ETV Bharat / sitara

"কেন বেঁচে থাকতে কেউ স্বীকৃতি পান না ?", প্রশ্ন জ়ারিনের - Sushant Singh Rajput suicide

কোনও মানুষ যখন বেঁচে থাকেন তখন তিনি কেন কোনও স্বীকৃতি পান না, এটা কিছুতেই ভেবে উঠতে পারছেন না জ়ারিন । যা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী । এই ধরনের একাধিক 'কেন'-র উত্তর খুঁজে বেড়াচ্ছেন তিনি ।

ে্ি
ংিন
author img

By

Published : Jun 25, 2020, 7:04 AM IST

মুম্বই : অনেক দিন ধরেই কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল জ়ারিন খানের মাথায় । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আরও বেশি করে এই বিষয়গুলি নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি । এবার সেই ভাবনাগুলোই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি ।

কোনও মানুষ যখন বেঁচে থাকেন তখন তিনি কেন কোনও স্বীকৃতি পান না, এটা কিছুতেই ভেবে উঠতে পারছেন না জ়ারিন । যা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী । এই ধরনের একাধিক 'কেন'-র উত্তর খুঁজে বেড়াচ্ছেন তিনি ।

টুইট করে তিলি লেখেন, "এই মুহূর্তে আমার মাথার মধ্যে অনেকগুলি কেন ঘুরপাক খাচ্ছে...নিজের মূল্য বোঝার জন্য কেন একটা মানুষকে মরতে হবে ? বেঁচে থাকাকালীন কেন কোনও মানুষ স্বীকৃতি পান না ? কেন কোনও ব্যক্তির জীবন সম্পর্কে কারও কোনও ধারণা থাকবে না ? তাঁর মৃত্যুর পরই কেন একাধিক মতামত ও ওই ব্যক্তি সম্পর্কে বিভিন্ন বিষয় সামনে আসে ? কেন একজন মেধাবী মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন ?

তিনি আরও বলেন, "বিশ্ব কেন এতটা নিষ্ঠুর হয়ে উঠেছে যে একজন ব্যক্তির মৃত্যু অর্থ উপার্জন ও TRP অর্জনের ব্যবসায় পরিণত হয়েছে ? কেন ? কেন ? কেন ?"

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । এই ঘটনা মেনে নিতে পারেননি অনেকেই । ঘনিষ্ঠদের দাবি, ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে পড়ার কারণেই আত্মহননের পথ বেছে নেন অভিনেতা । আর সেই বিষয়কে কেন্দ্র করে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন । প্রশ্ন তুলেছেন অভিনেতার ভক্ত, নেটিজ়েন সহ বিভিন্ন তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্ব । আর এবার প্রশ্ন তুললেন জ়ারিনও ।

মুম্বই : অনেক দিন ধরেই কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল জ়ারিন খানের মাথায় । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আরও বেশি করে এই বিষয়গুলি নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি । এবার সেই ভাবনাগুলোই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি ।

কোনও মানুষ যখন বেঁচে থাকেন তখন তিনি কেন কোনও স্বীকৃতি পান না, এটা কিছুতেই ভেবে উঠতে পারছেন না জ়ারিন । যা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী । এই ধরনের একাধিক 'কেন'-র উত্তর খুঁজে বেড়াচ্ছেন তিনি ।

টুইট করে তিলি লেখেন, "এই মুহূর্তে আমার মাথার মধ্যে অনেকগুলি কেন ঘুরপাক খাচ্ছে...নিজের মূল্য বোঝার জন্য কেন একটা মানুষকে মরতে হবে ? বেঁচে থাকাকালীন কেন কোনও মানুষ স্বীকৃতি পান না ? কেন কোনও ব্যক্তির জীবন সম্পর্কে কারও কোনও ধারণা থাকবে না ? তাঁর মৃত্যুর পরই কেন একাধিক মতামত ও ওই ব্যক্তি সম্পর্কে বিভিন্ন বিষয় সামনে আসে ? কেন একজন মেধাবী মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন ?

তিনি আরও বলেন, "বিশ্ব কেন এতটা নিষ্ঠুর হয়ে উঠেছে যে একজন ব্যক্তির মৃত্যু অর্থ উপার্জন ও TRP অর্জনের ব্যবসায় পরিণত হয়েছে ? কেন ? কেন ? কেন ?"

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । এই ঘটনা মেনে নিতে পারেননি অনেকেই । ঘনিষ্ঠদের দাবি, ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে পড়ার কারণেই আত্মহননের পথ বেছে নেন অভিনেতা । আর সেই বিষয়কে কেন্দ্র করে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন । প্রশ্ন তুলেছেন অভিনেতার ভক্ত, নেটিজ়েন সহ বিভিন্ন তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্ব । আর এবার প্রশ্ন তুললেন জ়ারিনও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.