ETV Bharat / sitara

Bengali Cinema : একসঙ্গে প্রসেনজিৎ-মিথিলা-দিতিপ্রিয়া, সামনে 'আয় খুকু আয়'-এর প্রথম পোস্টার - Aay Khuku Aay

দিতিপ্রিয়ার অভিনয়ে মজেছে আপামর বাঙালি । 'অভিযাত্রিক', 'কলকাতা চলন্তিকা'র পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও বড় পর্দায় কাজ করতে চলেছেন ‘রানি মা’ । শুক্রবার সামনে এল সেই ছবির ফার্স্ট লুক পোস্টার ।

Bengali Cinema
'আয় খুকু আয়'-এর প্রথম পোস্টার
author img

By

Published : Nov 14, 2021, 2:39 PM IST

কলকাতা, 14 নভেম্বর : অভিনেতা জিতের প্রযোজনায় আসছে বাংলা সিনেমা 'আয় খুকু আয়' । বাবা-মেয়ের এই গল্পে মূল ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দিতিপ্রিয়া রায় । রয়েছেন মিথিলা, বিক্রম চট্টোপাধ্যায় । সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শৌভিক কুণ্ডু ৷ শুক্রবার সামনে এল সেই ছবির ফার্স্ট লুক পোস্টার । পোস্টার বানিয়েছেন অনিকেত মিত্র । ছবির কলাকুশলীরা প্রায় প্রত্যেকেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন সেই পোস্টার ।

শুভ্রজিত মিত্রর 'অভিযাত্রিক', পাভেলের 'কলকাতা চলন্তিকা', আদিত্য সেনগুপ্তর পরিচালনা-সম্পূর্ণা লাহিড়ীর প্রযোজনায় বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন দিতিপ্রিয়া । একইসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও প্রথমবার বড় পর্দায় কাজ করতে চলেছেন ‘রানি মা’ । এই সিনেমায় প্রসেনজিতের বিপরীতে রয়েছেন সৃজিত-জায়া মিথিলা। রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বসুও । দিতিপ্রিয়া আগেই ইটিভি ভারতকে বলেছিলেন, ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একজন অভিনেতার সঙ্গে প্রথমবার মেজর ক্যারেক্টার করে আমি আপ্লুত ৷ আমি সুপার এক্সাইটেড । বড়পর্দায় এটা আমার বড় ব্রেক হতে চলেছে বলে আমি মনে করি ।"

আরও পড়ুন : একটি বাঙালি এলিয়েন-এর গল্প শোনাবে গৌরব ও দেবলীনা, মুক্তি পেল টিজার

একদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অন্যদিকে দিতিপ্রিয়ার মতো একজন শক্তিশালী অভিনেত্রী যার অভিনয় আর স্টাইল স্টেটমেন্টে মজেছে আপামর বাঙালি । কম যান না মিথিলা-রাহুলও । টেলিভিশনের দৌলতে তাঁদের পরিচিতিও কম নয় । এহেন স্টারকাস্ট ছবিটিকে কতখানি লাভের মুখ দেখায় এখন সেটাই দেখার ।

কলকাতা, 14 নভেম্বর : অভিনেতা জিতের প্রযোজনায় আসছে বাংলা সিনেমা 'আয় খুকু আয়' । বাবা-মেয়ের এই গল্পে মূল ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দিতিপ্রিয়া রায় । রয়েছেন মিথিলা, বিক্রম চট্টোপাধ্যায় । সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শৌভিক কুণ্ডু ৷ শুক্রবার সামনে এল সেই ছবির ফার্স্ট লুক পোস্টার । পোস্টার বানিয়েছেন অনিকেত মিত্র । ছবির কলাকুশলীরা প্রায় প্রত্যেকেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন সেই পোস্টার ।

শুভ্রজিত মিত্রর 'অভিযাত্রিক', পাভেলের 'কলকাতা চলন্তিকা', আদিত্য সেনগুপ্তর পরিচালনা-সম্পূর্ণা লাহিড়ীর প্রযোজনায় বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন দিতিপ্রিয়া । একইসঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও প্রথমবার বড় পর্দায় কাজ করতে চলেছেন ‘রানি মা’ । এই সিনেমায় প্রসেনজিতের বিপরীতে রয়েছেন সৃজিত-জায়া মিথিলা। রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বসুও । দিতিপ্রিয়া আগেই ইটিভি ভারতকে বলেছিলেন, ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একজন অভিনেতার সঙ্গে প্রথমবার মেজর ক্যারেক্টার করে আমি আপ্লুত ৷ আমি সুপার এক্সাইটেড । বড়পর্দায় এটা আমার বড় ব্রেক হতে চলেছে বলে আমি মনে করি ।"

আরও পড়ুন : একটি বাঙালি এলিয়েন-এর গল্প শোনাবে গৌরব ও দেবলীনা, মুক্তি পেল টিজার

একদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অন্যদিকে দিতিপ্রিয়ার মতো একজন শক্তিশালী অভিনেত্রী যার অভিনয় আর স্টাইল স্টেটমেন্টে মজেছে আপামর বাঙালি । কম যান না মিথিলা-রাহুলও । টেলিভিশনের দৌলতে তাঁদের পরিচিতিও কম নয় । এহেন স্টারকাস্ট ছবিটিকে কতখানি লাভের মুখ দেখায় এখন সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.