ETV Bharat / sitara

অভিজাত ক্লাবে প্রস্রাব করতে গিয়ে হেনস্থার শিকার সুজয় প্রসাদ

অভিজাত ক্লাবে প্রস্রাব করতে গিয়ে হেনস্থার শিকার সুজয় প্রসাদ । এই ঘটনার কথা সোশাল মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজ়েন সহ একাধিক টলি তারকা । বাচিকশিল্পীর সঙ্গে হওয়া এই আচরণ মেনে নিতে পারেননি কেউই । পরে অবশ্য সুজয় প্রসাদের কাছে হাতজোড় করে ক্ষমাও চেয়ে নেয় ক্লাব কর্তৃপক্ষ ।

ে্ি
ে্ি
author img

By

Published : Jun 17, 2020, 5:22 PM IST

কলকাতা : রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎই প্রস্রাব পেয়ে গিয়েছিল বাচিকশিল্পী সুজয় প্রসাদ চ্যাটার্জির । এরপর শহরের অভিজাত এক ক্লাবে প্রস্রাব করতে যান তিনি । কিন্তু, সেখানে গিয়ে অপমানিত হতে হয় তাঁকে । ক্লাবের সদস্যরা তাঁকে গালিগালাজও করে বলে অভিযোগ । যদিও ভুল বুঝতে পেরে পরে তাঁর কাছে ক্ষমা চেয়ে নেয় ওই ক্লাব কর্তৃপক্ষ ।

ব্যস্ত সময়ের মধ্যে থেকে নিজের সময় বের করে প্রতিদিনই হাঁটতে যান সুজয় প্রসাদ । এদিকে সম্প্রতি হাঁটতে গিয়ে হঠাৎই তাঁর প্রস্রাব পেয়ে যায় । কিন্তু, দক্ষিণ কলকাতার সার্দান অ্যাভিনিউয়ের ওই অংশে কোনও পাবলিক টয়লেট না থাকায় সমস্যায় পড়েন তিনি । এরপর ওই এলাকা থেকে একটু দূরে থাকা একটি অভিজাত ক্লাবে প্রস্রাব করতে যান । কিন্তু, ক্লাবের সদস্যরা ছাড়া সেখানে ঢুকতে পারতেন না কেউই । আর সেখানেই সমস্যায় পড়েন তিনি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ক্লাবের দারোয়ানের অনুমতি নিয়ে সেখানে ঢুকে পড়েন । বাথরুমে যাওয়ার সময় মাস্কও পরেননি সুজয় প্রসাদ । কারণ বাথরুমে গেলে কোনও সময়ই তা পরেন না তিনি । কিন্তু, এমন ঘটনা যে হবে তা ভাবতেই পারেননি । ক্লাবের সদস্য না হওয়া সত্ত্বেও কেন তিনি ভিতরে ঢুকেছিলেন তা নিয়ে হেনস্থার শিকার হন । করা হয় গালিগালাজও । এমনকী, ঘাড় ধাক্কা দিয়ে তাঁকে সরিয়েও দেন একজন ।

এদিকে এই ঘটনার কথা সোশাল মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজ়েন সহ একাধিক টলি তারকা । সুজয় প্রসাদের সঙ্গে হওয়া এই আচরণ মেনে নিতে পারেননি কেউই । পরে অবশ্য সুজয় প্রসাদের কাছে হাতজোড় করে ক্ষমাও চেয়ে নেয় ক্লাব কর্তৃপক্ষ । যার কারণে বিষয়টি সেখানেই মিটিয়ে নিতে চান তিনি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তবে সুজয় প্রসাদের এই ঘটনা স্মরণ করিয়ে দেয় কলকাতার বুকে হওয়া বছর তিন আগেকার একটি ঘটনার কথা । পার্কস্ট্রিটের একটি রেস্তরাঁয় এক ট্যাক্সি চালককে ঢুকতে দেয়নি মালিক পক্ষ । যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল কলকাতা শহরে । একই রকমভাবে এবার এক ক্লাবে প্রস্রাব করতে গিয়ে বাধা পেলেন সুজয় প্রসাদ ।

কলকাতা : রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎই প্রস্রাব পেয়ে গিয়েছিল বাচিকশিল্পী সুজয় প্রসাদ চ্যাটার্জির । এরপর শহরের অভিজাত এক ক্লাবে প্রস্রাব করতে যান তিনি । কিন্তু, সেখানে গিয়ে অপমানিত হতে হয় তাঁকে । ক্লাবের সদস্যরা তাঁকে গালিগালাজও করে বলে অভিযোগ । যদিও ভুল বুঝতে পেরে পরে তাঁর কাছে ক্ষমা চেয়ে নেয় ওই ক্লাব কর্তৃপক্ষ ।

ব্যস্ত সময়ের মধ্যে থেকে নিজের সময় বের করে প্রতিদিনই হাঁটতে যান সুজয় প্রসাদ । এদিকে সম্প্রতি হাঁটতে গিয়ে হঠাৎই তাঁর প্রস্রাব পেয়ে যায় । কিন্তু, দক্ষিণ কলকাতার সার্দান অ্যাভিনিউয়ের ওই অংশে কোনও পাবলিক টয়লেট না থাকায় সমস্যায় পড়েন তিনি । এরপর ওই এলাকা থেকে একটু দূরে থাকা একটি অভিজাত ক্লাবে প্রস্রাব করতে যান । কিন্তু, ক্লাবের সদস্যরা ছাড়া সেখানে ঢুকতে পারতেন না কেউই । আর সেখানেই সমস্যায় পড়েন তিনি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ক্লাবের দারোয়ানের অনুমতি নিয়ে সেখানে ঢুকে পড়েন । বাথরুমে যাওয়ার সময় মাস্কও পরেননি সুজয় প্রসাদ । কারণ বাথরুমে গেলে কোনও সময়ই তা পরেন না তিনি । কিন্তু, এমন ঘটনা যে হবে তা ভাবতেই পারেননি । ক্লাবের সদস্য না হওয়া সত্ত্বেও কেন তিনি ভিতরে ঢুকেছিলেন তা নিয়ে হেনস্থার শিকার হন । করা হয় গালিগালাজও । এমনকী, ঘাড় ধাক্কা দিয়ে তাঁকে সরিয়েও দেন একজন ।

এদিকে এই ঘটনার কথা সোশাল মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজ়েন সহ একাধিক টলি তারকা । সুজয় প্রসাদের সঙ্গে হওয়া এই আচরণ মেনে নিতে পারেননি কেউই । পরে অবশ্য সুজয় প্রসাদের কাছে হাতজোড় করে ক্ষমাও চেয়ে নেয় ক্লাব কর্তৃপক্ষ । যার কারণে বিষয়টি সেখানেই মিটিয়ে নিতে চান তিনি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তবে সুজয় প্রসাদের এই ঘটনা স্মরণ করিয়ে দেয় কলকাতার বুকে হওয়া বছর তিন আগেকার একটি ঘটনার কথা । পার্কস্ট্রিটের একটি রেস্তরাঁয় এক ট্যাক্সি চালককে ঢুকতে দেয়নি মালিক পক্ষ । যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল কলকাতা শহরে । একই রকমভাবে এবার এক ক্লাবে প্রস্রাব করতে গিয়ে বাধা পেলেন সুজয় প্রসাদ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.