কলকাতা : প্রতিম বললেন, "আমার নতুন ছবি 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য' আসছে অগাস্ট মাসে। এটি একটি গোয়েন্দা থ্রিলার ছবি। ঋত্বিক চক্রবর্তী শান্তিলালের ভূমিকায় অভিনয় করছেন। এবং পাওলি দাম নন্দিতা বলে একজন ফিমেল সুপারস্টারের চরিত্রে অভিনয় করছেন।"
শহরে এক নতুন গোয়েন্দার আবির্ভাব, কী বলছেন প্রতিম? - Shantilal O Prajapati Rahasya
পেশাগতভাবে একজন ইংরেজি দৈনিক সংবাদপত্রের সাংবাদিক। তবে সাংবাদিকতা করতে করতে সেই ব্যক্তি রূপান্তরিত হয়ে যান এক গোয়েন্দায়। কী হল তারপর? সেই গল্পই বলবেন পরিচালক প্রতিম দাশগুপ্ত। ছবির নাম 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য'। মুম্বই থেকে সরাসরি ETV Bharat সিতারার সঙ্গে কথা বললেন প্রতিম দাশগুপ্ত।
প্রতিম দাশগুপ্ত
কলকাতা : প্রতিম বললেন, "আমার নতুন ছবি 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য' আসছে অগাস্ট মাসে। এটি একটি গোয়েন্দা থ্রিলার ছবি। ঋত্বিক চক্রবর্তী শান্তিলালের ভূমিকায় অভিনয় করছেন। এবং পাওলি দাম নন্দিতা বলে একজন ফিমেল সুপারস্টারের চরিত্রে অভিনয় করছেন।"
Intro:এবং পেশাগতভাবে তিনি একজন ইংরেজি দৈনিক সংবাদপত্রের সাংবাদিক। কীভাবে সাংবাদিকতা করতে করতে এই ব্যক্তি রূপান্তরিত হন এক গোয়েন্দায়, সেই গল্পই বলবেন পরিচালক প্রতিম দাশগুপ্ত। ছবির নাম 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য'। মুম্বই থেকে সরাসরি ETV Bharat সিতারাল সঙ্গে কথা বললেন প্রতিম দাশগুপ্ত।
Body:প্রতিম বললেন, "আমার নতুন ছবি শান্তিলাল ও প্রজাপতি রহস্য আসছে অগাস্ট মাসে। এটি একটি গোয়েন্দা থ্রিলার ছবি। ঋত্বিক চক্রবর্তী শান্তিলালের ভূমিকায় অভিনয় করছেন। এবং পাওলি দাম নন্দিতা বলে একজন ফিমেল সুপারস্টারের চরিত্রে অভিনয় করছেন।"
এর আগেও পাওলিও ঋত্বিককে একসঙ্গে মুখোমুখি বড় পর্দায় দাঁড় করিয়েছিলেন প্রতিম। দর্শকের মনে আছে নিশ্চয়ই, প্রতিমের বহুচর্চিত 'মাছের ঝোল' ছবিতে পাওলি ও ঋত্বিককে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছিল। প্রতিমের 'আহারে মন' ছবিতে এক সাহসিনীর চরিত্রে অভিনয় করেছিলেন পাওলি।
২০১৬ সালে প্রতিমের আরেকটি থ্রিলার ছবি 'সাহেব বিবি গোলাম' মুক্তি পাওয়ার পর সিনেমাপ্রেমীরা বলেছিলেন প্রতিমের থ্রিলারে দম আছে। যে কারণে গোয়েন্দা শান্তিলালের চরিত্রায়ণে আশাবাদী দর্শক। প্রতিমের অন্যতম প্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে তিনি যে একজন গোয়েন্দা হিসেবে বড় পর্দায় পরিচিত করতে চলেছেন, সে ব্যাপারে স্বাভাবিকভাবেই তিনি উচ্ছ্বসিত। এখানে পাওলি দাম রয়েছেন একজন সুপারস্টারের চরিত্রে। চরিত্রের নাম নন্দিতা।
ঋত্বিক-পাওলি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পরিচালক শতরূপা সান্যালের জ্যেষ্ঠ কন্যা চিত্রাঙ্গদা চক্রবর্তী। ২০১৮ সালে প্রতিমের মুক্তিপ্রাপ্ত ছবি 'আহারে মন'এ চিত্রাঙ্গদাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্সপেরিমেন্টাল রোলে দেখা গেছে। ছবিতে অভিনয় করছেন পরিচালক গৌতম ঘোষও। রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য। একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও।
