কলকাতা : রুদ্রনীল ঘোষের লেখা 'দাদা আমি সাতে পাঁচে থাকি না' কবিতাটি এখন লোকের মুখে মুখে ফেরে । সাধারণ মধ্যবিত্ত মানুষ কীভাবে নিজেদের গা বাঁচিয়ে মধ্যবিত্ত জীবনযাপন করে চলে, সেই নিয়েই এই কবিতা । হাসির ছলে সমাজের একটি শ্রেণীর মুখোশ খুলে দিয়েছিলেন রুদ্রনীল এই কবিতার মাধ্যমে ।
তবে রুদ্রনীল এখন তৃণমূল ছেড়ে বিজেপির দিকে ঝুঁকেছেন । অনেকের মতে, অভিনেতা সুযোগের সন্ধান বেশ ভালোই পান । আর তারপর থেকেই তাঁর এই কবিতাকে তাঁরই বিরুদ্ধে ব্যবহার করছেন নেটিজেনরা । বাদ গেলেন না পরিচালক অনিকেত চট্টোপাধ্য়ায়ও ।
অনিকেতও এই কবিতাকে একটু ভেঙে গড়ে নিলেন রুদ্রনীলের বর্তমান অবস্থানের পরিপ্রেক্ষিতে ।
বললেন, "দাদা আমি সাতে পাঁচে থাকি না / তবে দুধ চাই, মধু চাই, লালবাতি গাড়ি চাই, তিন লাখি পদ চাই/ সেসব তো ছাড়তেই পারি না/ দাদা আমি সাতে পাঁচে থাকি না ।"
অনিকেতের এই মজাদার অথচ জোরালো পোস্ট বেশ মনে ধরেছে নেটিজেনদের । এখন তাঁর ভার্শনটাই সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে । দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">