কলকাতা : অসুস্থ অভিনেতা দীপঙ্কর দে । শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি । ICCU-তে ভরতি রয়েছেন বলে জানা গেছে ।
অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক ছিল দীপঙ্কর দের । লিভ-ইন করতেন তাঁরা । গতকাল সেই সম্পর্ককে আইনি স্বীকৃতি দেন দু'জনে । কলকাতার একটি হোটেলে রেজিস্ট্রি ম্যারেজ করেন তাঁরা । বিয়েতে সাদা পাঞ্জাবি ও ধুতি পরেছিলেন দীপঙ্কর । অন্যদিকে লাল বেনারসি পরেন দোলন । বিয়েতে ছিলেন মন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, লেখক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব সৌমিত্র মিত্র এবং দু'জনের পরিবারের কয়েকজন ।
বিয়ের পর দিনই অসুস্থ হয়ে পড়েন দীপঙ্কর । সকাল থেকেই শুরু হয় শ্বাসকষ্ট । এ প্রসঙ্গে দোলন বলেন, "ওর শ্বাসকষ্ট আগে থেকেই ছিল । গত মাসে এর জন্য হাসপাতালে ভরতিও হয় । তারপর ভালোই ছিল । কিন্তু, আজ সকাল থেকেই আবার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ।" সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালে । সেখানেই চিকিৎসাধীন তিনি ।
হাসপাতালের তরফের জানানো হয়েছে, হাসপাতালে ভরতির পরই অভিনেতার একাধিক পরীক্ষা করা হয়েছে । কী কারণে তিনি অসুস্থ হন সেই কারণ খোঁজার চেষ্টা করছেন চিকিৎসকরা । তা জানার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন ।