ETV Bharat / sitara

ধর্ষণের অভিযোগে গ্রেফতার কঙ্গনার দেহরক্ষী - বডিগার্ড

অভিযুক্ত কুমার শেঠি আলিয়াস কুমার হেগড়ে বেশ কয়েক বছর ধরে অভিনেত্রী কঙ্গনা রানাউতের দেহরক্ষীর কাজ করছেন ৷ মুম্বইতে একটি মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ অভিযোগ, কুমার এই যুবতির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় ৷ পরে তাঁর থেকে 50 হাজার টাকাও নেন ৷ এর পরেই তাঁকে প্রতারণা করেন কুমার ৷

ধর্ষণের অভিযোগে গ্রেফতার কঙ্গনার বডিগার্ড
ধর্ষণের অভিযোগে গ্রেফতার কঙ্গনার বডিগার্ড
author img

By

Published : May 30, 2021, 10:21 AM IST

মান্ড্য (কর্ণাটক), 30 মে : ধর্ষণের অভিযোগে গ্রেফতার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের দেহরক্ষী কুমার শেঠি ৷ কর্নাটকের মান্ড্যর হেগ্গাদাহাল্লি থেকে তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ ৷

হেগ্গাদাহাল্লির স্থানীয় পুলিশের সহায়তায় মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ এরপর সেখান থেকে তাঁকে বিচারের জন্য মুম্বইতে নিয়ে যাওয়া হয় ৷

অভিযুক্ত কুমার শেঠি আলিয়াস কুমার হেগড়ে বেশ কয়েক বছর ধরে অভিনেত্রী কঙ্গনা রানাউতের দেহরক্ষীর কাজ করছেন ৷ মুম্বইতে একটি মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ অভিযোগ, কুমার এই যুবতির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন ৷ পরে তাঁর থেকে 50 হাজার টাকাও নেন ৷ এরপরই তাঁকে প্রতারণা করেন কুমার ৷

আরও পড়ুন : স্মার্ট ফোনে সিরিয়ালের শুটিং নিষিদ্ধ করল ফেডারেশন

ওই যুবতি মুম্বই থানায় কুমার শেঠির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ বিগত একমাস ধরে পুলিশ কুমারের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল ৷ কুমার শেঠির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 (ধর্ষণ) এবং 420 (প্রতারণা) ধারায় মামলা রুজু করেছে মুম্বই পুলিশ ৷

মান্ড্য (কর্ণাটক), 30 মে : ধর্ষণের অভিযোগে গ্রেফতার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের দেহরক্ষী কুমার শেঠি ৷ কর্নাটকের মান্ড্যর হেগ্গাদাহাল্লি থেকে তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ ৷

হেগ্গাদাহাল্লির স্থানীয় পুলিশের সহায়তায় মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ এরপর সেখান থেকে তাঁকে বিচারের জন্য মুম্বইতে নিয়ে যাওয়া হয় ৷

অভিযুক্ত কুমার শেঠি আলিয়াস কুমার হেগড়ে বেশ কয়েক বছর ধরে অভিনেত্রী কঙ্গনা রানাউতের দেহরক্ষীর কাজ করছেন ৷ মুম্বইতে একটি মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয় ৷ অভিযোগ, কুমার এই যুবতির সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন ৷ পরে তাঁর থেকে 50 হাজার টাকাও নেন ৷ এরপরই তাঁকে প্রতারণা করেন কুমার ৷

আরও পড়ুন : স্মার্ট ফোনে সিরিয়ালের শুটিং নিষিদ্ধ করল ফেডারেশন

ওই যুবতি মুম্বই থানায় কুমার শেঠির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ বিগত একমাস ধরে পুলিশ কুমারের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল ৷ কুমার শেঠির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 (ধর্ষণ) এবং 420 (প্রতারণা) ধারায় মামলা রুজু করেছে মুম্বই পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.