ETV Bharat / sitara

বিয়ের পরদিনই হাসপাতালে ভরতি দীপঙ্কর দে - undefined

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দীপঙ্কর দে ।

ু্
্ি
author img

By

Published : Jan 17, 2020, 6:57 PM IST

Updated : Jan 17, 2020, 10:10 PM IST

কলকাতা : অসুস্থ অভিনেতা দীপঙ্কর দে । শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি । ICCU-তে ভরতি রয়েছেন বলে জানা গেছে ।

অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক ছিল দীপঙ্কর দের । লিভ-ইন করতেন তাঁরা । গতকাল সেই সম্পর্ককে আইনি স্বীকৃতি দেন দু'জনে । কলকাতার একটি হোটেলে রেজিস্ট্রি ম্যারেজ করেন তাঁরা । বিয়েতে সাদা পাঞ্জাবি ও ধুতি পরেছিলেন দীপঙ্কর । অন্যদিকে লাল বেনারসি পরেন দোলন । বিয়েতে ছিলেন মন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, লেখক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব সৌমিত্র মিত্র এবং দু'জনের পরিবারের কয়েকজন ।

পকতপক
দোলন ও দীপঙ্করের বিয়ের মুহূর্ত

বিয়ের পর দিনই অসুস্থ হয়ে পড়েন দীপঙ্কর । সকাল থেকেই শুরু হয় শ্বাসকষ্ট । এ প্রসঙ্গে দোলন বলেন, "ওর শ্বাসকষ্ট আগে থেকেই ছিল । গত মাসে এর জন্য হাসপাতালে ভরতিও হয় । তারপর ভালোই ছিল । কিন্তু, আজ সকাল থেকেই আবার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ।" সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালে । সেখানেই চিকিৎসাধীন তিনি ।

হাসপাতালের তরফের জানানো হয়েছে, হাসপাতালে ভরতির পরই অভিনেতার একাধিক পরীক্ষা করা হয়েছে । কী কারণে তিনি অসুস্থ হন সেই কারণ খোঁজার চেষ্টা করছেন চিকিৎসকরা । তা জানার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন ।

কলকাতা : অসুস্থ অভিনেতা দীপঙ্কর দে । শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি । ICCU-তে ভরতি রয়েছেন বলে জানা গেছে ।

অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক ছিল দীপঙ্কর দের । লিভ-ইন করতেন তাঁরা । গতকাল সেই সম্পর্ককে আইনি স্বীকৃতি দেন দু'জনে । কলকাতার একটি হোটেলে রেজিস্ট্রি ম্যারেজ করেন তাঁরা । বিয়েতে সাদা পাঞ্জাবি ও ধুতি পরেছিলেন দীপঙ্কর । অন্যদিকে লাল বেনারসি পরেন দোলন । বিয়েতে ছিলেন মন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, লেখক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব সৌমিত্র মিত্র এবং দু'জনের পরিবারের কয়েকজন ।

পকতপক
দোলন ও দীপঙ্করের বিয়ের মুহূর্ত

বিয়ের পর দিনই অসুস্থ হয়ে পড়েন দীপঙ্কর । সকাল থেকেই শুরু হয় শ্বাসকষ্ট । এ প্রসঙ্গে দোলন বলেন, "ওর শ্বাসকষ্ট আগে থেকেই ছিল । গত মাসে এর জন্য হাসপাতালে ভরতিও হয় । তারপর ভালোই ছিল । কিন্তু, আজ সকাল থেকেই আবার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ।" সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালে । সেখানেই চিকিৎসাধীন তিনি ।

হাসপাতালের তরফের জানানো হয়েছে, হাসপাতালে ভরতির পরই অভিনেতার একাধিক পরীক্ষা করা হয়েছে । কী কারণে তিনি অসুস্থ হন সেই কারণ খোঁজার চেষ্টা করছেন চিকিৎসকরা । তা জানার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন ।

Intro:কলকাতা, ১৭ জানুয়ারি: অভিনেতা দীপঙ্কর দে অসুস্থ। হৃদরোগ সংক্রান্ত সমস্যায় তিনি আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের ICCU-তে এই অভিনেতাকে ভর্তি করানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।Body:অভিনেতা দীপঙ্কর দে এবং দোলন রায় দীর্ঘদিন লিভ ইন রিলেশনশিপে ছিলেন। গতকাল বৃহস্পতিবার আইনিভাবে ৭৫ বছর বয়সি এই অভিনেতা ৪৯ বছর বয়সি দোলন রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আর, আজ শুক্রবার অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা দীপঙ্কর দে।Conclusion:প্রাথমিক কপি।
Last Updated : Jan 17, 2020, 10:10 PM IST

For All Latest Updates

TAGGED:

Dipankar Dey
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.