ETV Bharat / sitara

মা হলেন অঙ্কিতা - baby girl

আজ গুয়াহাটির একটি হাসপাতালে সকাল সাড়ে 10টা নাগাদ সন্তানের জন্ম দেন অঙ্কিতা । মা এবং সন্তান দু'জনেই ভালো আছে বলে জানা গিয়েছে ।

asd
asd
author img

By

Published : Sep 7, 2020, 11:11 PM IST

কলকাতা : মা হলেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল । গুয়াহাটির একটি হাসপাতালে আজ কন্যা সন্তানের জন্ম দেন তিনি ।

আজ গুয়াহাটির একটি হাসপাতালে সকাল সাড়ে 10টা নাগাদ সন্তানের জন্ম দেন অঙ্কিতা । মা এবং সন্তান দু'জনেই ভালো আছে বলে জানা গিয়েছে । এখন রীতিমতো খুশির হাওয়া বইছে অঙ্কিতা ও সৌমিত্র পালের সংসারে ।

df
স্বামী সৌমিত্র পালের সঙ্গে অঙ্কিতা

বাংলা টেলিভিশন ও সিনেমা, দুটি মাধ্যমেই কাজ করেছেন অঙ্কিতা । তাঁকে দর্শক দেখেছে 'কলকাতায় কোহিনুর', 'বাপি বাড়ি যা'-র মতো ছবিতে । ধারাবাহিক 'জারোয়ার ঝুমকো'-তে জারোয়ার চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন অঙ্কিতা ।

df
স্বামী সৌমিত্র পালের সঙ্গে অঙ্কিতা

আর আজ থেকে শুরু হল অঙ্কিতার নতুন জীবন । আগামীর জন্য তাঁকে ETV ভারতের তরফে অনেক শুভেচ্ছা ।

কলকাতা : মা হলেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল । গুয়াহাটির একটি হাসপাতালে আজ কন্যা সন্তানের জন্ম দেন তিনি ।

আজ গুয়াহাটির একটি হাসপাতালে সকাল সাড়ে 10টা নাগাদ সন্তানের জন্ম দেন অঙ্কিতা । মা এবং সন্তান দু'জনেই ভালো আছে বলে জানা গিয়েছে । এখন রীতিমতো খুশির হাওয়া বইছে অঙ্কিতা ও সৌমিত্র পালের সংসারে ।

df
স্বামী সৌমিত্র পালের সঙ্গে অঙ্কিতা

বাংলা টেলিভিশন ও সিনেমা, দুটি মাধ্যমেই কাজ করেছেন অঙ্কিতা । তাঁকে দর্শক দেখেছে 'কলকাতায় কোহিনুর', 'বাপি বাড়ি যা'-র মতো ছবিতে । ধারাবাহিক 'জারোয়ার ঝুমকো'-তে জারোয়ার চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন অঙ্কিতা ।

df
স্বামী সৌমিত্র পালের সঙ্গে অঙ্কিতা

আর আজ থেকে শুরু হল অঙ্কিতার নতুন জীবন । আগামীর জন্য তাঁকে ETV ভারতের তরফে অনেক শুভেচ্ছা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.