ETV Bharat / sitara

মুক্তি পেল 'জ়োয়া ফ্যাক্টর'-এর ট্রেলার - দুলকর সলমন

অবশেষে মুক্তি পেল 'জ়োয়া ফ্যাক্টর'-এর ট্রেলার। অভিনব ভাবনার এই ছবি প্রথম দর্শনেই মন কাড়ল দর্শকের।

জ়োয়া ফ্যাক্টর ট্রেলার
author img

By

Published : Aug 29, 2019, 3:21 PM IST

মুম্বই : ছবি জুড়ে শুধুমাত্র জ়োয়া অর্থাৎ সোনম কাপুর। তবে অল্প স্ক্রিন স্পেসে নজর কাড়তে সক্ষম দুলকর সলমন।

নিজেকে যে জ়োয়া আনলাকি মনে করেন, তিনি যদি হঠাৎ সবার জন্য সৌভাগ্যের দিশা হয়ে ওঠেন? কীরকম কনফিউজ়িং অবস্থা বলুন তো...সেটাই হল জ়োয়ার ক্ষেত্রে। তিনি হয়ে উঠলেন ভারতীয় ক্রিকেট টিমের লাকি চ্যাম্প। বেশ অভিনব ভাবনা এই ছবির। সেটা কতটা এক্জ়িকিউট করতে পারলেন ছবির কলাকুশলীরা, সেটা জানা যাবে ছবি মুক্তির পর।

অভিষেক শর্মা পরিচালিত 'জ়োয়া ফ্যাক্টর' মুক্তি পাবে 20 সেপ্টেম্বর। তার আগে দেখে নিন ট্রেলার।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : ছবি জুড়ে শুধুমাত্র জ়োয়া অর্থাৎ সোনম কাপুর। তবে অল্প স্ক্রিন স্পেসে নজর কাড়তে সক্ষম দুলকর সলমন।

নিজেকে যে জ়োয়া আনলাকি মনে করেন, তিনি যদি হঠাৎ সবার জন্য সৌভাগ্যের দিশা হয়ে ওঠেন? কীরকম কনফিউজ়িং অবস্থা বলুন তো...সেটাই হল জ়োয়ার ক্ষেত্রে। তিনি হয়ে উঠলেন ভারতীয় ক্রিকেট টিমের লাকি চ্যাম্প। বেশ অভিনব ভাবনা এই ছবির। সেটা কতটা এক্জ়িকিউট করতে পারলেন ছবির কলাকুশলীরা, সেটা জানা যাবে ছবি মুক্তির পর।

অভিষেক শর্মা পরিচালিত 'জ়োয়া ফ্যাক্টর' মুক্তি পাবে 20 সেপ্টেম্বর। তার আগে দেখে নিন ট্রেলার।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

মুক্তি পেল 'জ়োয়া ফ্যাক্টর'-এর ট্রেলার



অবশেষে মুক্তি পেল 'জ়োয়া ফ্যাক্টর'-এর ট্রেলার। অভিনব ভাবনার এই ছবি প্রথম দর্শনেই মন কাড়ল দর্শকের।



মুম্বই : ছবি জুড়ে শুধুমাত্র জ়োয়া অর্থাৎ সোনম কাপুর। তবে অল্প স্ক্রিন স্পেসে নজর কাড়তে সক্ষম দুলকর সলমন।



নিজেকে যে জ়োয়া আনলাকি মনে করেন, তিনি যদি হঠাৎ সবার জন্য সৌভাগ্যের দিশা হয়ে ওঠেন? কীরকম কনফিউজ়িং অবস্থা বলুন তো...সেটাই হল জ়োয়ার ক্ষেত্রে। তিনি হয়ে উঠলেন ভারতীয় ক্রিকেট টিমের লাকি চ্যাম্প। বেশ অভিনব ভাবনা এই ছবির।



অভিষেক শর্মা পরিচালিত 'জ়োয়া ফ্যাক্টর' মুক্তি পাবে 20 সেপ্টেম্বর। তার আগে দেখে নিন ট্রেলার।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.