ETV Bharat / sitara

Parambrata-Shuvasree : পরমব্রতর ছবিতে প্রতিষেধকের খোঁজে অঙ্কুশ, সাথী শুভশ্রী - অঙ্কুশ হাজরার খবর

পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) পরিচালিত ছবি 'অ্যান্টিডোট'-এ দেখা যাবে অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly)৷ এক অসহায় বাবা ও তাঁর ছেলেকে নিয়ে এগিয়েছে গল্প ৷

ankush-hazra-and-subhashree-ganguly-to-act-in-parambrata-chatterjees-film
পরমব্রতর ছবিতে প্রতিষেধকের খোঁজে অঙ্কুশ, সাথী শুভশ্রী
author img

By

Published : Oct 6, 2021, 8:50 PM IST

কলকাতা, 6 অক্টোবর: পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) পরিচালিত নতুন ছবি 'অ্যান্টিডোট'। বুধবার পরিচালক ঘোষণা করলেন অভিনেতা-অভিনেত্রীদের নাম । অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly) নিয়ে নতুন ছবির কাজে হাত দিতে চলেছেন পরমব্রত । প্রযোজনায় 'নেক্সজেন ভেঞ্চার' এবং 'রোডশো ফিল্মস'। স্টোরি কনসেপ্ট অরিত্র সেনের । অরিত্র পরমব্রতর দীর্ঘদিনের ক্রিয়েটিভ এবং বিজনেস পার্টনার । অরিত্রর লেখনীতে এর আগে এসেছে 'কালী', 'কালী 2', 'মাফিয়া', 'শরতে আজ', 'নকল হিরে'র মতো সব ওয়েব সিরিজ ।

'অ্যান্টিডোট'-এর বাংলা কী ? উত্তর 'প্রতিষেধক’ । এমনই এক অ্যান্টিডোট-এর খোঁজে এক অসহায় বাবা, মানে গল্পের নায়ক । তাঁর ছেলে করোনা পরবর্তীকালে আক্রান্ত 'লিথাল' ভাইরাসে । তাই ছেলেকে বাঁচাতে সেই প্রতিষেধকের খোঁজে ছুটে চলেছে এক অসহায় বাবা ।

আরও পড়ুন: Satish Maneshinde: সঞ্জয়-সলমন-রিয়ার পর আরিয়ান, আইনি প্যাঁচে সতীশ মানেশিণ্ডেতেই ভরসা বলি সেলেবদের

এর আগে 'সোনার পাহাড়, 'অভিযান', 'বনি'র মতো বেশ কিছু ছবি পরিচালনা করেছেন পরমব্রত । পরিচালনশক্তির মুন্সিয়ানায় খ্যাতিও পেয়েছেন । আগামী ছবিতে তাঁর তুরুপের তাস শুভশ্রী-অঙ্কুশ ।

আরও পড়ুন: Iman Chakraborty: এবার পুজোয় ইচ্ছে ডানায় ভাসবেন ইমন

বিগত বেশ কয়েক বছর ধরেই নিজেদের ভাঙছেন এই দুই তারকা । অঙ্কুশ-শুভশ্রী আগেও জুটি বেঁধেছেন, তবে এমন ধারার ছবিতে নয় । ছবির প্লটলাইন বলছে, এটি আদ্যোপান্ত একটি থ্রিলার । বাড়তি পাওনা বাবার অসহায়তা, ছেলেকে বাঁচানোর তাগিদ ও একইসঙ্গে পুলিশ ও কিছু অসাধু ফার্মাসিউটিক্যাল মাফিয়ার সঙ্গে জীবন বাজি রেখে জেতার লড়াই ।

আরও পড়ুন : SRK Aryan: আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; ছেলে জন্মানোর পর বলেছিলেন শাহরুখ

ছবি নিয়ে আপাতত এ টুকুই তথ্য দিয়েছে প্রযোজনা সংস্থা । বাকি সব ক্রমশ প্রকাশ্য । শিগগিরই এই ছবির শুটিং শুরু হবে ।

আরও পড়ুন: Ghanshyam Nayak : নট্টু কাকা আর নেই, মনখারাপ 'তারক মেহতার কা উল্টা চশমা'-র দর্শকদের

কলকাতা, 6 অক্টোবর: পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) পরিচালিত নতুন ছবি 'অ্যান্টিডোট'। বুধবার পরিচালক ঘোষণা করলেন অভিনেতা-অভিনেত্রীদের নাম । অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly) নিয়ে নতুন ছবির কাজে হাত দিতে চলেছেন পরমব্রত । প্রযোজনায় 'নেক্সজেন ভেঞ্চার' এবং 'রোডশো ফিল্মস'। স্টোরি কনসেপ্ট অরিত্র সেনের । অরিত্র পরমব্রতর দীর্ঘদিনের ক্রিয়েটিভ এবং বিজনেস পার্টনার । অরিত্রর লেখনীতে এর আগে এসেছে 'কালী', 'কালী 2', 'মাফিয়া', 'শরতে আজ', 'নকল হিরে'র মতো সব ওয়েব সিরিজ ।

'অ্যান্টিডোট'-এর বাংলা কী ? উত্তর 'প্রতিষেধক’ । এমনই এক অ্যান্টিডোট-এর খোঁজে এক অসহায় বাবা, মানে গল্পের নায়ক । তাঁর ছেলে করোনা পরবর্তীকালে আক্রান্ত 'লিথাল' ভাইরাসে । তাই ছেলেকে বাঁচাতে সেই প্রতিষেধকের খোঁজে ছুটে চলেছে এক অসহায় বাবা ।

আরও পড়ুন: Satish Maneshinde: সঞ্জয়-সলমন-রিয়ার পর আরিয়ান, আইনি প্যাঁচে সতীশ মানেশিণ্ডেতেই ভরসা বলি সেলেবদের

এর আগে 'সোনার পাহাড়, 'অভিযান', 'বনি'র মতো বেশ কিছু ছবি পরিচালনা করেছেন পরমব্রত । পরিচালনশক্তির মুন্সিয়ানায় খ্যাতিও পেয়েছেন । আগামী ছবিতে তাঁর তুরুপের তাস শুভশ্রী-অঙ্কুশ ।

আরও পড়ুন: Iman Chakraborty: এবার পুজোয় ইচ্ছে ডানায় ভাসবেন ইমন

বিগত বেশ কয়েক বছর ধরেই নিজেদের ভাঙছেন এই দুই তারকা । অঙ্কুশ-শুভশ্রী আগেও জুটি বেঁধেছেন, তবে এমন ধারার ছবিতে নয় । ছবির প্লটলাইন বলছে, এটি আদ্যোপান্ত একটি থ্রিলার । বাড়তি পাওনা বাবার অসহায়তা, ছেলেকে বাঁচানোর তাগিদ ও একইসঙ্গে পুলিশ ও কিছু অসাধু ফার্মাসিউটিক্যাল মাফিয়ার সঙ্গে জীবন বাজি রেখে জেতার লড়াই ।

আরও পড়ুন : SRK Aryan: আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; ছেলে জন্মানোর পর বলেছিলেন শাহরুখ

ছবি নিয়ে আপাতত এ টুকুই তথ্য দিয়েছে প্রযোজনা সংস্থা । বাকি সব ক্রমশ প্রকাশ্য । শিগগিরই এই ছবির শুটিং শুরু হবে ।

আরও পড়ুন: Ghanshyam Nayak : নট্টু কাকা আর নেই, মনখারাপ 'তারক মেহতার কা উল্টা চশমা'-র দর্শকদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.