ETV Bharat / sitara

National Film Awards : ছিছোরের জাতীয় পুরস্কার সুশান্তকেই উৎসর্গ করলেন পরিচালক - সেরা হিন্দি ফিল্ম

সেরা হিন্দি ফিল্মের জাতীয় পুরস্কার সুশান্ত সিং রাজপুতকেই (Sushant Singh Rajput) উৎসর্গ করলেন ছিছোরের (Chhichhore) পরিচালক নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari) ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala)৷

67th-national-film-awards-chhichhore-director-nitesh-tiwari-dedicates-win-to-Sushant Singh Rajput
ছিছোড়ের জাতীয় পুরস্কার সুশান্তকেই উৎসর্গ করলেন পরিচালক
author img

By

Published : Oct 25, 2021, 12:40 PM IST

Updated : Oct 25, 2021, 2:40 PM IST

নয়াদিল্লি, 25 অক্টোবর : জাতীয় পুরস্কার গ্রহণের মঞ্চে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অনুপস্থিতিতে মনমরা ছিছোরের (Chhichhore) পরিচালক নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari) ৷ প্রয়াত অভিনেতার এই ছবিই পূর্ব ঘোষণা মতো সেরা হিন্দি ফিল্ম হিসেবে পেল 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (67th National Film Awards)৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিওয়ারি ছাড়াও উপস্থিত ছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala)৷

রেড কার্পেটে তাঁদের দু'জনেরই মুখে এল সুশান্তের কথা ৷ তাঁকে এই পুরস্কার উৎসর্গ করেছেন পরিচালক ও প্রযোজক ৷ তাঁরা বলেছেন, "আমাদের ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন সুশান্ত ৷ তিনি আমাদের গর্বিত করেছেন ৷ আমরা তাঁকেই এই পুরস্কার উৎসর্গ করছি ৷"

কলেজ ছাত্রদের নিয়ে তৈরি ছিছোড়েতে ছিল এক সামাজিক বার্তা ৷ সুশান্ত ছাড়াও এই ছবিতে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা, তাহির রাজ ভাসিন ও আরও অনেকে ৷ সুশান্তের জীবনের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শেষ ছবি ছিল এটাই ৷ 2020 সালের 14 জুন মুম্বইয়ে তাঁর বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ ৷ তাঁর মৃত্যুর তদন্ত এখনও চলছে ৷

আরও পড়ুন: 67th National Film Awards : দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রজনী, জাতীয় পুরস্কার গ্রহণ কঙ্গনা-মনোজ-ধনুশদের

করোনাভাইরাসের কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা প্রায় এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল ৷ গত মার্চ মাসে মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন করে ঘোষিত হয় 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতাদের নাম ৷ এ বার ফিল্ম বিভাগে ছিল 461টি মুভি এবং নন-ফিচার ফিল্ম বিভাগে ছিল 220টি ফিল্ম ৷ সেই ঘোষণা মতোই আজ দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন দক্ষিণি মেগাস্টার রজনীকান্ত ৷

রজনীর জামাই ধনুশও এ দিন জাতীয় পুরস্কার গ্রহণ করেন ৷ অসুরনের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতেছেন তিনি ৷ এই বিভাগে সেরা অভিনেতা হিসেবে ভোঁসলে ফিল্মের জন্য পুরস্কার গ্রহণ করেন মনোজ বাজপেয়িও ৷ এ বারের সেরা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের হাতে পুরস্কার তুলে দেন উপরাষ্ট্রপতি ৷ পাঙ্গা ও মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসিতে দুরন্ত অভিনয়ের জন্য আরও একটা জাতীয় পুরস্কারের পালক জুড়ল কঙ্গনার মুকুটে ৷ দ্য তাশকেন্ট ফাইলসের জন্য পল্লবী জোশি সেরা সহ-অভিনেত্রী ও সুপার ডিলাক্সের জন্য সেরা সহ-অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন বিজয় সেথুপথি ৷ সেরা চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছে মারাক্কার: লায়ন অফ দ্য আরাবিয়ান সি ৷

আরও পড়ুন: 67th National Film Awards: জাতীয় পুরস্কার নিয়ে গুমনামী টিমকে কুর্নিশ সৃজিতের

সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) গুমনামী (Gumnaami) সেরা বাংলা ছবি ও সেরা চিত্রনাট্য দুটি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে ৷ কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত জ্যেষ্ঠপুত্রও দুটি বিভাগে জাতীয় পুরস্কার পায় ৷ সেরা স্ক্রিনপ্লে বিভাগে পুরস্কার গিয়েছে পরিচালকের ঝুলিতে ৷ আবার এই ছবির জন্যই সেরা সঙ্গীত পরিচালনায় পুরস্কার পেয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: জাতীয় পুরস্কার জয়: সেরা হিন্দি ফিল্ম সুশান্তের ছিছোড়ে, সেরা অভিনেত্রী কঙ্গনা

নয়াদিল্লি, 25 অক্টোবর : জাতীয় পুরস্কার গ্রহণের মঞ্চে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অনুপস্থিতিতে মনমরা ছিছোরের (Chhichhore) পরিচালক নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari) ৷ প্রয়াত অভিনেতার এই ছবিই পূর্ব ঘোষণা মতো সেরা হিন্দি ফিল্ম হিসেবে পেল 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (67th National Film Awards)৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিওয়ারি ছাড়াও উপস্থিত ছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala)৷

রেড কার্পেটে তাঁদের দু'জনেরই মুখে এল সুশান্তের কথা ৷ তাঁকে এই পুরস্কার উৎসর্গ করেছেন পরিচালক ও প্রযোজক ৷ তাঁরা বলেছেন, "আমাদের ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন সুশান্ত ৷ তিনি আমাদের গর্বিত করেছেন ৷ আমরা তাঁকেই এই পুরস্কার উৎসর্গ করছি ৷"

কলেজ ছাত্রদের নিয়ে তৈরি ছিছোড়েতে ছিল এক সামাজিক বার্তা ৷ সুশান্ত ছাড়াও এই ছবিতে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা, তাহির রাজ ভাসিন ও আরও অনেকে ৷ সুশান্তের জীবনের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শেষ ছবি ছিল এটাই ৷ 2020 সালের 14 জুন মুম্বইয়ে তাঁর বান্দ্রার বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ ৷ তাঁর মৃত্যুর তদন্ত এখনও চলছে ৷

আরও পড়ুন: 67th National Film Awards : দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রজনী, জাতীয় পুরস্কার গ্রহণ কঙ্গনা-মনোজ-ধনুশদের

করোনাভাইরাসের কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা প্রায় এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল ৷ গত মার্চ মাসে মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন করে ঘোষিত হয় 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতাদের নাম ৷ এ বার ফিল্ম বিভাগে ছিল 461টি মুভি এবং নন-ফিচার ফিল্ম বিভাগে ছিল 220টি ফিল্ম ৷ সেই ঘোষণা মতোই আজ দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন দক্ষিণি মেগাস্টার রজনীকান্ত ৷

রজনীর জামাই ধনুশও এ দিন জাতীয় পুরস্কার গ্রহণ করেন ৷ অসুরনের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতেছেন তিনি ৷ এই বিভাগে সেরা অভিনেতা হিসেবে ভোঁসলে ফিল্মের জন্য পুরস্কার গ্রহণ করেন মনোজ বাজপেয়িও ৷ এ বারের সেরা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের হাতে পুরস্কার তুলে দেন উপরাষ্ট্রপতি ৷ পাঙ্গা ও মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসিতে দুরন্ত অভিনয়ের জন্য আরও একটা জাতীয় পুরস্কারের পালক জুড়ল কঙ্গনার মুকুটে ৷ দ্য তাশকেন্ট ফাইলসের জন্য পল্লবী জোশি সেরা সহ-অভিনেত্রী ও সুপার ডিলাক্সের জন্য সেরা সহ-অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করেছেন বিজয় সেথুপথি ৷ সেরা চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছে মারাক্কার: লায়ন অফ দ্য আরাবিয়ান সি ৷

আরও পড়ুন: 67th National Film Awards: জাতীয় পুরস্কার নিয়ে গুমনামী টিমকে কুর্নিশ সৃজিতের

সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) গুমনামী (Gumnaami) সেরা বাংলা ছবি ও সেরা চিত্রনাট্য দুটি বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছে ৷ কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত জ্যেষ্ঠপুত্রও দুটি বিভাগে জাতীয় পুরস্কার পায় ৷ সেরা স্ক্রিনপ্লে বিভাগে পুরস্কার গিয়েছে পরিচালকের ঝুলিতে ৷ আবার এই ছবির জন্যই সেরা সঙ্গীত পরিচালনায় পুরস্কার পেয়েছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: জাতীয় পুরস্কার জয়: সেরা হিন্দি ফিল্ম সুশান্তের ছিছোড়ে, সেরা অভিনেত্রী কঙ্গনা

Last Updated : Oct 25, 2021, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.