ETV Bharat / sitara

Prithviraj Release Date : জুনেই আসতে চলেছে অক্ষয় মানুষীর নতুন ছবি 'পৃথ্বীরাজ' - জুনেই আসতে চলেছে অক্ষয় মানুষীর নতুন ছবি পৃথ্বীরাজ

10 জুন পর্দায় আসতে চলেছে অক্ষয় কুমারের নতুন ছবি 'পৃথ্বীরাজ' ( Prithviraj to be out on June 10) ৷ ছবিতে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা ৷

Akshay Kumar Prithviraj Movie
জুনেই আসতে চলেছে অক্ষয় মানুষীর নতুন ছবি 'পৃথ্বীরাজ'
author img

By

Published : Feb 11, 2022, 10:36 AM IST

মুম্বই, 11 ফেব্রুয়ারি: নতুন বছরে নতুন করে দর্শকদের সঙ্গে মোলাকাত করতে ফেব্রুয়ারি থেকেই হাজির হচ্ছে একগুচ্ছ হিন্দি ছবি ৷ একদিকে যেমন শুক্রবারই মুক্তি পাচ্ছে দীপিকা পাড়ুকোনের নতুন ছবি 'গেহরাইয়াঁ', তেমনি 25 ফেব্রুয়ারি আসতে চলছে আসতে চলেছে আলিয়া ভাটের 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ৷ আবার মার্চে রূপোলি পর্দায় আসছেন বিগ বি, তাঁর নতুন ছবি 'ঝুন্ড'-এ স্লাম সকারের প্রতিষ্ঠাতা বিজয় বারসের চরিত্রে অভিনয় করতে চলেছেন অমিতাভ বচ্চন ৷ এত সব ছবির মাঝে বলিউডের খিলাড়ি কুমার চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবেন তাও কি হয় ?

এর আগেই নিজের নতুন ছবি 'বচ্চন পাণ্ডে'-র মুক্তির তারিখ ঘোষণা করে দিয়েছেন অক্ষয় ৷ এবার সামনে এল তাঁর বছরের দ্বিতীয় ছবি 'পৃথ্বীরাজ'-এর মুক্তির তারিখ ৷ কয়েকদিন আগে ট্রেলার সামনে আসতেই করনি সেনার বিক্ষোভের মুখে পড়েছিল এই ছবি ৷ এমনকি ছবি ব্য়ান করার জন্য আদালতের দারস্থও হয়েছিলেন তাঁরা ৷ তবে সেই জটিলতা কাটিয়ে 10 জুন মুক্তি পাচ্ছে 'পৃথ্বীরাজ' ( Akshay Manushi New Film Prithviraj Release Date)৷ বৃহস্পতিবার নিজেই টুইট করে একথা জানিয়েছেন অক্ষয় ৷ ছবিতে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই বলি অভিনেতা ৷

  • पराक्रम में अर्जुन, प्रतिज्ञा में भीष्म, ऐसे महान सम्राट पृथ्वीराज चौहान की भूमिका करने का सौभाग्य जीवन मे कभी कभी मिलता है
    A role of a lifetime.Samrat #Prithviraj Chauhan arriving in cinemas on 10th June in Hindi,Tamil & Telugu
    #DrChandraprakashDwivedi @yrf #Prithviraj10thJune pic.twitter.com/D0M2iebCjY

    — Akshay Kumar (@akshaykumar) February 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সামনে এল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র প্রথম গান 'ঢোলিডা'

ছবির বেশ কিছু নতুন পোস্টার শেয়ার করে তিনি লেখেন, "পরাক্রমে অর্জুন, প্রতিজ্ঞায় ভীষ্ম এমন একজন মহান সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করার সৌভাগ্য় জীবনে কখনও কখনওই আসে ৷ সারাজীবনের জন্য এক বড় পাওয়া এই চরিত্র ৷ হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় পৃথ্বীরাজ চৌহান সিনেমা হলে আসছে 10 জুন ৷ " 2017 সালে বিশ্বসুন্দরী মানুষীরও বলিউডে অভিষেক ঘটছে এই ছবির হাত ধরেই ৷ ডঃ চন্দ্রপ্রকাশ ত্রিবেদীর পরিচালনায় এই ছবি তুলে ধরবে সম্রাট পৃথ্বীরাজের জীবন কাহিনি ৷ সঞ্জয় দত্ত এবং সোনু সুদও এই ছবিতে অভিনয় করতে চলেছেন বিশেষ বিশেষ চরিত্রে ৷

