কলকাতা : বাংলা ছবির সাথে, বাংলা ছবির পাশে এগিয়ে এল কলকাতা শহরের ঐতিহ্যবাহী বিড়লা প্ল্যানেটোরিয়াম। এবার থেকে বিড়লা প্ল্যানেটোরিয়াম সম্পন্ন হবে সিনেমার নানা কাজ । এক্সক্লুসিভ রিপোর্ট ETV ভারত সিতারার।
মধ্য কলকাতায় অবস্থিত বিড়লা প্ল্যানেটোরিয়াম। কলকাতায় ভ্রমণের একটা অঙ্গ এই স্থাপত্য। প্রতিদিনই দর্শন করতে আসা বিভিন্ন মানুষকে মহাকাশ ভ্রমণ করায় এই প্ল্যানেটোরিয়াম।
এবার থেকে এই প্রদর্শনীর সঙ্গে যুক্ত হল বাংলা চলচ্চিত্র জগৎ। সিনেমার বিভিন্ন প্রেক্ষাগৃহের মতো বিড়লা প্ল্যানেটোরিয়ামে উদযাপিত হবে সিনেমার নানা অনুষ্ঠান।
এর জন্য আলাদা প্রোজেক্টর ও আলাদা ডিভিশন তৈরি করা হয়েছে। আগামীকাল, ২০ জুন আসন্ন বাংলা ছবি 'জগাখিচুরী'র ট্রেলার লঞ্চ হবে এই বিখ্যাত প্ল্যানেটোরিয়ামে।
Exclusive : সিনেমার জন্য দরজা খুলে দিল বিড়লা প্ল্যানেটোরিয়াম - বাংলা সিনেমা
বাংলা ছবির নানা কাজ সম্পন্ন হবে বিড়লা প্ল্যানেটোরিয়ামে। সিনেমার বিভিন্ন প্রেক্ষাগৃহের মতো বিড়লা প্ল্যানেটোরিয়ামে উদযাপিত হবে সিনেমার নানা অনুষ্ঠান।
কলকাতা : বাংলা ছবির সাথে, বাংলা ছবির পাশে এগিয়ে এল কলকাতা শহরের ঐতিহ্যবাহী বিড়লা প্ল্যানেটোরিয়াম। এবার থেকে বিড়লা প্ল্যানেটোরিয়াম সম্পন্ন হবে সিনেমার নানা কাজ । এক্সক্লুসিভ রিপোর্ট ETV ভারত সিতারার।
মধ্য কলকাতায় অবস্থিত বিড়লা প্ল্যানেটোরিয়াম। কলকাতায় ভ্রমণের একটা অঙ্গ এই স্থাপত্য। প্রতিদিনই দর্শন করতে আসা বিভিন্ন মানুষকে মহাকাশ ভ্রমণ করায় এই প্ল্যানেটোরিয়াম।
এবার থেকে এই প্রদর্শনীর সঙ্গে যুক্ত হল বাংলা চলচ্চিত্র জগৎ। সিনেমার বিভিন্ন প্রেক্ষাগৃহের মতো বিড়লা প্ল্যানেটোরিয়ামে উদযাপিত হবে সিনেমার নানা অনুষ্ঠান।
এর জন্য আলাদা প্রোজেক্টর ও আলাদা ডিভিশন তৈরি করা হয়েছে। আগামীকাল, ২০ জুন আসন্ন বাংলা ছবি 'জগাখিচুরী'র ট্রেলার লঞ্চ হবে এই বিখ্যাত প্ল্যানেটোরিয়ামে।
Body:মধ্য কলকাতায় অবস্থিত বিড়লা প্লানেটরিয়াম। কলকাতার ভ্রমণের একটা অঙ্গ। কলকাতার পরিচিতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রতিদিনই দর্শন করতে আসা বিভিন্ন মানুষকে মহাকাশ ভ্রমণ করায় এই প্লানেটরিয়াম।
এবার থেকে প্রদর্শনীর সঙ্গে যুক্ত হলো বাংলা চলচ্চিত্র জগৎ। সিনেমার বিভিন্ন প্রেক্ষাগৃহের মত বিড়লা প্লানেটরিয়ামে উদযাপিত হবে সিনেমার নানা অনুষ্ঠান।
এর জন্য আলাদা প্রজেক্টর আলাদা ডিভিশন তৈরি করা হয়েছে। আগামীকাল, ২০ জুন আসন্ন বাংলা ছবি 'জগাখিচুরী'র ট্রেলার লঞ্চ হবে এই বিখ্যাত প্লানেটরিয়ামে।
Conclusion:ছবির পরিচালক সুভাঞ্জন রায় এবং প্রদীপ সিনহা ETV Bharat সিতারাকে বললেন, "এক অনন্য প্রয়াস। অসাধারণ উদ্যোগ। বাংলা ছবির পাশে এভাবে এসে দাঁড়ানোর জন্য আমি ধন্যবাদ জানাতে চাই বিড়লা প্লানেটরিয়ামের কতৃপক্ষকে। আমাদের সৌভাগ্য আমাদের ছবিটারই অনুষ্ঠান প্রথম সম্পন্ন হচ্ছে এই ঐতিহ্যবাহী প্লানেটরিয়ামে।"
জগাখিচুড়ী ছবিতে অভিনয় করেছেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, দেবেশ রায়চৌধুরী, উপল সেনগুপ্ত, প্রদীপ ভট্টাচার্য্য, দেবারতি মিত্র, অমৃতেন্দু কর এবং সারণীতা রায়।