মুম্বই : ছবি জুড়ে শুধুমাত্র জ়োয়া অর্থাৎ সোনম কাপুর। তবে অল্প স্ক্রিন স্পেসে নজর কাড়তে সক্ষম দুলকর সলমন।
নিজেকে যে জ়োয়া আনলাকি মনে করেন, তিনি যদি হঠাৎ সবার জন্য সৌভাগ্যের দিশা হয়ে ওঠেন? কীরকম কনফিউজ়িং অবস্থা বলুন তো...সেটাই হল জ়োয়ার ক্ষেত্রে। তিনি হয়ে উঠলেন ভারতীয় ক্রিকেট টিমের লাকি চ্যাম্প। বেশ অভিনব ভাবনা এই ছবির। সেটা কতটা এক্জ়িকিউট করতে পারলেন ছবির কলাকুশলীরা, সেটা জানা যাবে ছবি মুক্তির পর।
অভিষেক শর্মা পরিচালিত 'জ়োয়া ফ্যাক্টর' মুক্তি পাবে 20 সেপ্টেম্বর। তার আগে দেখে নিন ট্রেলার।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">