ETV Bharat / sitara

মুক্তি পেল 'অভিযাত্রিক'-এর পোস্টার - Anoushka reveals Avijatrik poster

অপু হিসেবে শেষ দেখা গিয়েছিল সৌমিত্র চ্যাটার্জিকে, সত্যজিৎ রায় পরিচালিত 'অপুর সংসার' ছবিতে । তাই 'অভিযাত্রিক' ছবির অপুকে কেমন দেখতে হবে সেই নিয়ে একটা উত্তেজনা ছিল দর্শকের মধ্যে । তবে এবার অপুর চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী । ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করেন তিনিও ।

োে্
োে্
author img

By

Published : Jun 22, 2020, 9:30 AM IST

কলকাতা : সামনে এল 'অভিযাত্রিক'-এর ফার্স্টলুক পোস্টার । ফাদার্স ডে-র দিনই অনুষ্কা শংকরের হাতই উন্মোচিত হল অপুর কাহিনির পরবর্তী অংশ ।

অপু হিসেবে শেষ দেখা গিয়েছিল সৌমিত্র চ্যাটার্জিকে, সত্যজিৎ রায় পরিচালিত 'অপুর সংসার' ছবিতে । তাই 'অভিযাত্রিক' ছবির অপুকে কেমন দেখতে হবে সেই নিয়ে একটা উত্তেজনা ছিল দর্শকের মধ্যে । তবে এবার অপুর চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী । ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করেন তিনিও ।

সত্যজিৎ রায় 'অপু ট্রিলজি' শেষ করেছিলেন, 1959 সালে 'অপুর সংসার' দিয়ে । ঠিক সেখান থেকেই শুরু হবে 'অভিযাত্রিক'। ছবিটি তৈরি হয়েছে অপু ও তার ছয় বছরের ছেলেকে কেন্দ্র করে । ছবির মুখ্য চরিত্রদের মধ্যে অন্যতম লীলা । এছাড়া থাকছে অপুর এক বন্ধুও । অপু ও কাজলের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সে । আর এই ছবির হাত ধরেই 60 বছর পর বাঙালি দর্শকের সামনে ফের আসছে অপু ।

sdf
.

শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবিতে অপুর ভূমিকায় অভিনয় করার কথা ছিল বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভর । কিন্তু, ভিসা জনিত সমস্যার কারণে তিনি আসতে পারেননি কলকাতায় । তখন অর্জুনকে অপু হিসেবে বেছে নেন পরিচালক । ছবিটি প্রযোজনা করছেন গৌরাঙ্গ জালান ও মধুর ভান্ডারকর ।

কলকাতা : সামনে এল 'অভিযাত্রিক'-এর ফার্স্টলুক পোস্টার । ফাদার্স ডে-র দিনই অনুষ্কা শংকরের হাতই উন্মোচিত হল অপুর কাহিনির পরবর্তী অংশ ।

অপু হিসেবে শেষ দেখা গিয়েছিল সৌমিত্র চ্যাটার্জিকে, সত্যজিৎ রায় পরিচালিত 'অপুর সংসার' ছবিতে । তাই 'অভিযাত্রিক' ছবির অপুকে কেমন দেখতে হবে সেই নিয়ে একটা উত্তেজনা ছিল দর্শকের মধ্যে । তবে এবার অপুর চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী । ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করেন তিনিও ।

সত্যজিৎ রায় 'অপু ট্রিলজি' শেষ করেছিলেন, 1959 সালে 'অপুর সংসার' দিয়ে । ঠিক সেখান থেকেই শুরু হবে 'অভিযাত্রিক'। ছবিটি তৈরি হয়েছে অপু ও তার ছয় বছরের ছেলেকে কেন্দ্র করে । ছবির মুখ্য চরিত্রদের মধ্যে অন্যতম লীলা । এছাড়া থাকছে অপুর এক বন্ধুও । অপু ও কাজলের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সে । আর এই ছবির হাত ধরেই 60 বছর পর বাঙালি দর্শকের সামনে ফের আসছে অপু ।

sdf
.

শুভ্রজিৎ মিত্র পরিচালিত এই ছবিতে অপুর ভূমিকায় অভিনয় করার কথা ছিল বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভর । কিন্তু, ভিসা জনিত সমস্যার কারণে তিনি আসতে পারেননি কলকাতায় । তখন অর্জুনকে অপু হিসেবে বেছে নেন পরিচালক । ছবিটি প্রযোজনা করছেন গৌরাঙ্গ জালান ও মধুর ভান্ডারকর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.