কলকাতা : বেশ কয়েকবছর ধরে নিজেকে এক্সপ্লোর করছেন নুসরত জাহান । 'অসুর','SOS কলকাতা'-র মতো ছবিতে কমার্শিয়াল ছবির গ্ল্যামারাস অসহায় নারী চরিত্রে দেখা যায়নি তাঁকে । 'ডিকশনারি'-ও ব্যতিক্রম নয় ।
বহুদিন পর 'ডিকশনারি' ছবি দিয়ে পরিচালনায় ফিরছেন ব্রাত্য বসু । আর ছবির মুখ্য চরিত্রে নুসরত জাহান, আবির চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের শিল্পী মোশারফ করিম । আজ প্রকাশ্য়ে এল ছবিটির টিজ়ার ।
নুসরত নিজেই শেয়ার করেছেন 'ডিকশনারি' টিজ়ার । দুই মানুষের মধ্যে মানসিক দূরত্ব, ভাঙন, সম্পর্কের টানাটানি, পরকীয়া প্রেম- এই সব নিয়েই তৈরি হয়েছে এই ছবি ।
দেখে নিন টিজ়ার...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পুরুলিয়ায় বন বিভাগ আধিকারিকের চরিত্রে দেখা যাবে আবিরকে । তাঁর চরিত্রের নাম অশোক । আর নুসরতের চরিত্রের নাম স্মিতা সান্যাল । অন্যদিকে, মোশারফের চরিত্রের নাম মকরক্রান্তি চ্যাটার্জি । পেশায় একটি রিয়েল এস্টেট কম্পানির মালিক সে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বুদ্ধদেব গুহর দু’টি ছোটো গল্প 'বাবা হওয়া' ও 'স্বামী হওয়া' অবলম্বনেই তৈরি হচ্ছে 'ডিকশনারি' । কলকাতা, বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন জায়গাতে এই ছবির শুটিং হয়েছে ।