ETV Bharat / sitara

ভামিকা-বিরাটকে নিয়েই বাবাকে 60তম জন্মদিনে বার্তা অনুষ্কার - বিরাট কোহলি

বাবার 60 বছরের জন্মদিনে ইনস্টাগ্রামে তাঁকে উইশ করলেন অনুষ্কা শর্মা ৷ বিরাট ও ভামিকাকে নিয়ে তাঁর ছবি পোস্ট করেছেন তিনি ৷

Anushka Sharma's wish for her father features virat kohli and daughter vamika
ভমিকা-বিরাটকে নিয়েই বাবাকে 60তম জন্মদিনে বার্তা অনুষ্কার
author img

By

Published : Mar 26, 2021, 5:40 PM IST

Updated : Mar 26, 2021, 6:54 PM IST

মুম্বই, 26 মার্চ: বাবা অজয় কুমার শর্মাকে তাঁর 60 বছরের জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানালেন অনুষ্কা শর্মা ৷ ইনস্টাগ্রাম পোস্টে তুলে ধরলেন তাঁর জীবনে বাবার মাহাত্ম্য ৷ বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন তিনি ৷ বিরাট ও কন্যা ভামিকার ছবিও পোস্ট করেছেন তিনি ৷

বাবার উদ্দেশে তিনি লিখেছেন, "সবচেয়ে অনন্য 1961 সালের স্পেশ্যাল এডিশনের 60 বছর সেলিব্রেট করছি - আমার বাবা ৷ বড় হওয়ার সময় তিনি আমাদের সততা, কমপ্যাশন ও গ্রহণযোগ্যতার শক্তি শিখিয়েছেন ৷ আর সবসময় তিনি মনের শান্তির উপর গুরুত্ব দিয়েছেন ৷ যার ফলে আমি সত্ ও নির্ঝঞ্ঝাট হতে পেরেছি ৷"

আরও পড়ুন: মুগ্ধ করলেন 'সীতা' আলিয়া

বর্তমানে হাবি বিরাট কোহলির সঙ্গে টিম পুনেতে রয়েছেন অনুষ্কা শর্মা ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলতে গত সপ্তাহে সেখানে উড়ে গিয়েছে টিম ইন্ডিয়া ৷

মুম্বই, 26 মার্চ: বাবা অজয় কুমার শর্মাকে তাঁর 60 বছরের জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানালেন অনুষ্কা শর্মা ৷ ইনস্টাগ্রাম পোস্টে তুলে ধরলেন তাঁর জীবনে বাবার মাহাত্ম্য ৷ বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবিও পোস্ট করেন তিনি ৷ বিরাট ও কন্যা ভামিকার ছবিও পোস্ট করেছেন তিনি ৷

বাবার উদ্দেশে তিনি লিখেছেন, "সবচেয়ে অনন্য 1961 সালের স্পেশ্যাল এডিশনের 60 বছর সেলিব্রেট করছি - আমার বাবা ৷ বড় হওয়ার সময় তিনি আমাদের সততা, কমপ্যাশন ও গ্রহণযোগ্যতার শক্তি শিখিয়েছেন ৷ আর সবসময় তিনি মনের শান্তির উপর গুরুত্ব দিয়েছেন ৷ যার ফলে আমি সত্ ও নির্ঝঞ্ঝাট হতে পেরেছি ৷"

আরও পড়ুন: মুগ্ধ করলেন 'সীতা' আলিয়া

বর্তমানে হাবি বিরাট কোহলির সঙ্গে টিম পুনেতে রয়েছেন অনুষ্কা শর্মা ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলতে গত সপ্তাহে সেখানে উড়ে গিয়েছে টিম ইন্ডিয়া ৷

Last Updated : Mar 26, 2021, 6:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.