিন্তু, আমি তো কিছু করতে পারব না । ট্রেনও বন্ধ । আর আমি যে ছেড়ে দেব, আমারও তো একটা দায়িত্ব বর্তায় । আমার যে গাড়ি চালায় ও পাশেই থাকে, সে এখন বাড়িতেই রয়েছে । তারও তো বউ বাচ্চা আছে ।"

sdf
.

তবে বাজার-হাট, ওষুধপত্র নিয়ে এখনও তেমন সমস্যায় পড়েননি হৈমন্তী শুক্ল । বলেন, "আমাদের বাড়ির সামনের পার্কে সবজি বিক্রি হয় । আমার এক ছাত্রী আছে, সেও কিনে দিয়ে যায় । কাছাকাছি থাকে তো । এইরকম ভাবেই চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.