ETV Bharat / sitara

এখন কেমন আছেন দীপঙ্কর দে ? খোঁজ নিল ETV ভারত সিতারা - দীপঙ্কর দে লেটেস্ট খবর

গতকাল হাসপাতালে ভরতি হয়েছিলেন দীপঙ্কর দে । তবে আজ বেশ কিছুটা স্টেবল রয়েছেন তিনি । ETV ভারত সিতারারে জানালেন দীপঙ্করের স্ত্রী দোলন রায় ।

Dipankar Dey heath update
Dipankar Dey heath update
author img

By

Published : Jan 18, 2020, 2:00 PM IST

Updated : Jan 18, 2020, 7:46 PM IST

কলকাতা : বিয়ের পরের দিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন দীপঙ্কর দে । সেই নিয়ে বেশ চিন্তিত ছিল টলি পাড়া । তবে আজ সুখবর দিলেন দোলন রায় । জানালেন যে, অনেকটা স্টেবল আছেন অভিনেতা ।

দোলন বললেন, "আজ স্টেবল আছে, ভালো আছে । অনেক টেস্ট হয়েছে, সবই শ্বাসকষ্ট রিলেটেড । এখন শ্বাসকষ্ট কমেছে । কালকের থেকে অনেকটাই বেটার আছে । "

আরও পড়ুন : বিয়ের পরদিনই হাসপাতালে ভরতি দীপঙ্কর দে

এখন কি জেনারেল বেডে দেওয়া হয়েছে ? এই প্রশ্নে দোলন বললেন, "ICCU-তে নেই এখন । তবে আইসোলেশনে রয়েছে । আজ বিকেলে জেনারেল বেডে দিয়ে দেওয়া হবে মনে হয় ।" লেটেস্ট খবর অনুযায়ী, জেনারেল কেবিনে শিফ্ট করে দেওয়া হয়েছে দীপঙ্করকে ।

আগের থেকে অনেকটা সুস্থ হলেও এখনই বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে না দীপঙ্করকে । হাসপাতালের নিয়মিত মনিটরের মধ্যেই রাখা হবে তাঁকে ।

কলকাতা : বিয়ের পরের দিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন দীপঙ্কর দে । সেই নিয়ে বেশ চিন্তিত ছিল টলি পাড়া । তবে আজ সুখবর দিলেন দোলন রায় । জানালেন যে, অনেকটা স্টেবল আছেন অভিনেতা ।

দোলন বললেন, "আজ স্টেবল আছে, ভালো আছে । অনেক টেস্ট হয়েছে, সবই শ্বাসকষ্ট রিলেটেড । এখন শ্বাসকষ্ট কমেছে । কালকের থেকে অনেকটাই বেটার আছে । "

আরও পড়ুন : বিয়ের পরদিনই হাসপাতালে ভরতি দীপঙ্কর দে

এখন কি জেনারেল বেডে দেওয়া হয়েছে ? এই প্রশ্নে দোলন বললেন, "ICCU-তে নেই এখন । তবে আইসোলেশনে রয়েছে । আজ বিকেলে জেনারেল বেডে দিয়ে দেওয়া হবে মনে হয় ।" লেটেস্ট খবর অনুযায়ী, জেনারেল কেবিনে শিফ্ট করে দেওয়া হয়েছে দীপঙ্করকে ।

আগের থেকে অনেকটা সুস্থ হলেও এখনই বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে না দীপঙ্করকে । হাসপাতালের নিয়মিত মনিটরের মধ্যেই রাখা হবে তাঁকে ।

Intro:Body:

এখন কেমন আছেন দীপঙ্কর দে ? খোঁজ নিল ETV ভারত সিতারা



গতকাল হাসপাতালে ভরতি হয়েছিলেন দীপঙ্কর দে । তবে আজ বেশ কিছুটা স্টেবল রয়েছেন তিনি । ETV ভারত সিতারারে জানালেন দীপঙ্করের স্ত্রী দোলন রায় ।



কলকাতা : বিয়ের পরের দিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন দীপঙ্কর দে । সেই নিয়ে বেশ চিন্তিত ছিল টলি পাড়া । তবে আজ সুখবর দিলেন দোলন রায় । জানালেন যে, অনেকটা স্টেবল আছেন অভিনেতা ।



দোলন বললেন, "আজ স্টেবল আছে, ভালো আছে । অনেক টেস্ট হয়েছে, সবই শ্বাসকষ্ট রিলেটেড । এখন শ্বাসকষ্ট কমেছে । কালকের থেকে অনেকটাই বেটার আছে । "



এখন কি জেনারেল বেডে দেওয়া হয়েছে ? এই প্রশ্নে দোলন বললেন, "ICCU-তে নেই এখন । তবে আইসোলেশনে রয়েছে । আজ বিকেলে জেনারেল বেডে দিয়ে দেওয়া হবে মনে হয় ।"



আগের থেকে অনেকটা সুস্থ হলেও এখনই বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে না দীপঙ্করকে । হাসপাতালের নিয়মিত মনিটরের মধ্যেই রাখা হবে তাঁকে ।




Conclusion:
Last Updated : Jan 18, 2020, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.