ETV Bharat / sitara

একসঙ্গে 9 বছর পার অঙ্কুশ-ঐন্দ্রিলার - অঙ্কুশ হাজরা

সম্প্রতি ইনস্টাগ্রামে 9 বছর আগে দু'জনের একসঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন ঐন্দ্রিলা । সেখানে একে অপরকে জরিয়ে ধরে থাকতে দেখা গিয়েছে তাঁদের । আর ছবির ক্যাপশনে লেখেন, "9 বছর একসঙ্গে । অঙ্কুশ আর কতো সহ্য করবি বল ।"

sdf
asdf
author img

By

Published : Oct 23, 2020, 4:17 PM IST

কলকাতা : অনেক দিন ধরেই একে অপরকে ডেট করছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন । এখনও বিয়ে না হলেও একসঙ্গেই পথ চলছেন । দেখতে দেখতে একসঙ্গে 9টা বছর পার করেছেন তাঁরা । আর একথা সম্প্রতি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ঐন্দ্রিলা ।

সম্পর্কটা শুরু হয়েছিল 9 বছর আগে । তবে সম্পর্কের কথা কখনও লুকোননি তাঁরা । খুল্লাম খুল্লাই প্রেম করতে দেখা গিয়েছে তাঁদের । এমনকী, দুই পরিবারের মধ্যে সম্পর্কও খুবই ভালো । সময় পেলে একসঙ্গে ঘুরতেও যান তাঁরা ।

asd
.

সম্প্রতি ইনস্টাগ্রামে 9 বছর আগে দু'জনের একসঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন ঐন্দ্রিলা । সেখানে একে অপরকে জরিয়ে ধরে থাকতে দেখা গিয়েছে তাঁদের । আর ছবির ক্যাপশনে লেখেন, "9 বছর একসঙ্গে । অঙ্কুশ আর কতো সহ্য করবি বল ।"

এই পোস্টের কমেন্ট বক্সে অঙ্কুশ লেখেন, "আরিব্বাস"। এছাড়া কমেন্ট করতে দেখা যান শুভশ্রী গাঙ্গুলিকে । তিনি লেখেন, "ওহ মাই গড"।

শুটিংয়ের বাইরে একে অপরের সঙ্গে সময় কাটান অঙ্কুশ ও ঐন্দ্রিলা । আর সময় পেলেই বেড়িয়ে পড়েন ঘুরতে । একাধিক অ্যাডভেঞ্চারও করতে দেখা যায় তাঁদের । আর সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দী করে রাখেন তাঁরা ।

ad
.

তবে শুধু নিজেরাই নন । পরিবারের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় তাঁদের । আসলে সবার সঙ্গে হই হুল্লোড় করে সময় কাটাতেই বেশি করেন তাঁরা ।

asd
.

চলতি বছরের শুরুতে শোনা গিয়েছিল 2020-তেই নাকি সাত পাকে বাঁধা পড়ছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা । যদিও বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন অঙ্কুশ । তবে শোনা যাচ্ছে, কোরোনার জেরেই নাকি এই মুহূর্তে বিয়ে করার পরিকল্পনা বাতিল করেছেন তাঁরা ।

asd
.

কলকাতা : অনেক দিন ধরেই একে অপরকে ডেট করছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন । এখনও বিয়ে না হলেও একসঙ্গেই পথ চলছেন । দেখতে দেখতে একসঙ্গে 9টা বছর পার করেছেন তাঁরা । আর একথা সম্প্রতি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ঐন্দ্রিলা ।

সম্পর্কটা শুরু হয়েছিল 9 বছর আগে । তবে সম্পর্কের কথা কখনও লুকোননি তাঁরা । খুল্লাম খুল্লাই প্রেম করতে দেখা গিয়েছে তাঁদের । এমনকী, দুই পরিবারের মধ্যে সম্পর্কও খুবই ভালো । সময় পেলে একসঙ্গে ঘুরতেও যান তাঁরা ।

asd
.

সম্প্রতি ইনস্টাগ্রামে 9 বছর আগে দু'জনের একসঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন ঐন্দ্রিলা । সেখানে একে অপরকে জরিয়ে ধরে থাকতে দেখা গিয়েছে তাঁদের । আর ছবির ক্যাপশনে লেখেন, "9 বছর একসঙ্গে । অঙ্কুশ আর কতো সহ্য করবি বল ।"

এই পোস্টের কমেন্ট বক্সে অঙ্কুশ লেখেন, "আরিব্বাস"। এছাড়া কমেন্ট করতে দেখা যান শুভশ্রী গাঙ্গুলিকে । তিনি লেখেন, "ওহ মাই গড"।

শুটিংয়ের বাইরে একে অপরের সঙ্গে সময় কাটান অঙ্কুশ ও ঐন্দ্রিলা । আর সময় পেলেই বেড়িয়ে পড়েন ঘুরতে । একাধিক অ্যাডভেঞ্চারও করতে দেখা যায় তাঁদের । আর সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দী করে রাখেন তাঁরা ।

ad
.

তবে শুধু নিজেরাই নন । পরিবারের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় তাঁদের । আসলে সবার সঙ্গে হই হুল্লোড় করে সময় কাটাতেই বেশি করেন তাঁরা ।

asd
.

চলতি বছরের শুরুতে শোনা গিয়েছিল 2020-তেই নাকি সাত পাকে বাঁধা পড়ছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা । যদিও বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন অঙ্কুশ । তবে শোনা যাচ্ছে, কোরোনার জেরেই নাকি এই মুহূর্তে বিয়ে করার পরিকল্পনা বাতিল করেছেন তাঁরা ।

asd
.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.