ETV Bharat / sitara

"আমার আর আদ্রিতের গায়ে ছাড়া হয়েছিল জ্যান্ত ইঁদুর" - rukmini password

ইঁদুরের কামড় নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন রুক্মিনী । বলেন, "আমি কমলেশ্বর দা'কে জিজ্ঞাসা করেছিলাম যদি কিছু হয়ে যায় । কমলেশ্বর দা আমাকে আশ্বস্ত করেছিলেন । শেষের দিকে আমি আর পারছিলাম না । মনে হচ্ছিল কীভাবে এগুলো গা থেকে সরাই । "

ছবি
author img

By

Published : Oct 6, 2019, 7:42 PM IST

Updated : Oct 6, 2019, 8:05 PM IST

কলকাতা : গায়ের মধ্যে ইঁদুর ছেড়ে যদি হাত-পা বেঁধে দেওয়া হয়, তাহলে কেমন লাগবে ? ভাবলেই গা শিউরে ওঠে । তাই না ? ঠিক এমনই অভিজ্ঞতা হয়েছিল রুক্মিনী মৈত্রর । তাও আবার 'পাসওয়ার্ড' ছবিটির শুটিং চলাকালীন । সম্প্রতি নিজের সোশাল সাইটে সেই ভিডিয়ো শেয়ার করেছেন তিনি ।

ছবিতে এই দৃশ্য যে থাকবে সে কথা আগেই জানিয়ে রেখেছিলেন পরিচালক কমলেশ্বর মুখার্জি । তখন কলাকুশলীরা ভেবেছিলেন গ্রাফিক্স তো সব জায়গাতেই রয়েছে, তার মাধ্যমেই হয়তো এই দৃশ্য হয়ে যাবে । কিন্তু, শুটের সময় রুক্মিনী ও আদ্রিত দু'জনেই জানতে পারেন যে তাঁদের গায়ে জ্যান্ত ইঁদুর ছাড়া হবে । সেটা শুনে রুক্মিনীর অবস্থা খারাপ হয়ে যায় । সেটের মধ্যে প্রথমে আনা হয় ৬০টি সাদা ইঁদুর । আর রুক্মিনী ও আদ্রিতের সামনে একটি টেবিল রেখে তাঁদের দুটি চেয়ারে বসানো হয় । বাঁধা হয় হাত-পা । তাঁদের গায়ের উপরই ছেড়ে দেওয়া হয় ৬০টি সাদা ইঁদুর । এখানেই শেষ নয় । পরিচালকের মনে হয় ইঁদুরের সংখ্যা কম । তাই আরও ৪০টি ইঁদুর নিয়ে এসে সেগুলিও ছেড়ে দেওয়া হয় । শুরু হয় শুটিং । রুক্মিনী ও আদ্রিতের অবস্থা তখন খুবই খারাপ । তাঁদের হাতে ও পায়ে কামড় দিচ্ছে ইঁদুর । হাত-পা বাঁধা থাকায় তাঁরা বাধাও দিতে পারছেন না ।

ইঁদুরের কামড় নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন রুক্মিনী । বলেন, "আমি কমলেশ্বর দা'কে জিজ্ঞাসা করেছিলাম যদি কিছু হয়ে যায় । কমলেশ্বর দা আমাকে আশ্বস্ত করেছিলেন । শেষের দিকে আমি আর পারছিলাম না । মনে হচ্ছিল কীভাবে এগুলো গা থেকে সরাই । " সে যাই হোক দৃশ্যের কথা মনে পড়লে এখনও তাঁর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় বলে জানিয়েছেন রুক্মিনী । তবে এত কিছুর পরও ছবি থেকে বাদ দিতে হয় দৃশ্যটি ।

২ অক্টোবর মুক্তি পেয়েছিল 'পাসওয়ার্ড' । ডার্ক ওয়েবকে কেন্দ্র করে এই ছবি শুরু থেকেই ভালো ব্যবসা করেছিল বক্স অফিসে । আর ছবি মুক্তির পরই সেই ভয়ঙ্কর দৃশ্যটি সামনে আনেন রুক্মিনী ।

কলকাতা : গায়ের মধ্যে ইঁদুর ছেড়ে যদি হাত-পা বেঁধে দেওয়া হয়, তাহলে কেমন লাগবে ? ভাবলেই গা শিউরে ওঠে । তাই না ? ঠিক এমনই অভিজ্ঞতা হয়েছিল রুক্মিনী মৈত্রর । তাও আবার 'পাসওয়ার্ড' ছবিটির শুটিং চলাকালীন । সম্প্রতি নিজের সোশাল সাইটে সেই ভিডিয়ো শেয়ার করেছেন তিনি ।

ছবিতে এই দৃশ্য যে থাকবে সে কথা আগেই জানিয়ে রেখেছিলেন পরিচালক কমলেশ্বর মুখার্জি । তখন কলাকুশলীরা ভেবেছিলেন গ্রাফিক্স তো সব জায়গাতেই রয়েছে, তার মাধ্যমেই হয়তো এই দৃশ্য হয়ে যাবে । কিন্তু, শুটের সময় রুক্মিনী ও আদ্রিত দু'জনেই জানতে পারেন যে তাঁদের গায়ে জ্যান্ত ইঁদুর ছাড়া হবে । সেটা শুনে রুক্মিনীর অবস্থা খারাপ হয়ে যায় । সেটের মধ্যে প্রথমে আনা হয় ৬০টি সাদা ইঁদুর । আর রুক্মিনী ও আদ্রিতের সামনে একটি টেবিল রেখে তাঁদের দুটি চেয়ারে বসানো হয় । বাঁধা হয় হাত-পা । তাঁদের গায়ের উপরই ছেড়ে দেওয়া হয় ৬০টি সাদা ইঁদুর । এখানেই শেষ নয় । পরিচালকের মনে হয় ইঁদুরের সংখ্যা কম । তাই আরও ৪০টি ইঁদুর নিয়ে এসে সেগুলিও ছেড়ে দেওয়া হয় । শুরু হয় শুটিং । রুক্মিনী ও আদ্রিতের অবস্থা তখন খুবই খারাপ । তাঁদের হাতে ও পায়ে কামড় দিচ্ছে ইঁদুর । হাত-পা বাঁধা থাকায় তাঁরা বাধাও দিতে পারছেন না ।

ইঁদুরের কামড় নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন রুক্মিনী । বলেন, "আমি কমলেশ্বর দা'কে জিজ্ঞাসা করেছিলাম যদি কিছু হয়ে যায় । কমলেশ্বর দা আমাকে আশ্বস্ত করেছিলেন । শেষের দিকে আমি আর পারছিলাম না । মনে হচ্ছিল কীভাবে এগুলো গা থেকে সরাই । " সে যাই হোক দৃশ্যের কথা মনে পড়লে এখনও তাঁর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায় বলে জানিয়েছেন রুক্মিনী । তবে এত কিছুর পরও ছবি থেকে বাদ দিতে হয় দৃশ্যটি ।

২ অক্টোবর মুক্তি পেয়েছিল 'পাসওয়ার্ড' । ডার্ক ওয়েবকে কেন্দ্র করে এই ছবি শুরু থেকেই ভালো ব্যবসা করেছিল বক্স অফিসে । আর ছবি মুক্তির পরই সেই ভয়ঙ্কর দৃশ্যটি সামনে আনেন রুক্মিনী ।

Intro:Body:Conclusion:
Last Updated : Oct 6, 2019, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.