ETV Bharat / sitara

Shweta and Navya on Amitabh Bachchan KBC : কেবিসি-তে বিশেষ এপিসোডে অমিতাভের পাশে মেয়ে ও নাতনি - কউন বনেগা ক্রোড়পতিতে অমিতাভ শ্বেতা নব্যা

কউন বনেগা ক্রোড়পতির (Kaun Banega Crorepati) 1000তম এপিসোডে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan welcomes daughter granddaughter) স্বাগত জানালেন শ্বেতা বচ্চন (Shweta Navya on Amitabh Bachchan's KBC) ও নব্যা নভেলি নন্দা ৷

Amitabh Bachchan welcomes daughter Shweta, granddaughter Navya on 'KBC's 1000th episode
কেবিসি-তে শ্বেতা-নব্যা, 1000তম এপিসোডে অমিতাভের পাশে মেয়ে-নাতনি
author img

By

Published : Nov 25, 2021, 8:46 PM IST

মুম্বই, 25 নভেম্বর: এত বছর ধরে তিনি কউন বনেগা ক্রোড়পতি (KBCs 1000th Episode) করছেন ৷ এখন এই শো একপ্রকার তাঁর সেকেন্ড হোম ৷ সেই পরিবারে এ বার তাঁর নিজের পরিবারকে স্বাগত জানালেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan welcomes daughter granddaughter)৷ কউন বনেগা ক্রোড়পতির (Kaun Banega Crorepati) মঞ্চ মাতালেন বিগ বির কন্যা ও নাতনি ৷ শোয়ের হাজারতম এপিসোডকে স্মরণীয় করে রাখলেন শ্বেতা বচ্চন (Shweta Navya on Amitabh Bachchan's KBC) ও নব্যা নভেলি নন্দা ৷

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে কউন বনেগা ক্রোড়পতির সেট থেকে মেয়ে ও নাতনির সঙ্গে তাঁর একটি সুন্দর ছবি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন ৷ তার ক্যাপশনে লিখেছেন, "মেয়েরাই সেরা ৷" এই ছবি তাক লাগিয়ে দিয়েছে নেট নাগরিকদের ৷ আম আদমি থেকে সেলিব্রিটি - অনেকেই রিয়্যাক্ট করেছেন ৷ অভিনেতা রণবীর সিং লিখেছেন, "ওহ ওয়াও ৷" মৌনি রয়, অপারশক্তি খুরানা লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন ৷ ভূমি পেদনেকর দিয়েছেন হাততালির ইমোজি ৷

আরও পড়ুন: Kirron Kher Returns to set: ক্যানসারের বিরুদ্ধে লড়াই জারি রেখেই শুটিংয়ে কিরণ খের

নিজের ব্লগেও কুইজ শোয়ের সেট থেকে মেয়ে ও নাতনিকে নিয়ে কিছু ছবি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন ৷ সেই পোস্টে তিনি লিখেছেন, "এক বাবা ও দাদুর জন্য একটা দারুণ গর্বের সন্ধে...কউন বনেগা ক্রোড়পতি প্ল্যাটফর্মে 1000তম এপিসোডের গুরুত্ব বুঝে চ্যানেলের তরফে অনুরোধ করা হয়েছিল পরিবারের কারওকে এনে হটসিটে বসানোর জন্য ৷ তাই এই ছবি...বাবা ও দাদু - পাপা ও নানার জন্য এটা দারুণ গর্বের সন্ধে ৷"

আরও পড়ুন: Katrina Kaif Vicky Kaushal Marriage: আগে কোর্টেই বিয়ে সারবেন ভিকি-ক্যাটরিনা ! তারপর ডেস্টিনেশন জয়পুর

2000 সাল থেকে এই কুইজ শোয়ের সঞ্চালনা করছেন অগ্নিপথ স্টার ৷ শুধু 2006 সালে শোয়ের তৃতীয় সিজনে বিগ বির পরিবর্তে শোয়ের সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান ৷

আরও পড়ুন: Amitabh Bachchan sends legal notice: পানমশলা ব্র্যান্ডকে আইনি নোটিস অমিতাভের, কেন ?

মুম্বই, 25 নভেম্বর: এত বছর ধরে তিনি কউন বনেগা ক্রোড়পতি (KBCs 1000th Episode) করছেন ৷ এখন এই শো একপ্রকার তাঁর সেকেন্ড হোম ৷ সেই পরিবারে এ বার তাঁর নিজের পরিবারকে স্বাগত জানালেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan welcomes daughter granddaughter)৷ কউন বনেগা ক্রোড়পতির (Kaun Banega Crorepati) মঞ্চ মাতালেন বিগ বির কন্যা ও নাতনি ৷ শোয়ের হাজারতম এপিসোডকে স্মরণীয় করে রাখলেন শ্বেতা বচ্চন (Shweta Navya on Amitabh Bachchan's KBC) ও নব্যা নভেলি নন্দা ৷

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে কউন বনেগা ক্রোড়পতির সেট থেকে মেয়ে ও নাতনির সঙ্গে তাঁর একটি সুন্দর ছবি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন ৷ তার ক্যাপশনে লিখেছেন, "মেয়েরাই সেরা ৷" এই ছবি তাক লাগিয়ে দিয়েছে নেট নাগরিকদের ৷ আম আদমি থেকে সেলিব্রিটি - অনেকেই রিয়্যাক্ট করেছেন ৷ অভিনেতা রণবীর সিং লিখেছেন, "ওহ ওয়াও ৷" মৌনি রয়, অপারশক্তি খুরানা লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন ৷ ভূমি পেদনেকর দিয়েছেন হাততালির ইমোজি ৷

আরও পড়ুন: Kirron Kher Returns to set: ক্যানসারের বিরুদ্ধে লড়াই জারি রেখেই শুটিংয়ে কিরণ খের

নিজের ব্লগেও কুইজ শোয়ের সেট থেকে মেয়ে ও নাতনিকে নিয়ে কিছু ছবি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন ৷ সেই পোস্টে তিনি লিখেছেন, "এক বাবা ও দাদুর জন্য একটা দারুণ গর্বের সন্ধে...কউন বনেগা ক্রোড়পতি প্ল্যাটফর্মে 1000তম এপিসোডের গুরুত্ব বুঝে চ্যানেলের তরফে অনুরোধ করা হয়েছিল পরিবারের কারওকে এনে হটসিটে বসানোর জন্য ৷ তাই এই ছবি...বাবা ও দাদু - পাপা ও নানার জন্য এটা দারুণ গর্বের সন্ধে ৷"

আরও পড়ুন: Katrina Kaif Vicky Kaushal Marriage: আগে কোর্টেই বিয়ে সারবেন ভিকি-ক্যাটরিনা ! তারপর ডেস্টিনেশন জয়পুর

2000 সাল থেকে এই কুইজ শোয়ের সঞ্চালনা করছেন অগ্নিপথ স্টার ৷ শুধু 2006 সালে শোয়ের তৃতীয় সিজনে বিগ বির পরিবর্তে শোয়ের সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান ৷

আরও পড়ুন: Amitabh Bachchan sends legal notice: পানমশলা ব্র্যান্ডকে আইনি নোটিস অমিতাভের, কেন ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.