মুম্বই, 11 ফেব্রুয়ারি: নতুন বছরে নতুন করে দর্শকদের সঙ্গে মোলাকাত করতে ফেব্রুয়ারি থেকেই হাজির হচ্ছে একগুচ্ছ হিন্দি ছবি ৷ একদিকে যেমন শুক্রবারই মুক্তি পাচ্ছে দীপিকা পাড়ুকোনের নতুন ছবি 'গেহরাইয়াঁ', তেমনি 25 ফেব্রুয়ারি আসতে চলছে আসতে চলেছে আলিয়া ভাটের 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ৷ আবার মার্চে রূপোলি পর্দায় আসছেন বিগ বি, তাঁর নতুন ছবি 'ঝুন্ড'-এ স্লাম সকারের প্রতিষ্ঠাতা বিজয় বারসের চরিত্রে অভিনয় করতে চলেছেন অমিতাভ বচ্চন ৷ এত সব ছবির মাঝে বলিউডের খিলাড়ি কুমার চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবেন তাও কি হয় ?

এর আগেই নিজের নতুন ছবি 'বচ্চন পাণ্ডে'-র মুক্তির তারিখ ঘোষণা করে দিয়েছেন অক্ষয় ৷ এবার সামনে এল তাঁর বছরের দ্বিতীয় ছবি 'পৃথ্বীরাজ'-এর মুক্তির তারিখ ৷ কয়েকদিন আগে ট্রেলার সামনে আসতেই করনি সেনার বিক্ষোভের মুখে পড়েছিল এই ছবি ৷ এমনকি ছবি ব্য়ান করার জন্য আদালতের দারস্থও হয়েছিলেন তাঁরা ৷ তবে সেই জটিলতা কাটিয়ে 10 জুন মুক্তি পাচ্ছে 'পৃথ্বীরাজ' ( Akshay Manushi New Film Prithviraj Release Date)৷ বৃহস্পতিবার নিজেই টুইট করে একথা জানিয়েছেন অক্ষয় ৷ ছবিতে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই বলি অভিনেতা ৷

  • पराक्रम में अर्जुन, प्रतिज्ञा में भीष्म, ऐसे महान सम्राट पृथ्वीराज चौहान की भूमिका करने का सौभाग्य जीवन मे कभी कभी मिलता है
    A role of a lifetime.Samrat #Prithviraj Chauhan arriving in cinemas on 10th June in Hindi,Tamil & Telugu
    #DrChandraprakashDwivedi @yrf #Prithviraj10thJune pic.twitter.com/D0M2iebCjY

    — Akshay Kumar (@akshaykumar) February 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সামনে এল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র প্রথম গান 'ঢোলিডা'

ছবির বেশ কিছু নতুন পোস্টার শেয়ার করে তিনি লেখেন, "পরাক্রমে অর্জুন, প্রতিজ্ঞায় ভীষ্ম এমন একজন মহান সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করার সৌভাগ্য় জীবনে কখনও কখনওই আসে ৷ সারাজীবনের জন্য এক বড় পাওয়া এই চরিত্র ৷ হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় পৃথ্বীরাজ চৌহান সিনেমা হলে আসছে 10 জুন ৷ " 2017 সালে বিশ্বসুন্দরী মানুষীরও বলিউডে অভিষেক ঘটছে এই ছবির হাত ধরেই ৷ ডঃ চন্দ্রপ্রকাশ ত্রিবেদীর পরিচালনায় এই ছবি তুলে ধরবে সম্রাট পৃথ্বীরাজের জীবন কাহিনি ৷ সঞ্জয় দত্ত এবং সোনু সুদও এই ছবিতে অভিনয় করতে চলেছেন বিশেষ বিশেষ চরিত্রে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.