ছবিটির যেহেতু একজন সাংবাদিকের গোয়েন্দা হয়ে ওঠার কাহিনি, তাই পোস্টারেও তার ঝকল রয়েছে। আমরা জানি, ফেলুদা থেকে শুরু করে অন্যান্য গোয়েন্দা চরিত্রেরই প্রধান অস্ত্র - মগজাস্ত্র এবং বন্দুক। এখানে অস্ত্র হিসেবে প্রতিম দেখিয়েছেন একটি ফাউন্টেন পেনকে। একটি হাত বন্দুকের মত ধরে রয়েছে সেই পেন। যেহেতু কবি, সাহিত্যিক এবং সাংবাদিকদের অস্ত্র পেন। প্রতিম যে কারণে প্রথমে ঠিক করেছিলেন ছবির নাম রাখবেন 'ইঙ্ক' (Ink)। একদা তিনি নিজেই সাংবাদিক ছিলেন বলে, আশা করা যায় সাংবাদিকতায় তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতাও ফুটে উঠবে এই ছবিতে।
Conclusion:প্রতিম বলেন, "একজন সাংবাদিকের পরিচয় তাঁর কলম। সাংবাদিকদের সেভাবেই চিহ্নিত করা হয়। কীভাবে তা বন্দুকের রূপ নেয়, সেটাই আমার গল্প। চলচ্চিত্র ও সংবাদপত্রের দুনিয়াতে একটি গোয়েন্দা কাহিনি বলতে পারেন।"
Body:প্রতিম বললেন, "আমার নতুন ছবি শান্তিলাল ও প্রজাপতি রহস্য আসছে অগাস্ট মাসে। এটি একটি গোয়েন্দা থ্রিলার ছবি। ঋত্বিক চক্রবর্তী শান্তিলালের ভূমিকায় অভিনয় করছেন। এবং পাওলি দাম নন্দিতা বলে একজন ফিমেল সুপারস্টারের চরিত্রে অভিনয় করছেন।"
এর আগেও পাওলিও ঋত্বিককে একসঙ্গে মুখোমুখি বড় পর্দায় দাঁড় করিয়েছিলেন প্রতিম। দর্শকের মনে আছে নিশ্চয়ই, প্রতিমের বহুচর্চিত 'মাছের ঝোল' ছবিতে পাওলি ও ঋত্বিককে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছিল। প্রতিমের 'আহারে মন' ছবিতে এক সাহসিনীর চরিত্রে অভিনয় করেছিলেন পাওলি।
২০১৬ সালে প্রতিমের আরেকটি থ্রিলার ছবি 'সাহেব বিবি গোলাম' মুক্তি পাওয়ার পর সিনেমাপ্রেমীরা বলেছিলেন প্রতিমের থ্রিলারে দম আছে। যে কারণে গোয়েন্দা শান্তিলালের চরিত্রায়ণে আশাবাদী দর্শক। প্রতিমের অন্যতম প্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে তিনি যে একজন গোয়েন্দা হিসেবে বড় পর্দায় পরিচিত করতে চলেছেন, সে ব্যাপারে স্বাভাবিকভাবেই তিনি উচ্ছ্বসিত। এখানে পাওলি দাম রয়েছেন একজন সুপারস্টারের চরিত্রে। চরিত্রের নাম নন্দিতা।
ঋত্বিক-পাওলি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পরিচালক শতরূপা সান্যালের জ্যেষ্ঠ কন্যা চিত্রাঙ্গদা চক্রবর্তী। ২০১৮ সালে প্রতিমের মুক্তিপ্রাপ্ত ছবি 'আহারে মন'এ চিত্রাঙ্গদাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্সপেরিমেন্টাল রোলে দেখা গেছে। ছবিতে অভিনয় করছেন পরিচালক গৌতম ঘোষও। রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য। একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও।
ছবিটির যেহেতু একজন সাংবাদিকের গোয়েন্দা হয়ে ওঠার কাহিনি, তাই পোস্টারেও তার ঝকল রয়েছে। আমরা জানি, ফেলুদা থেকে শুরু করে অন্যান্য গোয়েন্দা চরিত্রেরই প্রধান অস্ত্র - মগজাস্ত্র এবং বন্দুক। এখানে অস্ত্র হিসেবে প্রতিম দেখিয়েছেন একটি ফাউন্টেন পেনকে। একটি হাত বন্দুকের মত ধরে রয়েছে সেই পেন। যেহেতু কবি, সাহিত্যিক এবং সাংবাদিকদের অস্ত্র পেন। প্রতিম যে কারণে প্রথমে ঠিক করেছিলেন ছবির নাম রাখবেন 'ইঙ্ক' (Ink)। একদা তিনি নিজেই সাংবাদিক ছিলেন বলে, আশা করা যায় সাংবাদিকতায় তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতাও ফুটে উঠবে এই ছবিতে।
Conclusion:প্রতিম বলেন, "একজন সাংবাদিকের পরিচয় তাঁর কলম। সাংবাদিকদের সেভাবেই চিহ্নিত করা হয়। কীভাবে তা বন্দুকের রূপ নেয়, সেটাই আমার গল্প। চলচ্চিত্র ও সংবাদপত্রের দুনিয়াতে একটি গোয়েন্দা কাহিনি বলতে পারেন।"