কলকাতা : সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে 'প্রতিদ্বন্দ্বী' তৈরি করেছেন পরিচালক সপ্তাশ্ব বসু । এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষকে । মাত্র কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির টিজ়ার । আর এবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল ছবির পোস্টার ।
বর্তমান চিকিৎসা ব্যবস্থার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে 'প্রতিদ্বন্দ্বী'। এই ছবি আদতে একটি ক্রাইম থ্রিলার । এক চিকিৎসকের (শাশ্বত চট্টোপাধ্যায়) ছেলেকে স্কুল থেকে কেউ অপহরণ করে । এরপর ছেলেটিকে খুঁজে বের করার দায়িত্ব পড়ে প্রাইভেট গোয়েন্দা সিদ্ধার্থ ও তার দলের উপর । তারপর তদন্তে নেমে তারা জানতে জানতে পারে এক অঙ্কের শিক্ষক (রুদ্রনীল ঘোষ) ছেলেটির অপহরণের সঙ্গে জড়িত রয়েছে । ব্যক্তিগত বিদ্বেষের কারণেই চিকিৎসকের ছেলেকে অপহরণ করে সে । এভাবেই গল্পের মধ্যে ঢুকে পড়ে টুইস্ট ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
কিন্তু, কেন এই শত্রুতা ? কেন এই প্রতিদ্বন্দ্বিতা ? তা জানতে অবশ্য অপেক্ষা করতে হবে বড়দিন পর্যন্ত । কারণ ওই সময়ই সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
শাশ্বত ও রুদ্রনীল ছাড়াও এই ছবিতে সিদ্ধার্থর ভূমিকায় দেখা যাবে সৌরভ দাসকে । আর তার সহযোগীর চরিত্রে অভিনয় করেছেন রিনি ঘোষ । অন্যদিকে রাজনীতিকের চরিত্রে প্রথমবার ধরা দেবেন সায়নী ঘোষ ।
এই ছবি সম্পর্কে সপ্তাশ্ব ETV ভারতকে বলেছিলেন, "শাশ্বতদার ছেলের অপহরণ দিয়ে গল্প শুরু হবে । কিছু ক্লু থেকে বোঝা যাবে একজন অঙ্কের শিক্ষক এর সঙ্গে জড়িত । সত্যজিৎ রায়ের ক্যালকাটা ট্রিলজিকে ট্রিবিউট দিয়ে এই ছবির নামকরণ । তবে সেই ছবির গল্পের সঙ্গে ওই গল্পের কোনও সম্পর্ক নেই । শহরের বেশ কিছু সামাজিক, অর্থনৈতিক দিককে এখানে তুলে ধরেছি ।"