ETV Bharat / sitara

Dasvi Release Date : সামনে এল জুনিয়র বচ্চনের নতুন ছবির মুক্তির তারিখ - abhishek bachchans dasvi gets release date watch announcement video

সামনে এল বলি তারকা নতুন ছবির মুক্তির তারিখ ৷ এপ্রিলের 7 তারিখে নেটফ্লিক্স এবং জিও সিনেমায় মুক্তি পেতে চলেছে 'দাসভি'(Abhishek Bachchan Dasvi Release Date) ৷

Dasvi Release Date
সামনে এল জুনিয়র বচ্চনের নতুন ছবির মুক্তির তারিখ
author img

By

Published : Mar 14, 2022, 2:42 PM IST

মুম্বই, 14 মার্চ : বব বিশ্বাসের চরিত্রে দর্শকদের মন জয় করার ফের ওটিটি মঞ্চে আসতে চলেছে জুনিয়র বচ্চনের নতুন ছবি 'দাসভি' ৷ এপ্রিলের 7 তারিখে নেটফ্লিক্স এবং জিও সিনেমায় মুক্তি পেতে চলেছে এই ছবি (Abhishek Bachchan Dasvi Release Date) ৷ সোমবার এমনটাই ঘোষণা করেছেন ছবির নির্মাতারা ৷ অনুরাগীদের উদ্দেশ্যে ছবির পোস্টার শেয়ার করেছেন অভিষেকও ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন নবাগত পরিচালক তুষার জালোটা ৷

এই ছবিতে অভিষেক ছাড়াও দেখা যাবে নিমারাত কৌর এবং ইয়ামি গৌতমকে ৷ 'দাসভি'-র কাহিনি রচনা করেছেন রীতেশ শাহ, সুরেশ নায়ার এবং সন্দীপ লেজেল ৷ গল্পের জন্য় নাম নিতে হবে রাম বাজপেয়ীরও ৷ এছাড়া আম আদমি পার্টির প্রাক্তন নেতা তথা কবিকুমার বিশ্বাসও এই ছবিতে কাজ করেছেন চিত্রনাট্য এবং সংলাপের পরামর্শদাতা হিসাবে ৷

আরও পড়ুন : মিস্টার পারফেকশনিস্ট উপাধি পছন্দ নয়, বলেছিলেন আমির নিজেই

ছবিটির প্রযোজনার দায়িত্ব রয়েছে দীনেশ বিজয়ন এবং ম্যাডক ফিল্মসের ওপর ৷ এছাড়া তাঁদের সঙ্গে যৌথভাবে এই দায়িত্ব পালন করছেন লেজেল এবং শোভনা যাদবের মাই কেক ফ্লিমস ৷ মূলত ছবির গল্পের ধরণ হতে চলেছে একটি সোশ্য়াল কমিডির ৷ ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলা এই ছবিটি প্রেজেন্ট করছে জিও স্টুডিয়ো এবং ম্যাডক ফ্লিমস ৷

মুম্বই, 14 মার্চ : বব বিশ্বাসের চরিত্রে দর্শকদের মন জয় করার ফের ওটিটি মঞ্চে আসতে চলেছে জুনিয়র বচ্চনের নতুন ছবি 'দাসভি' ৷ এপ্রিলের 7 তারিখে নেটফ্লিক্স এবং জিও সিনেমায় মুক্তি পেতে চলেছে এই ছবি (Abhishek Bachchan Dasvi Release Date) ৷ সোমবার এমনটাই ঘোষণা করেছেন ছবির নির্মাতারা ৷ অনুরাগীদের উদ্দেশ্যে ছবির পোস্টার শেয়ার করেছেন অভিষেকও ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন নবাগত পরিচালক তুষার জালোটা ৷

এই ছবিতে অভিষেক ছাড়াও দেখা যাবে নিমারাত কৌর এবং ইয়ামি গৌতমকে ৷ 'দাসভি'-র কাহিনি রচনা করেছেন রীতেশ শাহ, সুরেশ নায়ার এবং সন্দীপ লেজেল ৷ গল্পের জন্য় নাম নিতে হবে রাম বাজপেয়ীরও ৷ এছাড়া আম আদমি পার্টির প্রাক্তন নেতা তথা কবিকুমার বিশ্বাসও এই ছবিতে কাজ করেছেন চিত্রনাট্য এবং সংলাপের পরামর্শদাতা হিসাবে ৷

আরও পড়ুন : মিস্টার পারফেকশনিস্ট উপাধি পছন্দ নয়, বলেছিলেন আমির নিজেই

ছবিটির প্রযোজনার দায়িত্ব রয়েছে দীনেশ বিজয়ন এবং ম্যাডক ফিল্মসের ওপর ৷ এছাড়া তাঁদের সঙ্গে যৌথভাবে এই দায়িত্ব পালন করছেন লেজেল এবং শোভনা যাদবের মাই কেক ফ্লিমস ৷ মূলত ছবির গল্পের ধরণ হতে চলেছে একটি সোশ্য়াল কমিডির ৷ ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলা এই ছবিটি প্রেজেন্ট করছে জিও স্টুডিয়ো এবং ম্যাডক ফ্লিমস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.